কোভিড অতিমারীর সৌজন্যে দর্শকরা সিনেমা কিংবা সিরিয়াল ছেড়ে ওয়েব সিরিজের (Web series) দিকে ঝুঁকেছেন। বিভিন্ন ধরণের দেশি-বিদেশি ওয়েব সিরিজের মধ্যে দর্শকদের ঝোঁক বোল্ড গোছের সিরিজের প্রতিই কিন্তু বেশি দেখা যাচ্ছে। আর যারা এই ধরণের সিরিজ দেখে থাকেন তাঁদের কাছে ফ্লোরা সাইনি (Flora Saini) নামটা একেবারেই অপরিচিত নয়। একাধিক সাহসী ওয়েব সিরিজে অভিনয় করেছেন তিনি।
চণ্ডীগড়ে জন্মগ্রহণ করা এই অভিনেত্রী কলকাতা শহরের একটি মডেলিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করার পরই কেরিয়ারের মোড় ঘুরে যায়। এরপর ১৯৯৯ সালে রিলিজ হওয়া তেলেগু সিনেমা ‘প্রেম কসম’ দিয়ে বড়পর্দাতেও ডেবিউ করেন ফ্লোরা।
ডেবিউর পর থেকে আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। একের পর এক দক্ষিণী ছবিতে অভিনয় করতে থাকেন এই সুন্দরী অভিনেত্রী। ‘লাভ ইন নেপাল’, ‘ইয়ে হ্যায় গ্রিন সিগন্যাল’সহ একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন ফ্লোরা। এরপর সলমন খান অভিনীত ‘দাবাং’ ছবিতেও একজন সাংবাদিকের চরিত্রে ক্যামিও ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে।
তবে ফ্লোরার জনপ্রিয়তা পাওয়া শুরু ওটিটি প্ল্যাটফর্মের হাত ধরে। ‘মেড ইন ইন্ডিয়া’ইয় অভিনয়ের পর পরিচিতি পাওয়া শুরু করেন। এরপর একাধিক সাহসী ওয়েব সিরিজে দেখা গিয়েছে তাঁকে। ‘XXX’, ‘ইনসাইড এজ’, ‘গন্দিবাত’, ‘দুপুর ঠাকুরপো’র মতো একাধিক সাহসী সিরিজে অভিনয় করে ওটিটির দর্শকদের কাছে ‘সেক্স সিম্বল’ হয়ে উঠেছেন এই ৪৪ বছরের অভিনেত্রী।
হইচইয়ের ‘বৌদি’ সিরিজ ‘দুপুর ঠাকুরপো’র তৃতীয় সিজনে অভিনয় করা ফ্লোরার যদিও বাংলার দর্শকদের কাছে পরিচিত ‘ফুলওয়া বৌদি’ হিসেবে। তবে শুধুমাত্র ওয়েব সিরিজের নয়, বলিউডেও কাজ করছেন ফ্লোরা। ‘স্ত্রী’ ছবিতে ভূতের চরিত্রে অভিনয় করেছিলেন এই সুন্দরী অভিনেত্রীই। এরপর বরুণ ধাওয়ান, কৃতি শ্যানন অভিনীত আসন্ন সিনেমা ‘ভেড়িয়া’তেও বিশেষ চরিত্রে দেখা যাবে ফ্লোরাকে।
একাধিক বোল্ড সিরিজে অভিনয় করা ফ্লোরার মোট সম্পত্তি কত জানেন? শুনলে হয়তো অবাক হয়ে যাবেন। বিভিন্ন নামী সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, ‘দুপুর ঠাকুরপো’ অভিনেত্রী এখন প্রায় ৮২ কোটি টাকার মালকিন। প্রত্যেক মাসে ১০ থেকে ১৫ লাখ টাকা আয় করেন তিনি। এক বছরেই তাঁর উপার্জন প্রায় ৮২ লাখ টাকা।