• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কেমিক্যাল ফ্রি ঘরোয়া টোটকাতেই বাজিমাত! ৫৫-তেও এভারগ্রিন মাধুরী দীক্ষিত, রইল বিউটি সিক্রেট 

Published on:

Unknown Beauty secret of bollywood actress Madhuri Dixit

ফিল্ম ইন্ডাস্ট্রিতে সুন্দরী অভিনেত্রীদের কমতি নেই। আর বলিউডের (Bollywood) তেরো থেকে তিরাশি সব বয়সের অভিনেত্রীদের কাছেই বয়স একটা সংখ্যা মাত্র। বিশেষ করেবি টাউনের ‘ধক ধক গার্ল’ মাধুরী দীক্ষিতের (Madhuri Dixit) মতো এভারগ্রীন (Evergreen) অভিনেত্রী খুবই কম রয়েছেন।তাঁর রূপের জাদুতে মুগ্ধ গোটা দুনিয়া। দীর্ঘ অভিনয় জীবনে একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়ে অনুরাগীদের মন জয় করে চলেছেন বলিউডের এই ’এজলেস বিউটি’। ৯০ দশকের সেই ‘ধক ধক’ গার্লের সৌন্দর্য্যের সামনে আজও ফিকে বলিউডের সেরা সুন্দরীদের।

এখন মাধুরীর বর্তমান বয়স ৫৫ বছর। এই বয়সে এসেও কিন্তু এতটুকু ভাঁজ পড়তে দেননি চেহারায়। বলিউডের এই এজলেস বিউটির সৌন্দর্যের সিক্রেট জানার জানার জন্য মুখিয়ে রয়েছেন তার অনুরাগী। এখনকার দিনে সৌন্দর্যকে হাতের মুঠোয় রাখতে বেরিয়েছে নানান ধরনের বিদেশি চিকিৎসা। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এই ধরনের চিকিৎসা করাতে যে পরিমাণ টাকা খরচ হয়, তা বেশিরভাগ ক্ষেত্রেই সাধারণ মানুষের নাগালের বাইরে।

Madhuri Dixit
কিন্তু আশ্চর্যের বিষয় এত বড় সেলিব্রিটি হয়েও মাধুরী নিজের সৌন্দর্যের ব্যাপারে কিন্তু কোন বিদেশি চিকিৎসা নয় সম্পূর্ণভাবে নির্ভরশীল প্রাকৃতিক উপকরণে তৈরি ঘরোয়া টোটকার উপর। নিজের ইউটিউব চ্যানেলে সেই  সিক্রেট শেয়ার করে নিয়েছিলেন মাধুরী নিজেই। শুরুতেই অভিনেত্রী সমস্ত ট্রিটমেন্ট কিংবা টোটকা সব কিছুর ঊর্ধ্বে তিনি মনে করেন সুস্থ স্বাভাবিক জীবন যাপনের পাশাপাশি নিজেকে সুন্দর রাখতে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ জল খাওয়া উচিত।
বলিউড,Bollywood,মাধুরী দীক্ষিত,Madhuri Dixit,বিউটি সিক্রেট,Beauty Secret
বিউটি সিক্রেট (Beauty Secret) শেয়ার করে মাধুরী জানিয়েছেন তিনি ফেসওয়াশ হিসাবে কোন দামি ক্রিম নয় বরং বরাবরই তার একমাত্র ভরসা বেসন। তাই কোনোরকম ফেসওয়াশ নয় বদলে শুধুমাত্র বেসন দিয়ে মুখ ধোওয়ার অভ্যাস গড়ে তুলতে বলেছেন অভিনেত্রী। সেইসাথে চুলের যত্ন নেওয়ার জন্য অভিনেত্রী দু-দুটি ঘরোয়া টোটকার কথা বলেছেন। মাধুরী জানিয়েছেন চুলের সৌন্দর্য ধরে রাখতে তিনি একটি বিশেষ তেল ব্যবহার করেন। আর সেটি তিনি তৈরি করেন বাড়িতেই খুব সামান্য কিছু ঘরোয়া উপকরণ দিয়ে।
বলিউড,Bollywood,মাধুরী দীক্ষিত,Madhuri Dixit,বিউটি সিক্রেট,Beauty Secret
মাধুরী জানিয়েছেন এই তেল বানাতে প্রয়োজন অর্ধেকআপ নারকেল তেল, ১৫-২০ টা কারি পাতা, এক চা চামচ মেথি এবং একটা পেঁয়াজ বাটা। এই সমস্ত সমস্ত উপকরণ নিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে একটা ছাঁকনি দিয়ে একটা পাত্রে ঢেলে ঠান্ডা করে নিতে হবে। পরে একটা কাঁচের বোতলে ঢেলে রেখে দুদিন অপেক্ষা করতে হবে। দুদিন পর এই তেল নিয়মিত কিংবা সপ্তাহ একদিন শ্যাম্পু করার আগের দিন রাতে মেখে নেওয়া যেতে পারে। সেইসাথে অভিনেত্রী জানিয়েছেন যাদের চুল রুক্ষ হয়ে যাচ্ছে তাদের জন্য একটা ঘরোয়া প্যাক তৈরির টোটকা।

মাধুরীর কথায় একেবারে ঘরোয়া পদ্ধতিতে তৈরি এই প্যাকের জন্য প্রয়োজন একটি পাকা কলা, ২ টেবিল চামচ টক দই , এক চা চামচ মধু। এই সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে কলাটাকে হাত দিয়ে নয়তো মিক্সিতে দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে। এটাই  হেয়ার প্যাক হিসেবে মাথায় মেখে ৩০-৪০  মিনিট লাগিয়ে রাখতে হবে। তারপর প্রথমে জল দিয়ে ভালো করে ধুয়ে শ্যাম্পু করে ফেলতে হবে।

তবে এই সময় চুলে কন্ডিশনার করার প্রয়োজন নেই বলে জানিয়েছেন অভিনেত্রী। সেই সাথে একটি টোটকা দিয়ে অভিনেত্রী জানিয়েছেন চুল শুকানোর জন্য তিনি সবসময় মাইক্রো ফাইবার জাতীয় কাপড়ব্যবহার করেন।এতে চুল পড়ার আশঙ্কা কমে।  এছাড়া  ভিজে চুলে মোটা দাঁতের চিরুনি ছাড়া অন্য কোন চিরুনি ব্যবহার না করার পরামর্শ দিয়েছেন তিনি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥