চলতি মাসের শুরুতেই অযোধ্যায় ধুমধাম করে প্রকাশ্যে আনা হয়েছিল প্রভাস (Prabhas), সইফ আলি খান (Saif Ali Khan), কৃতি শ্যানন অভিনীত ‘আদিপুরুষ’এর (Adipurush) টিজার। কিন্তু সেই টিজার দেখার পরই চটে গিয়েছিল দর্শকদের একটি বড় অংশ। শুধু তাই নয়, ‘আদিপুরুষ’এর ট্রেলার রিলিজের আগেই উঠেছিল বয়কটের ডাক।
জঘন্য ভিএফএক্স থেকে শুরু করে রাবণের লুক মুঘল সম্রাটদের মত হওয়া, ‘আদিপুরুষ’এর বিরুদ্ধে দর্শকদের ‘রাগ’এর কারণ ছিল ভুরিভুরি। শুধু এটুকুই নয় ‘রামায়ণ’এর ‘মুসলিমীকরণ’এর মতো গুরুতর অভিযোগের ভিত্তিতে একাধিক আইনি নোটিসও ধরানো হয়েছিল ছবির নির্মাতাদের।
তবে এবার শোনা যাচ্ছে, এত চাপের মুখে পড়ে ছবিতে একাধিক পরিবর্তন করছেন পরিচালক ওম রাউত। সম্প্রতি নেটমাধ্যমে একথা ফাঁস করেছেন বলিউডের নামী চলচ্চিত্র সমালোচক কেআরকে। সেই সঙ্গে এও জানিয়েছেন, ছবিতে স্রেফ সইফের (Saif Ali Khan) লুক পরিবর্তন করতে গিয়েই ৫০ কোটি টাকা খরচ হচ্ছে নির্মাতাদের। সেই কারণে বিগ বাজেট এই ছবির বাজেট এক লাফে ৬০০ কোটি টাকা পেরিয়ে গিয়েছে।
কেআরকে (KRK) টুইটারে লিখেছেন, ‘বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, পরিচালক ওম রাউত আদিপুরুষ থেকে ৫০ মিনিট কেটে সিনেমাটিকে ২ ঘণ্টার করে দিয়েছেন। বাকি দৃশ্যগুলিতে সইফের লুকও পরিবর্তন করা হচ্ছে। যে কারণে ৫০ কোটি টাকা খরচ হচ্ছে। সব কিছু জলে গেল। ৫০ মিনিট কেটে দেওয়ার পর আর আছে কী! সিনেমার বাজেটও ৬০০ কোটি হয়ে গেল’।
खबरों के मुताबिक़ director #Omraut ने #Adipursh से 50मिनट काटकर फ़िल्म को 2घंटे का कर दिया है! बाक़ी के बचे हुऐ द्रश्यों में Saif का लुक भी change किया जा रहा है! जिसपर 50करोड़ का खर्च आया है! गई भैंस पानी में! 50मिनट कटने के बाद बचा ही क्या होगा! फ़िल्म का बजट भी 600करोड़ हो गया
— KRK (@kamaalrkhan) October 28, 2022
‘আদিপুরুষ’এর ১ মিনিট ৪৬ সেকেন্ডের টিজার দেখার পর হতাশ ব্যক্ত করেছিলেন অনেকে। তবে দর্শকরা ছাড়াও রামানন্দ সাগরের কালজয়ী ‘রামায়ণ’এর সীতা অর্থাৎ অভিনেত্রী দীপিকা চিখলিয়া এবং লক্ষ্মণ অর্থাৎ অভিনেতা সুনীল লহরীও নিজেদের হতাশা প্রকাশ করেন। দর্শকদের বেশিরভাগ অংশই ক্ষিপ্ত ছিলেন সইফের ‘মুঘল’ ধরণের লুক দেখে। সেই কারণে এবার ৫০ কোটি টাকা খরচ করে সেই লুকেই আমূল বদল আনতে চলেছেন নির্মাতারা। কেআরকের টুইট থেকে জানা গিয়েছে এমনটাই।
প্রসঙ্গত, ওম রাউত (Om Raut) পরিচালিত এই সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সাউথ সুপারস্টার প্রভাস এবং কৃতি শ্যানন। শ্রী রাম এবং মাতা সীতার ভূমিকায় দেখা যাবে দু’জনকে। বলিউড সুপারস্টার সইফ আলি খান অভিনয় করেছেন লঙ্কেশ রাবণের চরিত্রে এবং লক্ষ্মণের চরিত্রে অভিনয় করেছেন সানি সিং। আগামী বছর ১২ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।