এই পৃথিবীর সবথেকে সুন্দর এবং পবিত্র সম্পর্ক হল ভালোবাসার (Love) সম্পর্ক। যারা এই পৃথিবীতে নিজের প্রকৃত ভালোবাসা খুঁজে পেয়েছে তাঁরা সত্যিই ভাগ্যবান। কারণ এই দুনিয়ায় ভালোবাসার মানুষদের রাস্তায় কাঁটা বিছিয়ে দেওয়ার লোকের অভাব নেই। জাত, বয়স, ধর্ম, বর্ণ- নানান কারণে দু’জন ভালোবাসার মানুষকে আলাদা করে দেওয়ার নিদর্শন কম নেই। তবে আজকের প্রতিবেদনে হিন্দি টেলিভিশন দুনিয়ার এমন ৫ তারকা জুটির (Television star couples) প্রেমকাহিনী তুলে ধরব, যা প্রমাণ করে ভালোবাসার কাছে সত্যিই ফিকে জাত-ধর্ম-বর্ণের মতো বিষয়।
প্রিন্স নারুলা এবং ইয়ুবিকা চৌধরী (Prince Narula and Yuvika Chaudhary)- টিভির দুনিয়ার অন্যতম জনপ্রিয় জুটি হল ‘প্রিভিকা’র জুটি। ‘বিগ বস’এর ঘর থেকে শুরু হয়েছিল তাঁদের প্রেম। এরপর সাত পাকও ঘুরেছেন তাঁরা। তবে আপনি কি জানেন, ইয়ুবিকা প্রিন্সের থেকে ৭ বছরের বড়। কিন্তু তা সত্ত্বেও বয়সের এই ব্যবধানকে নিজেদের প্রেমের পথের কোনোদিন বাঁধা হতে দেননি ‘প্রিভিকা’।
কেকে গোস্বামী এবং পিঙ্কু গোস্বামী (KK Goswami and Pinku Goswami)- হিন্দি টেলিভিশন দুনিয়ার নামী অভিনেতা কেকে বহু সুপারহিট ধারাবাহিকে কাজ করেছেন। আদায় করেছেন দর্শকদের ভালোবাসা। উচ্চতা কম হলেও, সেটিকে কখনও নিজের কাজের পথে বাঁধা হতে দেননি কেকে। জানিয়ে রাখি, কেকের স্ত্রী পিঙ্কু কিন্তু উচ্চতার দিক থেকে তাঁর থেকে লম্বা। বেশ সুন্দরীও সে। তবে তা সত্ত্বেও এর মধ্যে কোনোটিই তাঁদের সুখী দাম্পত্যের পথে বাঁধা হতে পারেনি।
আমনা শরিফ এবং অমিত কাপুর (Aamna Sharif and Amit Kapoor)- টিভির দুনিয়ার নামী অভিনেত্রী আমনার ধর্ম মুসলিম। ২০১৩ সালে উনি হিন্দু ধর্মাবলম্বী অমিতের সঙ্গে সাত পাক ঘোরেন। এই তারকা জুটির প্রেমের পথে কোনোদিন বাঁধা হয়নি ধর্ম। এখন তাঁরা সুখে সংসার করছেন।
দীপিকা কক্কর এবং শোয়েব ইব্রাহিম (Dipika Kakar and Shoaib Ibrahim)- ‘সসুরাল সিমর কা’ খ্যাত অভিনেত্রী দীপিকার নামও এই লিস্টে রয়েছে। দীপিকা হিন্দু ধর্মের মেয়ে এবং ২০১৮ সালে উনি ধর্ম পরিবর্তন করে সহ-অভিনেতা শোয়েবের সঙ্গে পরিণয় সূত্রে বাঁধা পড়েন। এখন এই তারকা জুটি সুখে সংসার করছেন।
অ্যাটলি কুমার এবং কৃষ্ণা প্রিয়া (Atlee Kumar and Krishna Priya)- দক্ষিণ ভারতীয় সিনেমার নামী অভিনেত্রী কৃষ্ণা প্রিয়া ২০১৪ সালে নিজের প্রেমিক তথা পরিচালক অ্যাটলির সঙ্গে সাত পাক ঘোরেন।
বিয়ের পর অ্যাটলিকে গায়ের রঙের জন্য সোশ্যাল মিডিয়ায় প্রচুর কটাক্ষ শুনতে হয়েছিল। কিন্তু তাতে হার মানেনি তাঁদের ভালোবাসা। এখনও চুটিয়ে সংসার করছেন দু’জনে।