• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

২০০ কোটির বাড়ি থেকে প্রাইভেট প্লেন, নেপোটিজমের বলিউডে নিজের দমে সফল SRK, রইল সম্পত্তির হিসেব

বলিউডের (Bollywood) ‘বাদশা’ শাহরুখ খান (Shah Rukh Khan) আজ নিজের ৫৭তম জন্মদিন উদযাপন করছেন। ‘কিং খান’ আজ নিজের কাজের জন্য সারা দুনিয়ায় খ্যাতি অর্জন করেছেন। তবে এমনও একটা সময় ছিল যখন তাঁকে কেউ চিনত না। এমনকি দু’বেলা পেট ভরে খেতেও পেতেন না তিনি। শাহরুখের সাফল্যের কাহিনী অনেকে জানলেও, আজ বং ট্রেন্ডের এই প্রতিবেদনে তাঁর সংগ্রামের অজানা কাহিনী তুলে ধরা হল।

শাহরুখের পিতা তাজ মহম্মদ পাকিস্তানের পেশাওয়ারে থাকতেন। তবে দেশভাগের সময় তিনি দিল্লিতে চলে আসেন। স্ত্রী ফাতিমা, ছেলে শাহরুখ এবং মেয়ে শেহনাজ লালারুখের সঙ্গে নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত দিল্লিতেই ছিলেন তিনি। একসময় স্বাধীনতা সংগ্রামী হিসেবে কাজ করা তাজ মহম্মদ নিজের জীবনে একবারও ভাবতে পারেননি যে তাঁর ছেলে একদিন সারা বিশ্বে নিজের এত পরিচিতি তৈরি করবে।

   

Shah Rukh Khan's parents

এখন নিজের অভিনয় দক্ষতার মাধ্যমে দর্শকদের মনে রাজত্ব করলেও, শাহরুক কিন্তু ছোটবেলায় অভিনেতা নন, বরং অ্যাথলিট হতে চাইতেন। কিন্তু স্কুলে একটি স্পোর্টস ইভেন্টে অংশগ্রহণ করে তিনি এতটাই গুরুতর চোট পেয়েছিলেন যে তাঁর অ্যাথলিট হওয়ার স্বপ্ন ভেঙে যায়।

এখনও পর্যন্ত অগুনতি সিনেমায় কাজ করা শাহরুখ নিজের কেরিয়ার শুরু করেছিলেন টেলিভিশন থেকে। দূরদর্শনে সম্প্রচারিত ‘সার্কাস’ শোয়ের মাধ্যমে অভিনয় দুনিয়ায় পা রেখেছিলেন তিনি। এরপর দীর্ঘ সংগ্রামের পর তাঁর সামনে খুলে যায় বলিউডের দরজা। এখনও পর্যন্ত নিজের কেরিয়ারে শাহরুখ ‘বাজিগর’, ‘দেবদাস’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কভি খুশি কভি গম’, ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘ফ্যান’এর মত বহু স্মরণীয় সিনেমায় অভিনয় করেছেন।

Shah Rukh Khan

জানিয়ে রাখি, এত বছর ধরে বলিউডে রাজত্ব করা শাহরুখের অনুরাগীদের ভালোবাসা এবং খ্যাতি ছাড়াও অর্জন করেছেন প্রচুর পরিমাণে অর্থও। সম্পত্তির নিরিখে শাহরুখ পিছনে ফেলে দিয়েছেন হলিউডের খ্যাতনামা বহু শিল্পীকেও। সেই লিস্টে নাম রয়েছে টম ক্রুজ, টম হ্যাঙ্কস, অ্যাডাম স্যান্ডলারের মতো শিল্পীদের।

Shah Rukh Khan signature pose

জানিয়ে রাখি, আইপিএলে শুধুমাত্র কলকাতা নাইট রাইডার্স থেকেই প্রত্যেক বছরে প্রায় ২৫০ কোটি টাকা আয় করেন শাহরুখ। এছাড়াও প্রত্যেক সিনেমার জন্য ৫০-১০০ কোটি পারিশ্রমিক এবং বিজ্ঞাপনের জন্য ২২ কোটি টাকার মোটা পারিশ্রমিক নেন তিনি। এছাড়াও দেশের অন্যতম সুন্দর বাড়ি এবং শাহরুখের ‘আস্তানা’ মন্নতের দাম প্রায় ২০০ কোটি টাকা। এছাড়া বিভিন্ন লাক্সারি গাড়ি এবং ব্যক্তিগত প্লেন তো রয়েছেই। বিভিন্ন নামী সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায় শাহরুখ এখন প্রায় ৫০০০ কোটি টাকার মালিক।

site