সুপারহিট বাংলা ছবি ‘বন্ধন’ (Bandhan) নিশ্চই মনে আছে সকলের। ছবিতে এক ছোট্ট ছেলের মিষ্টি কথাতেই মন গলেছিল দাদুর। শিশুশিল্পী জিৎ কোয়েল মল্লিকের (Jeet-Koel Mallick) হলেও ছবিতে তাঁর অভিনয় ব্যাপক প্রশংসিত হয়েছিল। পর্দায় নাম ছিল অংশু, আর আসল নাম অংশু বাচ (Angshu Bach)। একসময়ের জনপ্রিয় এই ছোট্ট অভিনেতা আজ কোথায়? কি করছেন তিনি? চলুন জেনে নেওয়া যাক।
বন্ধন ছবি রিলিজের পর বহুবছর কেটে গিয়েছে। তবে শুধু বন্ধন ছবিতেই নয়, এরপর টলিউডের একাধিক ছবিতে কাজ করেছিল সে। মিঠুন চক্রবর্তীর সাথে এম এল এ ফাটাকেষ্ট থেকে প্রসেনজিৎ চ্যাটার্জীর সাথে রাজু আঙ্কেল ছবিতে কাজ করেছিল সে। স্বাভাবিকভাবেই সময়ের সাথে অনেকটাই বড় হয়ে গিয়েছে অংশু। ছোট বেলায় যেমন মিষ্টি দেখতে ছিল তাকে তেমনি বড় হয়েও দারুন হ্যান্ডসাম হয়ে গিয়েছে সে।
অল্প বয়সেই বিনোদন জগতে নিজের নাম করে ফেলেছিল অংশু। কিন্তু জীবনে এগোতে হল শিক্ষাও গুরুত্বপূর্ণ। তাই বেশ কিছু ছবিতে অভিনয় করে জনপ্রিয়তা পেলেও পড়াশোনা শেষ করার জন্য একটা দীর্ঘ বিরতি নিয়েছিল সে। জানা যায় প্রায় ৬ বছর টলি ইন্ডাস্ট্রির থেকে দূরে ছিল অংশু। এরপর আবারও কামব্যাক করেন, তবে এবার শিশুশিল্পী কিংবা পার্শ্ব চরিত্র নয় একেবারে হিরো হয়ে ফিরেছেন।
ছোট থেকেই অভিনয় রপ্ত করে নেওয়ায় একেরপর এক কাজ পেয়েছেন অভিনেতা। ২০১৭ সালে ‘টেক কেয়ার’ শর্ট ফিল্মে এর পাশাপাশি ‘ইংলিশ ভার্সেস ইংলিশ’, ‘চার অধ্যায়’ এর মত ছবিতে অভিনয় করেছেন অংশু। তবে শুধু বড়পর্দা নয় ছোটপর্দাতেও একাধিক বার দেখা গিয়েছে তাকে। ‘কে আপন কে পর’ সিরিয়ালে খলনায়কের চরিত্রে দুর্দান্ত অভিনয় করে দর্শকদের মন জিতেছিলেন তিনি।
বলাবাহুল্য ছোটবেলা থেকেই জীবনে সাফল্যের মুখ দেখেছেন তিনি। রুপোলি পর্দা থেকে ছোটপর্দা সর্বত্রই প্রশংসিত হয়েছেন অভিনয়ের জেরে। বিশেষত ‘বন্ধন’ ছবির পর কাজের কখনোই অভাব হয়নি। তবে এবার বড় হয়ে হ্যান্ডসাম হিরো হয়ে সকলকে চমকে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন অংশু।
অভিনয়ের পাশাপাশি হ্যান্ডসাম হওয়ার কারণে ইতিমধ্যেই মডেলিং এর দুনিয়াতেও প্রবেশ করেছেন অংশু। সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় তিনি। নিজের একাধিক ফটোশুটের ছবি শেয়ার করে নিয়েছেন নেটপাড়ায়। যা বিশাল সংখ্যক ফলোয়ারের দৌলতে ভাইরাল হতে খুব বেশি দেরি লাগে না। আশা করা যায় শীঘ্রই আবার বড়পর্দার ছবিতে দেখা যাবে তাকে। সেই দিনের জন্যই অপেক্ষায় রয়েছেন দর্শকেরা।