• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বন্ধুর প্রেমিকার সাথে সেক্স থেকে মায়ের বান্ধবীর সাথে প্রেম! সত্যি কাপুর পরিবারের ‘কলঙ্ক’ রণবীর

Published on:

Bollywood actor Ranbir Kapoor once revealed he had sex with friends girlfriend and mothers friend

বলিউডের সম্ভ্রান্ত পরিবারগুলির মধ্যে একটি হল কাপুর পরিবার। সেই নামী বংশেরই ছেলে হলেন রণবীর কাপুর (Ranbir Kapoor)। অনুরাগীরা তাঁকে আবার ‘চকোলেট বয়’ নামে ডাকেন। তবে ব্যক্তিগত জীবনে এত মেয়ের সঙ্গে ঋষি এবং নীতু কাপুরের ছেলের নাম জড়িয়েছে যে তাঁর সঙ্গে ‘প্লেবয়’ তকমাটাও জুড়ে গিয়েছে। বলিউডের একাধিক নায়িকা তো বটেই, ইন্ডাস্ট্রির বাইরেও বহু মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন রণবীর।

শুনতে অবাক লাগলেও, মায়ের বান্ধবী থেকে শুরু করে বন্ধুর প্রেমিকা, ঋষি পুত্রের ‘নজর’ থেকে বাদ যাননি কেউ। একবার ‘কফি উইথ করণ’এর মঞ্চে বসে নিজের ‘কীর্তি’র কথা সগর্বে বলেছিলেন রণবীর। যা শুনে চোখ কপালে উঠেছিল নেটিজেনদের।

Ranbir Kapoor in Koffee With Karan

বলিউডের নামী অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফ থেকে শুরু করে নার্গিস ফাকরি, সোনম কাপুরের সঙ্গে একসময় জড়িয়েছিল রণবীরের নাম। তবে চলতি বছরের শুরুতে আলিয়া ভাটের সঙ্গে সাত পাক ঘুরেছেন তিনি। শীঘ্রই এই তারকা জুটির প্রথম সন্তানও ভূমিষ্ঠ হতে চলেছে। তবে এর আগে হবু বাবা রণবীরের কেচ্ছা যদি শোনেন তাহলে অবাক হবেনই হবেন।

‘কফি উইথ করণ’এ গিয়ে ঋষি পুত্র নিজের যৌনজীবন নিয়ে খুল্লমখুল্লা আলোচনা করেছিলেন। সেই সময় তাঁর পাশে বসে ছিলেন রণবীর সিং। নীল ছবি নিয়ে তিনজনের কথোপকথন শুরু হয়েছিল, সেখান থেকে কথার প্রসঙ্গে ঋষি পুত্র বলেন যে সিনেমার সেট থেকে শুরু করে বিমান, সব জায়গায় শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছেন তিনি।

Ranbir Kapoor in Koffee With Karan

শুধু এটুকুই নয়, রণবীর ‘বুক ফুলিয়ে’ জানান সমবয়সী মেয়েরাই শুধু নন, বয়সে বড় মহিলারাও তাঁর শয্যাসঙ্গিনী হয়েছেন। এরপরই অভিনেতা জানান, ২০১৬ সালে মা নীতু কাপুরের এক বান্ধবীর সঙ্গেও প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন তিনি।

Ranbir Kapoor and Neetu Kapoor

এইবারই অবশ্য প্রথম নয়, করণ জোহর সঞ্চালিত ‘কফি উইথ করণ’এ গিয়ে এর আগেও নিজের যৌন জীবনের কেচ্ছা নিয়ে মুখ খুলেছিলেন রণবীর। অর্জুন কাপুরের পাশে বসে সেবার অভিনেতা জানিয়েছিলেন, এক বন্ধুর প্রেমিকার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছিলেন তিনি। একথা শুনেই অর্জুন জিজ্ঞেস করেন, ‘সেই মেয়ে আমার প্রেমিকা ছিল না তো?’ এই প্রশ্ন শুনেই হাসতে হাসতে রণবীর বলেন, না সেই মেয়ে অর্জুনের প্রেমিকা ছিলেন না।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥