জীতেন্দ্র বলিউডের (Bollywood) হাতেগোনা এমন কয়েকজন অভিনেতাদের মধ্যে একজন যাকে এখন সিনেমা করতে দেখা না গেলেও তাঁকে নিয়ে চর্চা হয়। নিজের তিন দশক দীর্ঘ কেরিয়ারে বহু সুপারহিট ছবিতে অভিনয় করেছেন তিনি। তাঁর ঝুলিতে রয়েছে ২০০’রও অধিক সিনেমা।
তবে এই জীতেন্দ্র (Jeetendra) এমন একজন অভিনেতা যার কাজের মতোই ব্যক্তিগত জীবন নিয়েও প্রচুর চর্চা হয়েছে। ১৯৭৪ সালে দীর্ঘদিনের প্রেমিকা শোভার সঙ্গে সাত পাক ঘুরলেও নিজের জীবনে বহু অভিনেত্রীর সঙ্গে জড়িয়েছে তাঁর নাম। আজকের প্রতিবেদনে জীতেন্দ্রর অজানা ৪ ‘অ্যাফেয়ার’এর ব্যাপারে তুলে ধরা হল।
জীতেন্দ্র এবং রেখা (Jeetendra and Rekha)- বলিউডের অন্যতম হিট জুটি ছিল জীতেন্দ্র এবং রেখার। শোনা যায়, ‘এক বেচারা’ ছবির শ্যুটিংয়ের সময় বেশ কাছাকাছি এসে গিয়েছিলে দুই তারকা। দু’জনে প্রেম করছেন বলেও শোনা গিয়েছিল। তবে অভিনেতা বলি সুন্দরীকে ‘টাইম পাস’ বলে এড়িয়ে গিয়েছিলেন। এই কথা শোনার পর রেখা প্রচণ্ড ধাক্কা পেয়েছিলেন বলে শোনা যায়। দু’জনের সম্পর্কও তখনই শেষ হয়ে যায়।
জীতেন্দ্র এবং হেমা মালিনী (Jeetendra and Hema Malini)- বলিউডের ‘ড্রিম গার্ল’কে মন দিয়েছেন এমন বহু অভিনেতা রয়েছে। সেই লিস্টে নাম রয়েছে ধর্মেন্দ্র, ফিরোজ খান, সঞ্জীব কুমার, রাজকুমারের। শোনা যায়, হেমার প্রেমে পাগল ছিলেন জীতেন্দ্রও। দুই তারকার বিয়েও ঠিক হয়ে গিয়েছিল বলে শোনা যায়। কিন্তু ঠিক সময় ধর্মেন্দ্র অভিনেতার প্রেমিকা শোভাকে নিয়ে হাজির হয়ে যান। আর ব্যস, সেখানেই ইতি পড়ে যায় দু’জনের সম্পর্কে।
জীতেন্দ্র এবং শ্রীদেবী (Jeetendra and Sridevi)- বলিউডের প্রথম মহিলা সুপারস্টার শ্রীদেবীর সঙ্গেও নাম জড়িয়েছিল জীতেন্দ্রর। এই তারকা জুটি অভিনীত ব্লকবাস্টার ছবি ‘হিম্মতওয়ালা’ এখনও দর্শকদের মনে গেঁথে রয়েছে। শোনা যায়, এই ছবির শ্যুটিংয়ের সময়ই দুই তারকার মধ্যে মন দেওয়া নেওয়া হয়েছিল। তবে বলি সুপারস্টার বিবাহিত ছিলেন বলে বিষয়টি খুব বেশি দূউর এগোয়নি।
জীতেন্দ্র এবং জয়া প্রদা (Jeetendra and Jaya Parada)- আশির দশকের নামী অভিনেত্রী জয়া প্রদার সঙ্গেও নাম জড়িয়েছেন জীতেন্দ্রর। দু’জনে সেই সময়কার চর্চিত জুটিগুলির মধ্যে একটি ছিল।
বলি সুন্দরী জয়ার সঙ্গে অভিনেতার প্রেমের খবরে মুখর থাকত সংবাদমাধ্যমগুলি। তবে শোনা যায়, প্রবল ভালোবাসা থাকলেও জীতেন্দ্র এবং জয়া প্রদা ভিন্ন পথে হাঁটতে বাধ্য হন।