চলতি মাসের শুরুতেই ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma)। বুধবার আবার পরপর হার্ট অ্যাটাক হওয়ার কারণে অভিনেত্রীর শারীরিক অবস্থা আরও একটু সংকটজনক হয়ে গিয়েছে। আপাতত তাঁকে নিয়ে প্রচণ্ড উদ্বেগে রয়েছেন অনুরাগীরা। তবে এই প্রথম নয়, এর আগেও দীর্ঘদিন হাসপাতালের বিছানায় শুয়ে জীবনযুদ্ধে লড়েছেন বিনোদন দুনিয়ার বহু তারকা (Celebrities)। কেউ জয়ী হয়েছেন, কেউ আবার নিয়েছেন বিদায়। আজকের প্রতিবেদনে এমনই ৯ তারকার নাম তুলে ধরা হল।
সঞ্জয় দত্ত- বলিউডের ‘মুন্নাভাই’ সঞ্জয় দত্তের নাম এই তালিকায় সবার প্রথমে রয়েছে। এই নামী অভিনেতাও ক্যান্সার আক্রান্ত হয়েছিলেন। দীর্ঘদিন চিকিৎসা করার পর এখন সম্পূর্ণ সুস্থ আছেন। মারণ ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে জয়ী হয়ে এখন ফের চুটিয়ে কাজ করছেন সঞ্জয়।
রাজু শ্রীবাস্তব (Raju Srivastava)- চলতি বছর ২১ সেপ্টেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন জনপ্রিয় কমেডিয়ান রাজু শ্রীবাস্তব। ১০ আগস্ট শরীরচর্চা করার সময় হার্ট অ্যাটাক হয় অভিনেতার। এরপর থেকে হাসপাতালের বিছানায় শুয়ে লড়ছিলেন তিনি। কিন্তু শেষরক্ষা হয়নি।
রোজলিন খান (Rozlyn Khan)- বলিউডের নামী অভিনেত্রী রোজলিন সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে জানিয়েছেন, তিনি ক্যান্সার আক্রান্ত। গত বেশ কিছুটা সময় ধরে হাসপাতালে ভর্তি থেকে তিনি মারণ রোগের বিরুদ্ধে লড়ছেন।
ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma)- দু’বার ক্যান্সারকে পরাজিত করার পর এবার ব্রেন স্ট্রোক এবং হার্ট অ্যাটাক হয়েছে ঐন্দ্রিলার। ভেন্টিলেশনে রয়েছেন অভিনেত্রী। ঐন্দ্রিলার আরোগ্য কামনা করে প্রার্থনা করছেন তাঁর অনুরাগীরা।
ঋষি কাপুর (Rishi Kapoor)- বলিউডের নামী অভিনেতা ঋষির নামও এই লিস্টে রয়েছে। বর্ষীয়ান এই অভিনেতার ক্যান্সার হয়েছিল। দীর্ঘদিন আমেরিকায় চিকিৎসার পর তিনি সুস্থও হয়ে গিয়েছিলেন। কিন্তু আচমকাই আবার অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর ২০২০ সালের এপ্রিল মাসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঋষি।
দিলীপ কুমার (Dilip Kumar)- বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা দিলীপ কুমারও মৃত্যুর আগে প্রচণ্ড ভুগেছিলেন। হাসপাতালের বিছানায় শুয়ে লড়াই করেছিলেন তিনি। কিন্তু শেষরক্ষা হয়নি। ২০২১ সালে এই পৃথিবী থেকে চিরবিদায় নেন অভিনেতা।
ঘনশ্যাম নায়েক (Ghanshyam Nayak)- ‘তারক মেহতা কা উলটা চশমা’ খ্যাত এই অভিনেতার ক্যান্সার হয়েছিল। দীর্ঘদিন মারণ রোগের বিরুদ্ধে লড়েছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত ক্যান্সারের সামনে মাথা নত করতে বাধ্য হন ঘনশ্যামবাবু।
অনুপম শ্যাম (Anupam Shyam)- জনপ্রিয় হিন্দি ধারাবাহিক ‘প্রতিজ্ঞা’য় ঠাকুর সজ্জন সিংয়ের চরিত্রে অভিনয় করেছিলেন অনুপম। বর্ষীয়ান এই অভিনেতার কোভিডের কারণে শারীরিক অবস্থার অনেকটা অবনতি হয়েছিল। দীর্ঘদিন হাসপাতালেও ভর্তি ছিলেন তিনি। শেষে ২০২১ সালের আগস্ট মাসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অনুপমবাবু।
আশিষ রায় (Ashiesh Roy)- ‘সসুরাল সিমর কা’ ধারাবাহিক খ্যাত এই অভিনেতার নামও তালিকায় রয়েছে। ২০২০ সালের ২৪ নভেম্বর প্রয়াত হয়েছেন আশিষ। অভিনেতা দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন। ভর্তি ছিলেন হাসপাতালে। কিন্তু শেষরক্ষা হয়নি। শোনা যায়, শেষ সময়ে তাঁর আর্থিক অবস্থাও প্রচণ্ড খারাপ হয়ে গিয়েছিল।
দিব্যা ভাটনগর (Divya Bhatnagar)- হিনা খান অভিনীত ‘এক রিশ্তা ক্যায়া কেহলাতা হ্যায়’ ধারবাহিকে অভিনয় করে বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন দিব্যা। এই অভিনেত্রীর নামও লিস্টে রয়েছে।
দিব্যা দীর্ঘদিন হাসপাতালে ভর্তি থেকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছিলেন। শেষে মাত্র ৩৪ বছর বয়সে কোভিডের কারণে মৃত্যু হয় অভিনেত্রীর।