• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

জলসা  ছেড়ে এবার জি বাংলায় সহচরীর টিপু! জুটি বাঁধতে চলেছে এই জনপ্রিয় অভিনেত্রীর সাথে 

Published on:

Sohochori actor Indranil Chatterjee comeback in a newserial of zee bangla

এখনকার দিনে বিনোদন আর সিরিরিয়াল কথাটি যেন একে অপরের পরিপুরক। সিরিয়াল ছাড়া এক মুহূর্তও চলে না সিরিয়ালপ্ৰেমী দর্শকদের। তবে একথা ভুললে কবে না এখনকারদিনে যে কোনো বাংলা সিরিয়ালের (Bengali Serial) ক্ষেত্রেই শেষ কথা বলে টিআরপি (TRP)। কম টিআরপি-র কারণে  গত একবছরে শেষ হয়েছে একের পর এক জনপ্রিয় সব ধারাবাহিক।

দর্শকমহলে অত্যন্ত জনপ্রিয় এমনই একটি সিরিয়াল ছিল ‘আয় তবে সহচরী’ (Aye Tobe Sohochori)। মাঝ বয়সি গৃহবধূ সহচরীর দুচোখ ভরা স্বপ্ন নিয়ে পড়াশোনা করে উচ্চশিক্ষিত হয়ে গোল্ডমেডেল পাওয়ার স্বপ্ন নিয়েশুরু হয়েছিল এই সিরিয়াল। এই ধারাবাহিকেই সহচরীর ছেলে টিপু (Tipu) চরিত্রে অভিনয় করেছিলেন জনপ্রিয় টেলি অভিনেতা ইন্দ্রনীল চ্যাটার্জী (Indranil Chatterjee)।

Bengali Serial,আয় তবে সহচরী,Aye Tobe Sohochori,টিপু,Tipu,Zee Bangla,জি বাংলা,New Serial,নতুন সিরিয়াল,ইন্দ্রনীল চ্যাটার্জী,Indranil Chatterjee,মিঠাই,Mithai,সৌমিতৃশা কুন্ডু,Soumitrisha Kundu

প্রসঙ্গত সহচরী শেষ হওয়ার পর থেকে অভিনেতাকে এখনও পর্যন্ত নতুন কোন সিরিয়ালে দেখা যায়নি। তবে ইদানিং বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে খুব তাড়াতাড়ি একটি নতুন সিরিয়ালের হাত ধরে কামব্যাক করতে চলেছেন পর্দার টিপু। তবে এবার  আর স্টার জলসা নয়, একটানা পাঁচ বছর স্টার জলসার সাথে কাজ করার পর এবার একটু স্বাদ বদলের জন্য অভিনেতা নিজেই জানিয়েছিলেন তিনি এবার অভিনয় করতে চলেছেন প্রতিপক্ষ চ্যানেল জি বাংলায়।
জানা যাচ্ছে নতুন ধারাবাহিকের টিপু অর্থাৎ ইন্দ্রনীল অভিনীত চরিত্রটি হতে চলেছেন একেবারে অন্যরকম।সহচরী সিরিয়ালে টিপু-বরফি রসায়ন মন কেড়েছিল দর্শকদের। এই  ধারাবাহিকে অভিনয় করেছিলেন টেলি অভিনেত্রী অরুনিমা হালদার (Arunima Haldar)।  কিন্তু এই নতুন ধারাবাহিকে ইন্দ্রনীল কোন অভিনেত্রীর সাথে জুটি বাঁধতে চলেছেন এখনো পর্যন্ত তা জানা যায়নি।
Bengali Serial,আয় তবে সহচরী,Aye Tobe Sohochori,টিপু,Tipu,Zee Bangla,জি বাংলা,New Serial,নতুন সিরিয়াল,ইন্দ্রনীল চ্যাটার্জী,Indranil Chatterjee,মিঠাই,Mithai,সৌমিতৃশা কুন্ডু,Soumitrisha Kundu
মাঝে শোনা গিয়েছিল নতুন ধারাবাহিকে অভিনেত্রী সোহিনী গুহ রায় নায়িকা হতে চলেছেন ইন্দ্রনীলের। আবার অনেকের মুখে উঠে এসেছিল ‘কি করে বলবো তোমায়’ সিরিয়ালের রাধিকা অর্থাৎ জনপ্রিয় টেলিভিনেত্রী স্বস্তিকা দত্তের নাম। কিন্তু সম্প্রতি সব কিছুকে ছাপিয়ে গিয়ে উঠে এসেছে এক অদ্ভুত দাবির কথা। একদল দাবি করছেন নতুন ধারাবাহিকে পর্দার সহচরীর ছেলে টিপুর সাথে এবার জুটি চলেছেন মিঠাই (Mithai) অভিনেত্রী সৌমিতৃশা কুন্ডু (Soumitrisha Kundu)।
Bengali Serial,আয় তবে সহচরী,Aye Tobe Sohochori,টিপু,Tipu,Zee Bangla,জি বাংলা,New Serial,নতুন সিরিয়াল,ইন্দ্রনীল চ্যাটার্জী,Indranil Chatterjee,মিঠাই,Mithai,সৌমিতৃশা কুন্ডু,Soumitrisha Kundu
এক্ষেত্রে তাদের যুক্তি আর কিছুদিনের মধ্যেই টেলিভিশনের পর্দায় শেষ হয়ে যাবে মিঠাই। আর তাই মিঠাই  শেষ হয়ে যাওয়ার পরেই ইন্দ্রনীলের বিপরীতে নতুন সিরিয়ালের জুটি বাঁধবেন সৌমিতৃশা। যদিও এখনও পর্যন্ত এই খাবরের কোন নিশ্চয়তা মেলেনি। তবে শোনা যাচ্ছে, নতুন সিরিয়ালে ইন্দ্রনীলের বিপরীতে আসতে পারে নতুন কোন নবাগত অভিনেত্রীও।
design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥