বাংলা টেলিভিশন জগতের একজন নাম করা অভিনেত্রী হলেন সোনামনি সাহা (Sonamoni Saha)। ছোট পর্দার অভিনেত্রী হয়েও দর্শকমহলে এই অভিনেত্রীর জনপ্রিয়তা রয়েছে আকাশছোঁয়া। এই মুহূর্তে সোনামনিকে দেখা যাচ্ছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘এক্কা দোক্কা’ তে। লীনা গাঙ্গুলীর লেখা এই সিরিয়ালে রাধিকার চরিত্রে অভিনয় করছেন তিনি।
দর্শকমহলে এমনিতেই দারুন ফ্যানবেস রয়েছে অভিনেত্রীর। স্টার জনপ্রিয় ‘মোহর’ সিরিয়ালে অভিনয়ের পর থেকেই দর্শকদের একেবারে ঘরের মেয়ে হয়ে উঠেছেন তিনি। তাই মোহর শেষ হওয়ার পর থেকে তার সব ভক্তরাই তাকে পর্দায় দেখার জন্য একেবারে মুখিয়ে ছিলেন। দর্শকদের খালি হাতে ফেনরানি সোনামনিও। আগেই কামব্যাক করেছেন ছোট পর্দায়।
ছোট পর্দায় অভিনয়ের পাশাপাশি সদ্য ওটিটিতে ডেবিউ করেছেন সোনামণি। ১১ নভেম্বর ওটিটি প্লাটফর্ম হইচইতে মুক্তি পেয়েছে এসভিএফ প্রযোজিত ওয়েব সিরিজ (Web Series) ‘দি বেঙ্গল স্ক্যাম’ (The Bengal Scam)। এই ওয়েব সিরিজে বিমা কর্মী মোহনার ভূমিকায় অভিনয় করছেন। তাঁর বিপরীতে সহকর্মী সমুদ্রর ভূমিকায় অভিনয় করছেন অভিনেতা কিঞ্জল নন্দা (Kinjal Nanda)।
প্রথম থেকেই সোনামনির ওটিটি ডেবিউ নিয়ে দারুন উচ্ছসিত ছিলেন অনুরাগীরা। প্রসঙ্গত সোনামনি ওয়েব সিরিজে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে মিঠাই খ্যাত ওমি আগারওয়াল চরিত্রের অভিনেতা জন ভট্টাচার্যকে (John Bhattacharya)। এই ওয়েব সিরিজে তিনি একজন সিআইডি অফিসারের চরিত্রে অভিনয় করেছেন। পর্দায় জন-সোনামনিকে একসাথে খুব কম দৃশ্যে দেখা গিয়েছে।
তবে তাদের একসাথে দেখে দারুন খুশি হয়েছেন এই দুই অভিনেতার অনুরাগীরা সকলেই। দর্শকদের কথায় পর্দায় তারা যতটুকু সময় একসাথে ছিল চোখ সরানো যাচ্ছিল না। শুধু তাই নয় সোনামণি এবং জন দুজনের প্রশংসায় পঞ্চমুখ দর্শকদের দাবি এই ওয়েব সিরিজে দুজনের লুকও নাকি ছিল অসম্ভব সুন্দর।
সেই সাথে বলা হয়েছে এই ওয়েব সিরিজের শেষে সমুদ্রকে নিয়ে তৈরি হয়েছে একটি রহস্য,আদৌ তার মৃত্যু হয়েছে কিনা তা দেখানো হয়নি। তাই পরিচালকের কাছে দর্শকদের অনুরোধ যেন দ্বিতীয় সিজনে সমুদ্রএবং মোহনার কেমিস্ট্রি দেখানো হয়। আর সেই সাথে ভবিষ্যতে নতুন কোন সিরিয়ালে জন এবং সোনামণি সাহাকে জুটি হিসেবে দেখানোর অনুরোধ জানিয়েছেন দর্শক।

এই ওয়েব সিরিজের হাত ধরেই প্রথমবার ওটিটি প্লাটফর্ম ‘হইচই’ (Hoichoi) -এ ডেবিউ করছেন সোনামনি। আগামী ১১ই নভেম্বর হইচই-এ স্ট্রিমিং হতে চলেছে ‘দি বেঙ্গল স্ক্যাম’-এর। অভিরূপ ঘোষ (Abhirup Ghosh) পরিচালিত এই ওয়েব সিরিজটিতে খলনায়কের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা রজতাভ দত্ত (Rajtava Dutta)।