ক্রিকেটের মাঠের মহারাজ সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly), এবিষয়ে কারোরই কোনো সন্দেহ নেই। lলর্ডসের মাঠের সেই জামা ঘোরানোর দৃশ্য আজও গায়ের লোম খাঁড়া করে দেয়। অন্যদিকে বাংলার মুর্শিদাবাদের ছেলে অরিজিৎ সিং (Arijit Singh), যে সংগীতের জগৎতে জনপ্রিয় হয়ে বাঙালির হৃদয়ে রাজ করছেন সেটাও সকলেরই জানা। টলিউড থেকে বলিউড সর্বত্রই নিজের গানে মন্ত্রমুগ্ধ করেছেন কোটি কোটি শ্রোতাদের। এককথায় দুজনের রাজত্বের মহারাজ সৌরভ-অরিজিৎ দুজনেই।
অরিজিৎ সিংয়ের গানের ভক্ত খোদ সৌরভ গাঙ্গুলিও। মহারাজ নিজেই জানিয়েছিলেন যে গুগলে সার্চ করে অরিজিতের গান শোনেন তিনি। অন্যদিকে অরিজিৎ সিংও যে দাদার বক্তা সেটা তিনি নিজেই জানিয়েছিলেন। আর এবার এই দুই কিংবদন্তিকে দেখা গেল একই সাথে একই ফ্রেমে। অবশ্য সাথে ছিলেন মহারাজের দাদাও।
বিগত ৩১ শে অক্টোবরই নাকি সৌরভের বাড়িতে গিয়েছিলেন গায়ক। সৌরভের বাড়িতে গিয়ে রাতের খাবারও খেয়েছেন অরিজিৎ। শুধু তাই নয় এদিন দাদা স্নেহাশীষ গাঙ্গুলির সাথেও অরিজিতের পরিচয় করিয়ে দেন দাদা। আসলে অরিজিৎ ও সৌরভ আগে থেকেই পরিচিত। দাদাগিরি শোয়ের জন্য থিম গানটিও অরিজিৎ সিংয়েরই গাওয়া।
মুর্শিদাবাদের জিয়াগঞ্জের ছেলে হলেও কাজের সূত্রে মুম্বাইতে থাকেন অরিজিৎ। তবে সুযোগ পেলেই ছুতে আসেন গ্রামের বাড়িতে। অন্য সেলেব্রিটিদের মত ঝাঁ চকচকে গাড়িতে নয় বরং নিজের স্কুটি নিয়ে সাধারণ মানুষের মতই ঘোরা বেড়ানো থেকে বন্ধুদের এতে আড্ডা দেন তিনি। এই কারণে নেটপাড়ায় ব্যাপক প্রশংসিতও হন অরিজিৎ।
নিজের গ্রামের জন্যও চিন্তা করেন অরিজিৎ। গ্রামের ছেলেমেয়েদের ইংরেজি জন্য কোচিং শুরু করেছেন তিনি। এমনকি নিজের ছেলেকেও ইংরেজি মিডিয়ামে নয় বরং গ্রামের স্কুলেই ভর্তি করিয়েছেন তিনি। মাস কয়েক আগে জিয়াগঞ্জ আজিমগঞ্জের একটি নার্সিং কলেজের হোস্টেলের ঘর দেখার জন্য গেছিলেন গায়ক। সেখানে যাওয়া মাত্রই রীতিমত হইচই লেগে যায় চারিদিকে।