বলিউড (Bollywood) সুপারস্টার শাহরুখ খানের (Shah Rukh Khan) জনপ্রিয়তা দেখার মতো। শুধুমাত্র দেশেই নয়, বিদেশেও অসংখ্য অনুরাগী রয়েছে ‘কিং খান’এর। তাঁর কর্ম জীবনে কী ঘটছে, ব্যক্তিগত জীবনে কী চলছে সব জানতে অসীম আগ্রহ তাঁদের। অবশ্য শুধুমাত্র শাহরুখই নয়, তাঁর পরিবারের বিষয়েও প্রবল আগ্রহ রয়েছে অনুরাগীদের। শাহরুখ পত্নী গৌরী খান এবং তিন সন্তান আরিয়ান (Aryan Khan), সুহানা ও আব্রামের জনপ্রিয়তা দেখার মতো।
সংবাদমাধ্যমে বলি সুপারস্টারের পাশাপাশি তাঁর পরিবারকে নিয়েও বিপুল চর্চা চলতেই থাকে। সম্প্রতি যেমন আরিয়ান খানের বলিউড ডেবিউ নিয়ে আলোচনা শুরু হয়েছে। জানা গিয়েছে, হ্যান্ডসাম আরিয়ান নাকি করণ জোহরের (Karan Johar) ছবিতে নায়ক হওয়ার প্রস্তাবে সটান ‘না’ বলে দিয়েছেন। তাও একবার-দু’বার নয়, বরং বহুবার।

করণ জোহর যে বলিউডের অন্যতম সফল প্রযোজকদের মধ্যে একজন এই বিষয়ে কোনও সন্দেহ নেই। তাঁর ছবিতে কাজ করার জন্য মুখিয়ে থাকেন প্রত্যেক তারকাই। কিন্তু শাহরুখ পুত্র একেবারেই আগ্রহী নয় করণের ছবিতে নায়ক হওয়ায়। সেই কারণে একাধিকবার করণকে মুখের ওপর ‘না’ বলে দিয়েছেন তিনি। সম্প্রতি বলিউডের অন্দরের এক সূত্র একটি নামী সংবাদমাধ্যমের কাছে এই তথ্য ফাঁস করেছে।
অভিনেতা ছেলে মানেই অভিনেতা হবে- এমন ধারণা অনেকেরই থাকে। স্টারকিডদের লঞ্চ করার জন্য বিখ্যাত করণও এর ব্যতিক্রম নন। সেই কারণে তিনি বেশ কয়েক বছর আগেই ‘ভালো বন্ধু’ শাহরুখের ছেলেকে বলিউড ডেবিউর প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু তখনই আরিয়ান ‘না’ বলে দেন। ধর্মা কর্ণধার ভেবেছিলেন, বড় হলে ঠিক ‘হ্যাঁ’ বলবেন আরিয়ান। কিন্তু বড় হওয়ার পরেও বেশ কয়েকবার করণ প্রস্তাব দেওয়া সত্ত্বেও সে ফিরিয়ে দিয়েছে।

ইন্ডাস্ট্রির অন্দরের সূত্রকে উদ্ধৃত করে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের প্রতিবেদনে লেখা হয়েছে, ‘প্রথমে খুব সিরিয়াসভাবেই অফারটা দেওয়া হয়েছিল। যখন করণ আরিয়ানকে লঞ্চ করার প্রস্তাব দিয়েছিল ও বলেছিল ‘না’। করণ ভেবেছিল, ‘ও এখন ছোট। ঘরের ভেতরেরই কথা। পরে ঠিক লাইনে এসে যাবে। কিন্তু এরপর আরিয়ান প্রত্যেকবারই না বলতে থাকে। এখন ইয়ার্কির মাধ্যমেও করণ এটা বলা বন্ধ করে দিয়েছে’।
সংশ্লিষ্ট সূত্রের সংযোজন, ‘আরিয়ান চলচ্চিত্রকার হতে চায়। ও দেখতে সুন্দর হলেও ওঁর অভিনয়ে কোনও ইচ্ছা নেই। শুধু করণই নন, জোয়া আখতারও আর্চিস ‘এ ওঁকে লঞ্চ করার প্রস্তাব দিয়েছিল। কিন্তু ও না বলে দেয়। শাহরুখ খানের বাড়ির পরবর্তী প্রজন্মের অভিনেত্রী ওঁর বোন সুহানা’।














