১৯২৯ সাল থেকে পথচলা শুরু হয়েছিল বিশ্বের অন্যতম সেরা চলচ্চিত্র পুরস্কার অস্কারের (Oscar)। অবশ্য শুধুমাত্র চলচ্চিত্রেই নয়, সাহিত্যের ক্ষেত্রেও অন্যতম সম্মানীয় পুরস্কার এটি। প্রত্যেক শিল্পীই নিজের কেরিয়ারে অন্তত একবার এই পুরস্কার জেতার স্বপ্ন দেখেন। তবে অস্কার জেতা তো আর এতটা সহজ নয়। লড়াইয়ে থাকে বিশ্বের সব দেশ। আজকের প্রতিবেদনে ভারতের এমনই ৫ কিংবদন্তি ব্যক্তিত্বের (Indian celebs) নাম তুলে ধরব যারা অস্কার জিতে বিশ্বমঞ্চে ভারতের নাম উজ্জ্বল করেছেন।
ভানু আথাইয়া (Bhanu Athaiya)- ১৯৮২ সালে সারা বিশ্বে সাড়া ফেলে দিয়েছিল একটি সিনেমা, সেটি হল ‘গান্ধী’। ‘বাপু’র চরিত্রে বেন কিংসলেকে দেখে বোঝার উপায় নেই যে তিনি আসল নাকি নকল। সৌজন্যে ছিলেন একজন ভারতীয় পোশাক ডিজাইনার। ‘গান্ধী’ সিনেমার পোশাক ডিজাইন করেছিলেন ভারতীয় শিল্পী ভানু আথাইয়া। আর এই ছবির জন্যই সেরা কস্টিউম ডিজাইনার বিভাগে অস্কার জিতেছিলেন তিনি। ভানুই ভারতকে প্রথম অস্কার এনে দিয়েছিলেন।
সত্যজিৎ রায় (Satyajit Ray)- তালিকার দ্বিতীয় নামটিই হল বাংলার তথা সারা বিশ্বের অন্যতম সেরা চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের। ‘অপু ট্রিলজি’ দিয়ে সিনেমার ইতিহাসের এক সুবর্ণ অধ্যায়ের রচনা করেছিলেন তিনি। সিনেমার জগতে সত্যজিৎ রায়ের অবদানের কথা মাথায় রেখে ১৯৯২ সালে ৬৪তম অস্কার প্রদান অনুষ্ঠানে তাঁকে একটি সম্মানসূচক অস্কার দেওয়া হয়েছিল।
রেসুল পুকুট্টি (Resul Pookutty)- ২০০৯ সালের অস্কার প্রদান অনুষ্ঠানে ভারত বেশ কয়েকটি বিভাগে জয়ী হয়েছিল। সেই বছরই ‘স্লামডগ মিলিয়নেয়ার’ ছবির জন্য অস্কার পেয়েছিলেন রেসুল। জানিয়ে রাখি, তিনি পেশায় একজন সাউন্ড ডিজাইনার, মিক্সার এবং এডিটর। বলিউডের পাশাপাশি টলিউড, হলিউড এবং কলিউডেও কাজ করেছেন রেসুল।
এ আর রহমান (A R Rahman)- কিংবদন্তি এই সঙ্গীত শিল্পীকে কে না চেনে! তাঁর আলাদা করে কোনও পরিচয়ের দরকার নেই। ২০০৯ সালের অস্কার প্রদান অনুষ্ঠানে ২টি অস্কার পেয়েছিলেন এ আর রহমান। একটি সেরা অরিজিনাল স্কোর বিভাগে এবং অপরটি ‘স্লামডগ মিলিয়নেয়ার’ ছবির ‘জয় হো’ গানের জন্য পেয়েছিলেন তিনি। এরপর ২০১১ সালেও ‘১২৭ ঘণ্টা’ ছবির জন্য দু’বার মনোনীত হয়েছিলেন এ আর রহমান।
গুলজার (Gulzar)- ভারতের এই কিংবদন্তি ব্যক্তিত্বেরও আলাদা করে কোনও প্রয়োজনের দরকার পড়ে না। একাধারে তিনি একজন চিত্রনাট্যকার, লেখক, চলচ্চিত্র পরিচালক এবং অপরদিকে তিনি একজন কবি ও গীতিকারও।
২০০৯ সালেই ৮১তম অস্কার প্রদান অনুষ্ঠানে ভারতের নাম উজ্জ্বল করেছিলেন গুলজার সাহেবও। সেই বছর ‘স্লামডগ মিলিয়নেয়ার’এর ‘জয় হো’ গানের জন্য সেরা মৌলিক গানের অস্কার জিতেছিলেন তিনি।