বাঙালির বিনোদনের ডেলিডোজ মানেই মেগা সিরিয়াল। আজকেরদিনে সিরিয়ালপ্রেমী দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি সিরিয়াল হল স্টার জলসার ‘ধূলোকণা’ (Dhulokona)। লেখিকা লীনা গাঙ্গুলীর লেখা এই ধারাবাহিক নিয়ে দর্শকমহলে আলোচনার শেষ নেই। এমিনতেই এখনকার দিনে যে কোনো সিরিয়ালের ক্ষেত্রে শেষ কথা বলে টিআরপি।
বেশি টিআরপি লাভের আশায় কত কাণ্ডই না ঘটে যায় বাংলা সিরিয়াল গুলোতে। টিআরপি তালিকায় এগিয়ে থাকতে মাঝেমধ্যেই গল্পের গরু গাছে ওঠে। ব্যতিক্রম নয় এই ধূলোকণা সিরিয়ালও। কিছুদিন আগেই সিরিয়ালের নায়ক লালন(Lalon)-কে দেখা গিয়েছিল স্মৃতিশক্তি হারিয়ে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসে তিতিরের (Titir) সিঁথিতে সিঁদুরের বদলে লিপস্টিক পরাতে।
যা নিয়ে মজার মীমে ছেয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়া। যদিও লিপস্টিক বিয়ে দেখিয়ে ফলও পাওয়া গিয়েছে হাতেনাতে। এক ঝটকায় টিআরপি তালিকায় সেরার সেরা হয়েছে ‘লালঝুড়ি’র ধূলোকণা। এই সিরিয়ালের নিয়মিত দর্শক যারা তারা সকলেই জানেন স্মৃতিশক্তি ফিরে আসার পরেও ইদানিং তিতিরকে কিছুতেই ভ্যালিতে পারছে না লালন। সাথে ফুলঝুরি (Fuljhuri) থাকলেও কথায় কথায় টেনে আনছে তিতিরের প্রসঙ্গ।
