বাংলা টেলিভিশন জগতের অত্যন্ত পরিচিত একজন অভিনেত্রী হলেন প্রিয়া পাল (Priya Pal)। একটা সময় একাধিক জনপ্রিয় বাংলা সিরিয়ালে নিয়মিত অভিনয় করতে দেখা যেত প্রিয়াকে। স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘জলনূপুর’ (Jolnupur)-এ মিমি (Mimi) চরিত্রে অভিনয় করে দর্শকমহলে ব্যাপক প্রশংসা পেয়েছিলেন তিনি।
তার সাবলীল অভিনয় অল্প দিনেই মন জয় করে নিয়েছিল দর্শকদের। ‘জলনূপুর’ ছাড়াও প্রিয়া অভিনীত অন্যান্য জনপ্রিয় সিরিয়ালগুলির তালিকায় রয়েছে জি বাংলার ‘চোখের বালি’,’কোজাগরি’ মত একাধিক ধারাবাহিক। এছাড়া একটা সময় রিয়ালিটি শো বিগ বস বাংলা সিজন টুতে প্রতিযোগী হিসেবে অংশ নিয়েছিলেন প্রিয়া। সেবার তিনি প্রথম হতে না পারলেও দ্বিতীয় হয়েছিলেন। সেরার মুকুট উঠেছিল জয়জিৎ মুখোপাধ্যায়ের মাথায়।
তবে বাংলা সিরিয়ালে অভিনয় করে জনপ্রিয়তা লাভের পর ক্যারিয়ার তৈরির জন্য অভিনেত্রী পাড়ি দিয়েছিলেন মায়া নগরী মুম্বাইতে। যদিও সেখানে সেভাবে সাফল্য না মেলায় পরবর্তীতে আবারও কলকাতায় ফিরে আসেন তিনি। প্রসঙ্গত প্রিয়ার সোশ্যাল মিডিয়ার একাউন্ট ফলো করলেই বোঝা যায় তিনি ঘুরতে ভীষণ ভালোবাসেন। যদিও মাঝে কদিন টিভির পর্দা থেকে তো বটেই অভিনেত্রী গায়েব ছিলেন সোশ্যাল মিডিয়া থেকেও।
এরইমধ্যে বহু দিনের বিরতি কাটিয়ে ফের একবার টেলিভিশনের পর্দায় কামব্যাক করেছেন প্রিয়া। এই মুহূর্তে তাকে দেখা যাচ্ছে জি বাংলার নতুন সিরিয়াল ‘জগদ্ধাত্রী’ তে। সম্প্রতি মায়ের সাথে জি বাংলার জনপ্রিয় গেম শো দিদি নাম্বার ওয়ান (Didi No 1)-এর মঞ্চে এসেছিলেন প্রিয়া। সেখানেই যদি অভিনেত্রী জানিয়েছেন তার দেশবিদেশে এক একই ঘুরে বেড়ানোর কথা।
প্রিয়ার ইনস্টাগ্রাম একাউন্ট ঘাঁটলেই দেখা যাবে তিনি কখনো রোম তো কখনও মাসাই মারার জঙ্গলে বাঘ, সিংহদের ছবি তুলছেন। আবার কখনো স্থানীয় বাসিন্দাদের সাথে হাসিমুখে পোজ দিচ্ছেন। এদিন সঞ্চালিকা রচনা বন্দোপাধ্যায়কে (Rachna Banerjee) অভিনেত্রী জানান ইতিমধ্যেই তিনি একা একাই ঘুরে বেড়িয়েছেন লন্ডন,সুইজারল্যান্ড,আইসল্যান্ড,স্পেন,ইতালি, আফ্রিকার মতো দেশে। আর যেহেতু তিনি সোলো ট্রিপ করেন তাই ছবি তোলার জন্যপি পথ চলতি অচেনা মানুষরাই তাঁর একমাত্র ভরসা।