সিরিয়াল মানেই বাঙালির বিনোদনের ডেলিডোজ। অবসরসময়ে পছন্দের সিরিয়াল দেখতে ভালোবাসেন কমবেশি সকলেই। সারাদিনের ব্যস্ত জীবনের শেষে অবসর সময়ে মনের ক্লান্তি দুর করতে পছন্দের বাংলা সিরিয়াল দেখা এখনকার দিনে যে কোনো সিরিয়ালপ্রেমী দর্শকদের কাছে অত্যন্ত পছন্দের বিষয় হয়ে উঠেছে। এই মুহূর্তে জি বাংলার সিরিয়াল (Bengali Serial)-প্রেমী দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় এমনই একটি সিরিয়ালহল ‘খেলনা বাড়ি’ (Khelna Bari)।
সাংসারিক কূটকচালির বাইরে ভিন্ন স্বাদের এই সিরিয়ালে নায়িকা মিতুল (Mitul)-এর চরিত্রে অভিনয় করেই দর্শকদের একেবারে ঘরের মেয়ে হয়ে উঠেছেন টেলি অভিনেত্রী আরাত্রিকা মাইতি( Aratrika Maity)। ধারাবাহিকে তার বিপরীতে ইন্দ্র (Indra) চরিত্রে অভিনয় করছেন অভিনেতা বিশ্বজিৎ ঘোষ (Biswajit Ghosh)। অল্প দিনেই দর্শকমহলে বেশ জনপ্রিয়তা ইন্দ্র মিতুলের এই মিষ্টি জুটি।
দর্শকরা ভীষণ পছন্দ মিতুলের মতো লড়াকু-বুদ্ধিমতী মেয়েকে। এই সিরিয়ালের যারা নিয়মিত দর্শক তারা সকলেই জানেন আগের থেকে এখন অনেকটাই স্বভাবিক হয়েছে ইন্দ্র মিতুলের সম্পর্ক। মিতুলের প্রতি দিনে দিনে মজবুত হচ্ছে ইন্দ্রর বিশ্বাসের ভীত। ধারাবাহিকে ইতিমধ্যেই দেখা গিয়েছে অনুরাধার (Anuradha) কথা শুনে প্রথমে বাড়ি ছেড়ে বেরিয়ে গেলেও ইন্দ্র বাবু আদালতে নির্দোষ প্রমাণিত হওয়ার পর বুদ্ধি কে কাজে লাগিয়ে আবার ফিরে এসেছে মিতুল।
শুধু তাই নয় বাড়ি ফিরে সবার সামনেই সে ফাঁস করে দিয়েছে অনুরাধার আসল রূপ। যদিও তার পরেও থেমে নেই অনুরাধা। সে উঠে পড়ে লেগেছে ইন্দ্র মিতুলের জীবনকে তছনছ করে দেওয়ার জন্য। আজকের পর্বেই দেখা গেছে অনুরাধা সরাসরি মিতুলকে চ্যালেঞ্জ করেছে। সে বলেছে তাকে প্রমাণ করে দেখাতে হবে ইন্দ্র তাকে সত্যিই তাকে নিজের বউ বলে মেনে নিয়েছে।
এরই মধ্যে এসে গিয়েছে খেলনা বাড়ির এক নতুন ধামাকাদাড় প্রোমো (New Promo)। সেখানে দেখা গিয়েছে ইন্দ্রর ঘরে গিয়ে তার সাথে জোর করে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছে অনুরাধা। তখনই সেখানে গিয়ে পৌঁছায় মিতুল। আর যাওয়া মাত্রই অনুরাধার হাত ধরে ঘুরিয়ে টেনে তাকে এক চড় কষিয়ে দেয় মিতুল। সেই সাথে রাগে লাল মিতুল তাকে স্পষ্ট জানিয়ে দেয় ‘আমার বরের দিকে কুনজর দিয়েছো তো চোখ গেলে দেবো বলে দিলাম’। জানা যাচ্ছে আগামীকালই সপ্তাহের শুরুতে টিভি পর্দায় এই ধামাকাদার পর্ব দেখতে চলেছেন দর্শক।
View this post on Instagram