• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ঐন্দ্রিলাকে নিয়ে ফেসবুকে ঠাট্টার পোস্ট! ঋত্বিক চক্রবর্তীকে ধুয়ে দিল নেটিজেনরা

যখন আর কোনও কিছু কাজ করে না, তখন নিজের অজান্তেই অনেক মানুষ ঈশ্বরের কাছে গিয়ে হাত জোড় করেন। অনেকে এও মানেন যে প্রার্থনা যদি মন থেকে করা হয় তাহলে ঈশ্বর ঠিক সেই ডাকে সাড়া দেন। সম্প্রতি যেমন অভিনেতা সব্যসাচী চৌধুরী তাঁর বান্ধবী তথা অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার (Aindrila Sharma) জন্য মন থেকে প্রার্থনা করার আর্জি জানিয়েছিলেন।

হাসপাতালের বিছানায় শুয়ে ঐন্দ্রিলা যখন জীবনযুদ্ধ চালাচ্ছেন, তখন তাঁর জন্য প্রার্থনা করছেন অসংখ্য অনুরাগীরা, ইন্ডাস্ট্রির সহ কর্মীরা। অনেকে সোশ্যাল মিডিয়াতেও লিখেছেন সেই কথা। কিন্তু এসবের মাঝেই টলিউডের জনপ্রিয় অভিনেতা ঋত্বিক চক্রবর্তীর (Ritwick Chakraborty) একটি পোস্টে মাথাচাড়া দিয়েছে বিতর্ক।

   

Ritwick Chakraborty

বুধবার ঋত্বিক ফেসবুকে লেখেন, ‘অনেককেই দেখি নানা কারণে ফেসবুকে প্রার্থনা করেন। কিন্তু যার কাছে প্রার্থনা করা হয় তিনি ফেসবুক করেন তো!’ অভিনেতার এই পোস্ট দেখার পর থেকেই নেটিজেনদের একাংশ চটে গিয়েছেন। ঋত্বিক কোথাও ঐন্দ্রিলার নাম না নিলেও নেটিজেনরা দুইয়ে দুইয়ে চার করে অভিনেতাকে একহাত নেওয়া শুরু করে দিয়েছেন।

Ritwick Chakraborty Aindrila Sharma controversy

ঋত্বিকের পোস্টে কমেন্ট করেছেন টলিউডেরও বেশ কিছু জনপ্রিয় শিল্পীও। অভিনেত্রী বিদীপ্তা চক্রবর্তী যেমন লিখেছেন, ‘আমার কাছে প্রার্থনার সমার্থক মন থেকে চাওয়া। বেশি বেশি করে মন থেকে চাওয়া’। ‘শ্রীময়ী’র জুন আন্টি তথা অভিনেত্রী উষসী চক্রবর্তী আবার লিখেছেন, ‘এটা আমারও প্রশ্ন’। আর একটি কমেন্টে আবার লিখেছেন, ‘তাঁকে একতা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে চাই’।

একজন নেটিজেন আবার লিখেছেন, ‘চোর, ধর্ষক, ডাকাত, শিক্ষক, প্রবঞ্চক, মিথ্যাবাদী, শিল্পী, নেতামন্ত্রী, ব্লগার- সবাই যদি নিজের বেশি কিংবা ছদ্মবেশ ধরে ফেসবুকে ঘুরে বেড়াতে পারেন, তাহলে তিনি কেন নন?’ একজন নেটিজেন আবার সরাসরি ঐন্দ্রিলার প্রসঙ্গ টেনে এনে অভিনেতার পোস্টে কমেন্ট করেছেন।

Ritwick Chakraborty Aindrila Sharma

সংশ্লিষ্ট নেটাগরিক লিখেছেন, ‘আমার মনে হয় সবাই নিজেদের ইষ্ট দেবতার কাছেই প্রার্থনা করে থাকেন। স্রেফ যার উদ্দেশে করা হয় তাঁকে জানানোর জন্য এই মাধ্যমকে বেছে নেওয়া হয়। উদাহরণ স্বরূপ যদি এখন ঐন্দ্রিলার কথা বলি, তাহলে আমরা সরাসরি তাঁর জন্য তাঁর কাছে গিয়ে প্রার্থনা করতে পারছি না। কিন্তু তাঁর এত ভক্ত যে তাঁর জন্য প্রার্থনা করছে তা এই সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে হয়তো তাঁর কাছে পৌঁছে যাচ্ছে। সরাসরি হবে কিনা জানি না, কিন্তু ভালোবাসার এই বার্তা যখন তাঁর কাছে পৌঁছবে তখন নিশ্চয়ই ভালো প্রভাব ফেলবে। তাঁকে হয়তো দ্রুত সুস্থতার দিকে এগিয়ে নিয়ে যাবে। সবার শেষে মন ভালো থাকলেই তো সব ভালো থাকে। এই মতামত একান্তই ব্যক্তিগত’।

site