কোথায় ভাবা হচ্ছিল এই সিনেমা বক্স অফিসে ঝড় তুলবে, নতুন রেকর্ড গড়বে, আর কোথায় টিজার রিলিজের পরই সোশ্যাল মিডিয়া জুড়ে উঠেছে ছবি বয়কটের ডাক! সব মিলিয়ে টিজার প্রকাশ্যে আনার পর থেকেই বেশ চাপে ছিলেন ‘আদিপুরুষ’ (Adipurush) নির্মাতারা। দর্শকদের বয়কটের ডাক, আইনি জটিলতা- সব মিলিয়ে একেবারে ল্যাজেগোবড়ে দশা হয়েছিল তাঁদের। এবার এত চাপের মুখে পড়ে পিছিয়ে (Postponed) গেল ছবির রিলিজের দিন (Release date)।
প্রভাস, সইফ আলি খান, কৃতি শ্যানন অভিনীত ‘আদিপুরুষ’এর টিজার প্রকাশ্যে আসার পর থেকে দর্শকদের একাংশ ছবিটির বিরুদ্ধে নিজেদের ক্ষোভ উগড়ে দিয়েছেন। খিলজি, বাবরের মতো দেখতে রাবণ এবং কার্টুন চ্যানেলের মতো ভিএফএক্স দেখে প্রচণ্ড চটে গিয়েছিলেন তাঁরা।
অবশেষে দর্শকদের এই ‘সাঁড়াশি চাপ’এ পড়ে ‘আদিপুরুষ’এর রিলিজ ডেট পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। জনপ্রিয় কার্টুন ‘ছোটা ভীম’এর সঙ্গে তুলনা হওয়ার পর এবার ছবির ভিএফএক্সের ওপর ফের নতুন করে কাজ করতে চলেছেন নির্মাতারা। যে কারণে দীর্ঘ সময়ের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে ছবির রিলিজ।
সম্প্রতি প্রভাস-সফ অভিনীত ছবির পরিচালক ওম রাউত সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি প্রকাশ করে এই সংবাদটি জানিয়েছেন। পরিচালক সংশ্লিষ্ট বিবৃতিতে লিখেছেন, ‘আদিপুরুষ একটি সিনেমা নয়। বরং এটি প্রভু শ্রীরাম এবং আমাদের সংস্কৃতি ও ইতিহাসের প্রতি আমাদের শ্রদ্ধা ও দায়বদ্ধতা’।
ওমের সংযোজন, ‘দর্শকদের দুর্দান্ত ভিসুয়াল এক্সপেরিয়েন্স দেওয়ার জন্য ছবির ওপর আমাদের কাজ করতে আরও একটু সময় লাগবে। আদিপুরুষ এবার ১৬ জুন ২০২৩’এ রিলিজ করবে। ভারত গর্ব করবে এমন ছবি তৈরি করার জন্য আমরা দায়বদ্ধ। আপনাদের সমর্থন, ভালোবাসা এবং আশীর্বাদের জন্যই আমরা এগোতে পারছি’।
जय श्री राम…#Adipurush releases IN THEATRES on June 16, 2023.#Prabhas #SaifAliKhan @kritisanon @mesunnysingh #BhushanKumar #KrishanKumar @vfxwaala @rajeshnair06 #ShivChanana @manojmuntashir @TSeries @RETROPHILES1 @UV_Creations @Offladipurush pic.twitter.com/kXNnjlEsib
— Om Raut (@omraut) November 7, 2022
প্রসঙ্গত, মেগা বাজেট এই সিনেমা ‘রামায়ণ’এর ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এখানে রাঘবের চরিত্রে সাউথ সুপারস্টার প্রভাস, জানকীর চরিত্রে বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন এবং লঙ্কেশের চরিত্রে বলিউড অভিনেতা সইফ আলি খানকে দেখা যাবে। আগে এই ছবিটি আগামী বছর ১২ জানুয়ারি রিলিজ হওয়ার কথা ছিল। তবে এবার ভিএফএক্সের কাজের জন্য সেই তারিখ পিছিয়ে ১৬ জুন করে দেওয়া হল।