কিছুদিন হল জি বাংলার (Zee Bangla) পর্দায় দর্শকদের বিনোদনের জন্য শুরু হয়েছে নতুন সিরিয়াল ‘জগদ্ধাত্রী’ (Jagadhatri)। নতুন হলেও ইতিমধ্যেই সকলের মন জিতে নিয়েছে জগদ্ধাত্রী। সম্প্রতি প্রকাশিত টিআরপি তালিকায় তার প্রমাণ। পুরোনোর ভিড়ে সেরা পাঁচে উঠে এসেছে সিরিয়ালের নাম। সুতরাং বোঝাই যাচ্ছে সিরিয়ালের গল্প দর্শকদের মন কেড়েছে। আর এবার নতুন চমক নিয়ে হাজির হচ্ছে জগদ্ধাত্রী।
সিরিয়ালে মূল নায়িকার চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী অঙ্কিতা মল্লিক। আর নায়কের চরিত্রে আছেন অভিনেতা সৌম্যদীপ মুখার্জী। গল্পে বাড়িতে একেবারে শান্ত শিষ্ট ও ভীরু প্রকৃতির মেয়ে জগদ্ধাত্রী। কিন্তু আসলে সে একজন দুর্ধর্ষ অফিসার। দাগী আসামিকেও নিমেষে ধরে ফেলতে পারে সে। বাড়ি ও বাইরের দুই চরিত্রের মেলবন্ধনই এই সিরিয়ালের ইউএসপি।
যদিও শুরুতে নিজের কাজের কথা বাড়িতে গোপন রেখেছিল জগদ্ধাত্রী। কিন্তু শীঘ্রই হয়তো তাঁর আসল পরিচয় ফাঁস হয়ে যেতে পারে বাড়ির সকলের কাছে। বর্তমানে সিরিয়ালে এক ক্রিমিনালকে ধরার জন্য ফাঁদ পেতে নকল বিয়ের আয়োজন করা হয়েছে। জগদ্ধাত্রীর বোনের বাড়িতে স্বয়ম্ভুর সাথে বিয়ের দৃশ্য দেখানো হয়েছে। কিন্তু সেই বিয়ে যে নকল তা ঠিকই ধরতে পেরেছেন স্বয়ম্ভুর দিদি।
সম্প্রতি সিরিয়ালের নতুন একটি প্রোমো রিলিজ হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, বিয়েটা আসল ছিল প্রমাণ করার জন্য আবারও বিয়ের পিঁড়িতে বসতে হয়েছে জগধাত্রীকে। কিন্তু নকল বিয়ের জেরে সিঁদুর পোড়ানোর আগে থেমে গিয়েছে স্বয়ম্ভুর। এই সময়েই একজন উৎসবকে গুলি করতে যায়। আর তখনই তাকে পিস্তল নিয়ে গুলি করে জগদ্ধাত্রী। আর জানায় বোনের সিঁথির সিঁদুর বাঁচাতে আমার সিঁদুর পরা হল না।
এই প্রোমো ভিডিও প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়ে গিয়েছে। নেটিজেনদের অনেকেই এই প্রোমো দেখে চিন্তায় পরে গিয়েছেন। তাহলে কি বিয়েটা হবে না হবে না? তাছাড়া এর ফলে কি জগদ্ধাত্রীর আসল পরিচয় সবার সামনে চলে আসবে? এমন হাজারো প্রশ্ন উঁকি দিয়েছে দর্শকদের মনে। তবে আসলে কি ঘটবে সেটা আগামী দিনেই দেখা যাবে।