• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কেউ হয়েছেন সংসারী তো কেউ কোমায় শয্যাশায়ী! শাবানা থেকে নাগমা, কোথায় হারিয়ে গেলেন এই ৫ বলি নায়িকা

নব্বইয়ের দশক সত্যিই বলিউডের ‘গোল্ডেন পিরিয়ড’ ছিল। সেই সময়কার অভিনেতা-অভিনেত্রীদের এখনও মনে আছে দর্শকদের। সেই সময়কার বেশ কিছু নায়িক-নায়িকা এখনও কাজ চালিয়ে গেলেও, অনেকেই আছেন যারা ইন্ডাস্ট্রি থেকে একেবারেই সরে গিয়েছেন। অনেক চেষ্টা করেও যাদের কোনও খোঁজ পান না অনুরাগীরা। আজকের প্রতিবেদনে নব্বইয়ের দশকের বলিউডের এমনই ৫ অভিনেত্রীর (Bollywood actress) কথা তুলে ধরা হল যারা একেবারে লোকচক্ষুর আড়ালে চলে গিয়েছেন।

নাগমা (Nagma) – বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী নাগমা নব্বইয়ের দশকে বহু সুপারহিট ছবিতে অভিনয় করেছেন। কাজ করেছেন বহু নামী সুপারস্টারের সঙ্গে। তবে এই সুন্দরী অভিনেত্রী রাজনীতিতে যোগদান দেওয়ার পর বেশ ব্যস্ত হয়ে পড়েন। ফলে অভিনয় দুনিয়া থেকে বিদায় নেন তিনি। ভোজপুরী সিনেমা ‘থেলা ৫০১’এ শেষ দেখা গিয়েছিল নাগমাকে।

   

Nagma

শাবানা আজমি (Shabana Azmi) – ১৯৭৪ সালে রিলিজ হওয়া ‘অঙ্কুর’ ছবি দিয়ে অভিনয় জীবন শুরু করেছিলেন নাগমা। এরপর ‘খন্ডর’, ‘তেহজিব’, ‘আর্ত’, ‘মাকড়ি’র মতো বহু ছবিতে কাজ করেছেন তিনি। শাবানাকে ‘অ্যাসিড ফ্যাক্টরি’ ছবিতে শেষ দেখা গিয়েছিল।

Shabana Azmi

মমতা কুলকার্নি (Mamta Kulkarni) – বলিউডের অন্যতম সেরা অভিনেত্রীদের মধ্যে একজন হলেন মমতা। দর্শকদের উপহার দিয়েছেন একাধিক সুপারহিট সিনেমা। শোনা যায়, ড্রাগ মাফিয়া ভিকি গোস্বামীকে বিয়ে করার পর নিজের কেরিয়ারে ইতি টানেন তিনি। ‘কভি তুম কভি ম্যায়’ ছবিতে শেষ দেখা গিয়েছিল মমতাকে।

Mamta Kulkarni

অনু আগরওয়াল (Anu Aggarwal) – ১৯৯০ সালে রিলিজ হওয়া ‘আশিকি’ ছবির হাত ধরে রাতারাতি বিপুল জনপ্রিয়তা পেয়েছিলেন অনু। তাঁর পরিচিতিই হয়ে গিয়েছিল ‘আশিকি গার্ল’ হিসেবে। তবে একটি গাড়ি দুর্ঘটনার জেরে সম্পূর্ণ বদলে যায় তাঁর জীবন। কোমায় চলে গিয়েছিলেন অভিনেত্রী। পরে সুস্থ হয়ে কাজে ফিরতে চাইলেও, শোনা যায় তাঁকে আর কেউ কাজে নেয়নি।

Anu Aggarwal

নম্রতা শিরোদকার (Namrata Shirodkar) – সলমন খানের হাত ধরে ‘জব প্যায়ার কিসি সে হোতা হ্যায়’ ছবি দিয়ে বিনোদন দুনিয়ায় পা রেখেছিলেন নম্রতা।

Namrata Shirodkar

ভাইজানের পর ডিম্পল কাপাডিয়ার সঙ্গেও কাজ করেছেন নম্রতা। তবে ২০০৪ সালে হঠাৎ করেই ইন্ডাস্ট্রি থেকে উধাও হয়ে যান তিনি। পরে দক্ষিণী সুপারস্টার মহেশ বাবুর সঙ্গে গাঁটছড়া বাঁধার পর অভিনয় কেরিয়ারে এক প্রকার ইতি টেনে দেন নম্রতা।

site