কথায় রয়েছে যতই সিরিয়াল (Bengali Serial) নিয়ে চর্চা হোক, বিচারক কিন্তু দিনের শেষে দর্শকেরাই। এর প্রমাণ মেলে প্রতি সপ্তাহের টিআরপি তালিকায় (TRP List)। যে কোনো সিরিয়ালের ভবিষ্যৎ নির্ভর করে এই TRP পয়েন্টের ওপরেই। পয়েন্ট কম মানেই ছাঁটাইয়ের খাতায় নাম উঠে যায়। এর বহু উদাহরণ আমরা ইতিমধ্যেই দেখেছি। সম্প্রতি শেষ হয়েছে পিলু, আর শেষের পথযাত্রী লালকুঠি (lalkuthi)। তবে এবার আরও এক সিরিয়ালের শেষ হওয়ার খবর মিলল।
আসলে দর্শকদের হারানো জনপ্রিয়তা পুনরায় ফিরে পেতে একাধিক কম টিআরপি এর সিরিয়াল শেষ করে নতুন সিরিয়াল শুরু করেছে ষ্টার জলসা থেকে জি বাংলা (Zee Bangla) দুটি চ্যানেলই। যার জেরে পুরোনো আর কম টিআরপি থাকা সিরিয়ালের ঘাড়ে কোপ পড়েছে। তাই এই মুহূর্তে নতুন কোনো সিরিয়ালের প্রোমো আসা মানেই যে আরও একটি সিরিয়াল বন্ধের পথে সেটা বোঝাই যায়।
সম্প্রতি জি বাংলায় একটি নতুন সিরিয়ালের প্রোমো প্রকাশ্যে এসেছে। নতুন এই সিরিয়ালের নাম ‘রাঙা বউ’ (Ranga Bou)। প্রোমোতে দেখা যাচ্ছে ‘ত্রিনয়নী’ এর জনপ্রিয় জুটি শ্রুতি দাস (Shruti Das) ও গৌরব রায় চৌধুরী (Gaurab Roy Chowdhury)। অন্য সময় নতুন সিরিয়ালের আগে আগাম সূচনা কিংবা গুঞ্জন রটলেও এক্ষেত্রে একেবারেই সারপ্রাইজ দেওয়া হয়েছে দর্শকদের।
যদিও টেলি পাড়ায় গুঞ্জন ছিল যে নতুন ধারাবাহিকের জন্য কাজ করছেন গৌরব ও শ্রুতি। তবে দুজনেই এব্যাপারে এর আগে একেবারে মুখে কুলুপ এঁটেছিলেন। তারপর একেবারে চমকে দিয়েই প্রকাশ্যে আসে ‘রাঙা বউ’ এর প্রমো। নিমেষের মধ্যেই ভাইরাল হয়ে পরে ভিডিওটি। যা দেখে মিশ্র প্রতিক্রিয়া মিলেছে নেটপাড়ায়।
কিন্তু প্রশ্ন হল নতুন এই সিরিয়াল আসতে চলেছে ঠিকই, কিন্তু কোন স্লটে। বিগত কয়েকদিনে পিলু শেষ হয়েছে বদলে মিঠাইয়ের সময় পাল্টে প্রাইম স্লটে এসেছে নিম ফুলের মধু। অন্যদিকে শেষের পথে লালকুঠি, যা শেষ হলে ‘সোহাগ জল’ শুরু হবে। তাহলে এবার কোন সিরিয়াল শেষ হতে চলেছে? এই প্রশ্ন জেগেছে নেটিজেনদের মনে।
এই মুহূর্তে যেমনটা জানা যাচ্ছে, রাঙা বউকে জায়গা করে দিতে হয়তো শেষ হতে করেছে উর্মি-সত্যকির কাহিনী ‘এই পথ যদি না শেষ হয়’ (Ei Path Jodi Na Sesh Hoi)। যদিও কিছুদিন আগে খবর মিলেছিল যে সিরিয়ালের টিআরপি কম হওয়ায় সময় পরিবর্তন করা হবে। তবে অন্দরের গুঞ্জন যে টিআরপি অনেকটাই কমে যাওয়ায় একেবারেই বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চ্যানেল। তবে এই খবর পেয়ে কিছুজনের মন খারাপ হলেও কিছুজন অন্য প্রতিক্রিয়া দিয়েছেন। নেটিজেনদের একাংশের মতে, ‘বাঁচা গেল’ এই সিরিয়াল শেষ হলে বাঁচি।