টলিউডে (Tollywood) একের পর এক দুঃসংবাদ শোনা যাচ্ছে। কয়েকদিন আগেই মাতৃহারা হয়েছেন অভিনেত্রী দেবশ্রী রায় ও সোনালি চৌধুরী। এবার ফের ইন্ডাস্ট্রির এক নামী শিল্পীর মাতৃবিয়োগ হল। মঙ্গলবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন অভিনেতা সুজন নীল মুখার্জি (Sujan Neel Mukherjee) এবং পরিচালক সুজন মুখার্জির মা। অনেকদিন ধরেই বার্ধক্যজনিত নানান সমস্যায় ভুগছিলেন তিনি। হাসপাতালে ভর্তি ছিলেন নামী অভিনেতা অরুণ মুখোপাধ্যায়ের স্ত্রী। অবশেষে মঙ্গলবার না ফেরার দেশে পারি দিলেন আরতি মুখোপাধ্যায় (Arati Mukherjee)।
গতকাল রাতেই মায়ের প্রয়াণের খবর জানান সুজন। অভিনেতা সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘মা চলে গেলো’। এরপর আজ অর্থাৎ বুধবার সকালে হাসপাতালের বিছানায় শোওয়া মায়ের সঙ্গে তোলা শেষ সেলফি ফেসবুকে পোস্ট করে সুজন লেখেন, ‘মায়ের সঙ্গে শেষ ছবি। দাহ করে ফিরলাম। সকাল ৮টায় রিহার্সাল। মায়ের কথা ভেবেই যাবো। চেতনা ৫০ তোমার নামেই চিহ্নিত হোক। তুমি জাগ্রত অন্তরে অন্তরে’।
মা’কে হারানোর যন্ত্রণা এখনও টাটকা হলেও, তাঁর দেওয়া শিক্ষা কিছুতেই ভোলেননি সুজন। তাঁর থেকেই ছোটবেলা থেকে শিখেছেন, পরিস্থিতি যেমনই হোক ‘দ্য শো মাস্ট গো অন’। আর সেই কারণেই মা’কে দাহ করে সময় মতো রিহার্সালে পৌঁছে গেলেন অভিনেতা। কাজের মাধ্যমেই হয়তো মায়ের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন তিনি।
শাশুড়িকে হারিয়ে সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করেন জনপ্রিয় অভিনেত্রী নিবেদিতা মুখোপাধ্যায়ও। সুজন এবং আরতিদেবীর সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘আমরা ভালো থাকবো কারণ আমাদের সকলকে ভালো রাখার মধ্যে তুমি খুঁজে নিয়েছিলে নিজের ভালো থাকা। সেইজন্য হয়তো তোমার নিজের সত্যিকারের ভালো থাকা বিঘ্নিত হয়েছে বারবার। তাই এখন থেকে যেখানে থাকবে সেইখানে নিশ্চিন্তে আনন্দে থেকো শান্তিতে থেকো’।
সুজন মুখোপাধ্যায়ের মাতৃহারা হওয়ার সংবাদে শোকপ্রকাশ করেছে টলিউডের বহু নামী ব্যক্তিত্বরা। অভিনেত্রী বিদীপ্তা চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তী থেকে শুরু করে পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায়রা শোক প্রকাশ করেছেন আরতি দেবীর প্রয়াণে।
বাংলা বিনোদন দুনিয়ার অত্যন্ত পরিচিত মুখ হলেন সুজন মুখোপাধ্যায়। ইন্ডাস্ট্রিতে তাঁকে বেশিরভাগ মানুষই ‘নীলদা’ নামে চেনে। বড়পর্দা, ছোটপর্দার পাশাপাশি নাটকের দুনিয়াতেও তাঁর অবাধ বিচরণ। পাশাপাশি তাঁর স্ত্রী নিবেদিতাও কিন্তু টলিউডের বেশ পরিচিত শিল্পী। ‘বৌমা একঘর’ ধারাবাহিকে তাঁর অভিনয় দক্ষতা দেখেছে দর্শকরা।