• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

৭ মাস পর খলনায়ক হয়ে ফিরছে সোম! মিঠাইরানির মৃত্যুর পিছনে হাত ট্যাসবুড়ির বরের, ভয় দর্শকদের

Updated on:

Audience predicted Mithai serial Som actor Dhrubojyti Sarkar comeback as villain

টিআরপি স্কোর যাই হোক না কেন ‘মিঠাই’ (Mithai) সিরিয়াল দিয়ে দর্শকদের উন্মাদনা কিন্তু কমেনি এক ফোঁটাও। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে ছিটিয়ে থাকা সিরিয়ালের ফ্যান পেজগুলোর দিকে তাকালেই সে কথা পরিষ্কার হয়ে যায় জলের মত। শুধু তাই নয় এখনও চ্যানেল কর্তৃপক্ষের তরফে ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে প্রোমো ভিডিও কিংবা অন্যান্য ছোট ভিডিও ক্লিপিং শেয়ার করা মাত্রই নিমেষের মধ্যে ভরে যায় লাইক কমেন্টে।

যা দেখে বোঝা যায় সময়ের সাথে সাথে দিনে দিনে বেড়েই চলেছে এই সিরিয়ালের জনপ্রিয়তা। এমনিতেই মাত্র কয়েকদিনের মধ্যেই মিঠাইতে এসেছে একাধিক চমক।  সেই সাথে মোদক  পরিবারে যোগ দিয়েছে পরিবারের সবচেয়ে খুদে সদস্য শাক্য মোদক। তাকে নিয়েই ইদানিং মেতে রয়েছে গোটা পরিবার। এরইমধ্যে সিরিয়ালের নতুন প্রোমোতে দেখা গিয়েছে মৃত্যু হবে মিঠাইরানির। সেই থেকে মন ভালো নেই দর্শকদের।

Mithai son Shakyo got kidnapped

ইতিমধ্যেই ধারাবাহিকে দেখা গিয়েছে জুনিয়র উচ্ছে বাবুকে স্কুলে ভর্তি করতে গিয়ে এক ভয়ঙ্কর বিপদের মুখে পড়েছিল মিঠাই। হঠাৎ করেই স্কুল থেকে একদল গুন্ডা শাক্যসহ স্কুলের অন্যান্য বাচ্চাদের বন্দি বানিয়ে রেখে দিয়েছিল। এই পর্ব দেখে শুরু থেকেই দর্শকরা ভাবতে শুরু করেছিলেন গুন্ডাদের হাত থেকে ছেলেকে বাঁচাতে গিয়েই হয়তো মৃত্যু হবে মিঠাইরানির।

Mithai son Shakyo got kidnapped

কিন্তু এবারও গোপালের সাহায্য আর নিজের বুদ্ধির জোরেই বিপদ থেকে রক্ষা পেয়ে গেছে মিঠাই। এরই মধ্যে জানা যাচ্ছে আগামী পর্বে ধারাবাহিকে এন্ট্রি নেবে বাড়ির বড় ছেলে সোম (Som)। প্রায় সাত মাস পর ধারাবাহিকের এই চরিত্রে কামব্যাক (Comeback) করছেন অভিনেতা ধ্রুবজ্যোতি সরকার (Dhrubojyoti Sarkar)। যা দেখে অনেকেই মনে করছে এতদিন পরে যখন তিনি ফিরছেন নিশ্চয়ই তাকে লেখিকা খলনায়ক (Villain) হিসেবেই দেখাবেন ।

মিঠাই,Mithai,সোম,Som,ধ্রুবজ্যোতি সরকার,Dhrubojyoti Sarkar,খলনায়ক,Villain,কামব্যাক,Comeback

শুধু তাই নয় দর্শকদের একাংশের ধারণা আগামীদিনে মিঠাইরানির মৃত্যুর পিছনে হয়তো তার ভাসুর অর্থাৎ সোমেরই  কোন হাত থাকতে পারে। যদিও এখনও পর্যন্ত এই ব্যাপারে কোন নিশ্চয়তা মেলেনি। পুরোটাই দর্শকদের একাংশের অনুমানের উপর ভিত্তি করে বলা হচ্ছে। এখন দেখার মনোহরায় সোমের এন্ট্রির সাথে দর্শকদের জন্য অপেক্ষা করছে নতুন কোন চমক।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥