• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘লালঝুরি’র সম্পর্কে ফাটল! তিতিরই এখন সব, লালনের ন্যাকামি দেখে বিরক্ত দর্শক 

Published on:

Lalon Titir Fuljhuri

বাঙালির বিনোদনের ডেলিডোজ মানেই মেগা সিরিয়াল। আজকেরদিনে  সিরিয়ালপ্রেমী দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি সিরিয়াল হল স্টার জলসার ‘ধূলোকণা’ (Dhulokona)। লেখিকা লীনা গাঙ্গুলীর লেখা এই ধারাবাহিক নিয়ে দর্শকমহলে আলোচনার শেষ নেই। এমিনতেই এখনকার দিনে যে কোনো সিরিয়ালের ক্ষেত্রে শেষ কথা বলে টিআরপি।

বেশি টিআরপি লাভের আশায় কত কাণ্ডই না ঘটে যায় বাংলা সিরিয়াল গুলোতে। টিআরপি তালিকায় এগিয়ে থাকতে মাঝেমধ্যেই গল্পের গরু গাছে ওঠে। ব্যতিক্রম নয় এই ধূলোকণা সিরিয়ালও।  কিছুদিন আগেই সিরিয়ালের নায়ক লালন(Lalon)-কে দেখা গিয়েছিল স্মৃতিশক্তি হারিয়ে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসে তিতিরের (Titir) সিঁথিতে সিঁদুরের বদলে লিপস্টিক পরাতে।

ধূলোকণা,Dhulokona,লালন,Lalon,তিতির,Titir,ফুলঝুরি,Fuljhuri

যা নিয়ে মজার মীমে ছেয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়া। যদিও লিপস্টিক বিয়ে দেখিয়ে ফলও পাওয়া গিয়েছে হাতেনাতে। এক ঝটকায় টিআরপি তালিকায় সেরার সেরা হয়েছে ‘লালঝুড়ি’র ধূলোকণা। এই সিরিয়ালের নিয়মিত দর্শক যারা তারা সকলেই জানেন স্মৃতিশক্তি ফিরে আসার পরেও ইদানিং তিতিরকে কিছুতেই ভ্যালিতে পারছে না লালন। সাথে ফুলঝুরি (Fuljhuri) থাকলেও কথায় কথায় টেনে আনছে তিতিরের প্রসঙ্গ।

বিষয়টা একেবাতৰি ভালোচোখে দেখছেন না সিরিয়ালের দর্শকরা। কখনও ফুলঝুরি কখনও তিতির লালনের এই দু নৌকায় পা দিয়ে চলার স্বভাব দেখে লেখিকা লীনা গাঙ্গুলীর ওপরেই ক্ষোভ উগরে দিয়েছেন দর্শকদের একাংশ। অনেকে আবার বলছেন আসলে এই সবতাই তিতিরের চাল। সবার সামনে ভালো সাজার নাটক করে সে লালনকে মানসিক ভাবে অসুস্থ করে রাখতে চাইছে।
ধূলোকণা,Dhulokona,লালন,Lalon,তিতির,Titir,ফুলঝুরি,Fuljhuri
এরই মধ্যে চ্যানেল কর্তৃপক্ষের তরফে সোশ্যাল মিডিয়ায় সিরিয়ালের একটি ছোট ভিডিও ক্লিপিংস শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে চড়ুইয়ের বিয়েতে আসে লালন সবার সাথে এসে নাচ গান করলেও ফিরেও তাকাচ্ছে না ফুলঝুরির দিকে। এমনকি ফুলঝুরির সামনে বারবার তিতিরের উদাহরণ দিয়ে কথা বলায় ফুলঝুরি লালনকে কথা শোনানোর পরেও লালন বুঝতে পারে না তার ভুল তা আসলে কি? সিরিয়ালের এসব ট্র্যাক দেখে খেপে লাল দর্শকদের একাংশ।
design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥