সোশ্যাল মিডিয়া খুললেই নিজেদের পছন্দের ধারাবাহিক (Bengali serial) নিয়ে দর্শকদের মধ্যে চলতে থাকা তরজা চোখে পড়বেই। কোন ধারাবাহিক ভালো, কোন ধারাবাহিক ভালো না তা নিয়ে চর্চা চলচতেই থাকে। সম্প্রতি যেমন একসময়ের বেঙ্গল টপার ‘মিঠাই’ (Mithai) অনুরাগীদের সঙ্গে ‘ধুলোকণা’র (Dhulokona) ভক্তরা বাকবিতণ্ডায় জড়িয়েছেন।
এমন একটা সময় ছিল যখন প্রায় ৫৬ সপ্তাহ ধরে টআরপি তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছিল ‘মিঠাই’। কিন্তু এখন প্রথম পাঁচের মধ্যেও নেই সৌমিতৃষা কুণ্ডু, আদৃত রায় অভিনীত এই সিরিয়াল। ‘গৌরী এলো’, ‘ধুলোকণা’ গুনে গুনে ‘মিঠাই’কে দশ গোল দিয়ে যাচ্ছে।
কয়েক সপ্তাহ আগে ‘ধুলোকণা’ টিআরপি তালিকায় বেশ কয়েকবার শীর্ষস্থান দখল করার পর অন্যান্য সিরিয়ালের ভক্তরা মজে করে লিখেছিল এই ধারাবাহিক তখনই টপার হয়ে যখন বিয়ের সপ্তাহ থাকে। কিন্তু চমকপ্রদভাবে সম্প্রতি বিয়ের কোনও সপ্তাহ না থাকলেও বেঙ্গল টপার হয়ে দেখিয়েছে ‘ধুলোকণা’।
আর ব্যস, এরপরই ইন্দ্রাশিস রায়, মানালি দে’র ধারাবাহিকের ভক্তরা প্রমাণ করতে চাইছে যে বিয়ের সপ্তাহ না থাকলেও ‘ধুলোকণা’ বেঙ্গল টপার হওয়ার ক্ষমতা রাখে। শুধু এটুকুতেই থামেননি তাঁরা। এরপর ‘মিঠাই’কে দোষ দিয়ে অভিযোগ করেছে যে ‘মিঠাই’ নাকি বারবার বিয়ে দেখিয়ে বেঙ্গল টপার হয়েছে।
তবে ‘মিঠাই’ ভক্তরা এই তত্ত্ব মানতে নারাজ। সেই কারণে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো অঙ্ক কষে এক অনুরাগী প্রমাণ করে দিয়েছে যে কোন ধারাবাহিক বেশি বার বিয়ের সপ্তাহ দেখিয়ে বেঙ্গল টপার হয়েছে। অঙ্কের মাধ্যমে তিনি দেখিয়েছেন, ‘ধুলোকণা’ ৬বার শীর্ষস্থান দখল করেছে এর মধ্যে ৪বার তাদের বিয়ের পর্ব ছিল। অপরদিকে ৫৬বার বেঙ্গল টপার হওয়া ‘মিঠাই’য়ে মাত্র ২টি বিয়ের পর্ব ছিল। এগুলি ছাড়া মিঠাইয়ের প্রথম বিয়ে, স্যান্ডির বিয়ে, নিপার বিয়ে এবং সমরেশের বিয়েতে তারা বেঙ্গল টপার হতে পারেনি।
এই অঙ্কের মাধ্যমেই সংশ্লিষ্ট ভক্ত প্রমাণ করে দিয়েছেন যে বেঙ্গল টপার হওয়ার মধ্যে ৬৬ শতাংশ বারই বিয়ে দেখিয়ে বাজিমাত করেছে ‘ধুলোকণা’। অপরদিকে মাত্র ৩ শতাংশ বার বিয়ে দেখিয়ে টপার হয়েছে ‘মিঠাই’। যদিও পরে সংশ্লিষ্ট ব্যক্তি নিজের অঙ্কে একটি ভুল আছে জানিয়ে বলেন যে বিয়ে বেঙ্গল টপার হওয়ার মাত্র ৫ শতাংশ বার ‘মিঠাই’য়ে বিয়ের পর্ব দেখানো হয়েছিল।