• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

লিপস্টিক বিয়ের রেশ কাটছে না কিছুতেই! এবার এই নকল বিয়ের সমর্থনে সপাট জবাব দিলেন পর্দার ফুলঝুরি

Published on:

Phuljhuri actress Manali Dey opens up about Lipstick marriage

দর্শকমহলে লীনা গাঙ্গুলী (Leena Ganguly)-র লেখা ‘ধূলোকণা’ (Dhulokona) সিরিয়ালের জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছুই বলার নেই। এই সিরিয়াল ঘিরে দর্শকদের মন্তব্য পাল্টা মন্তব্যের শেষ নেই। এমনিতেই নায়ক নায়িকার বিয়ে মানেই সব সিরিয়ালের গুরুত্বপূর্ণ একটা ট্র্যাক। ব্যতিক্রম নয় এই ধূলোকণাও। একটা সময় ছিল যখন ধারাবাহিকের নায়ক নায়িকা লালন (Lalon) – ফুলঝুরির (Phuljhuri) বিয়ে দেখার জন্য একেবারে মুখিয়ে ছিলেন দর্শক।

শুরু থেকেই ধারাবাহিকের নায়ক-নায়িকা লালন ফুলঝুরিকে অত্যন্ত পছন্দ করেন দর্শক। দর্শকরা ভালোবেসে কেউ তাদের ‘লালফুল’ তো কেউ আবার ‘লালঝুরি’ (Laljhuri) বলে ডাকেন। যা নিয়ে কম ট্রোল হয়নি সোশ্যাল মিডিয়াতেও। ধারাবাহিকে নায়ক লালনের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা ইন্দ্রাশিষ চক্রবর্তী (Indrashish Chakraborty) এবং ফুলঝুরির চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রী মানালি দে (Manali Dey)-কে।

Lalon Fuljhuri marriage

এরইমধ্যে কিছুদিন আগেই সিরিয়ালে এন্ট্রি হয়েছে লালনের নতুন নায়িকা তিতিরের (Titir)। এই তিতির চরিত্রে অভিনয় করছেন টেলি অভিনেত্রী সম্পূর্ণা মন্ডল (Sampurna Mondal)। সিরিয়ালে সম্প্রতি তার সাথেই লিপস্টিক বিয়ে হয়েছিল লালনের। সিঁদুরের পরিবর্তে লিপস্টিক দিয়েই তিতিরের সিঁথি রাঙিয়ে দিয়েছিল লালন।  যা নিয়ে কম ট্রোলিং হয়নি সোশ্যাল মিডিয়ায়।

Audience got angry on Leena Ganguly for Dhulokona Serial Lipstick dan marriage

এখন যদিও সবকিছু থিতু হয়েছে অনেকটাই। ইতিমধ্যেই দর্শকরাও জেনে গিয়েছেন এই লিপস্টিক বিয়ের (Lipstick Marraige) আসল কারণ। এরইমধ্যে সম্প্রতি এই লিপস্টিক বিয়ে প্রসঙ্গে প্রথমবার টিভি নাইন বাংলায় মুখ খুলেছিলেন পর্দার ফুলঝুরি অভিনেত্রী মানালি দে। সেখানেই পর্দার তিতির অভিনেত্রী সম্পূর্ণারই সুর শোনা গেল পর্দার ফুলঝুরির  গলাতেও।

Dhulokona actor Lalon brutally trolled on social media

এক্ষত্রে অভিনেত্রীর যুক্তি ‘আমরা তো অনেক সময় পর্দায় রক্ত দিয়ে সিঁদুর দানও দেখেছি। কিন্তু সেটা নিয়ে তো এত চর্চা হয়নি। তা হলে শুধু মাত্র গল্পের প্রয়োজনে সিঁদুরের জায়াগায় লিপস্টিক ব্যবহৃত হলে সমস্যা কোথায়’! তুমুল হারে ট্রোল হওয়ার পর নিন্দুকদের সপাট জবাব দিয়ে অভিনেত্রী স্পষ্ট বলেছেন ‘যাঁরা বিষয়টি নিয়ে মজা করছেন, তাঁরা গল্পটি ভালো  ভাবে বোঝেননি’।

Bengali Serial,বাংলা সিরিয়াল,লীনা গাঙ্গুলী,Leena Ganguly,ধূলোকণা,Dhulokona,লালন,Lalon,ফুলঝুরি,Phuljhuri,মানালি দে,Manali Dey,তিতির,Titir,লিপস্টিক বিয়ে,Lipstick Marraige

সেইসাথে মানালির দাবি তিতির আর লালনের বিয়েটা আসল ছিল না। লালনকে সুস্থ করে তোলার জন্য শুধুই বিয়ের নাটক করা হচ্ছিল। তাই নকল বিয়ে দেখানোর জন্যই সিঁদুরের পরিবর্তে লিপস্টিক ব্যবহার করা হয়েছিল সিরিয়ালে। যার ফলও মিলেছে হাতেনাতে। চলতি সপ্তাহের টি আর পি তালিকাতেও তাকে লাগিয়ে দিয়েছে প্রথম হয়ে।লেখিকা লীনা গাঙ্গুলীর প্রশংসা করে পর্দার ফুলঝুরি জানিয়েছে ‘পুরো কৃতিত্বটাই লীনাদির। উনি জানেন, কী ভাবে এই গল্পের মোড় ঘুরিয়ে দিতে হয়। তাই ওঁকেই আরও একবার ধন্যবাদ জানাতে চাই।’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥