বাংলা সিরিয়ালের (Bengali Serial) জগতে মিঠাই (Mithai) বেশ জনপ্রিয়। সিরিয়ালের প্রতিটা চরিত্রকেই বড় আপন করে নিয়েছেন দর্শকেরা। মিঠাই সিদ্ধার্থ থেকে খলচরিত্রে তোর্সাকেও বেশ পছন্দ সকলেরই। সিরিয়ালে মিঠাই চরিত্রে অভিনয় করছেন সৌমিতৃষা কুন্ডু আর ‘তোর্সা’র চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী তন্বী লাহা রায় (Tonni Laha Roy)। বর্তমানে সিরিয়ালের সেট ছেড়ে পাহাড়ে ঘুরতে গিয়েছেন তিনি। আর সম্প্রতি ছুটির মেজাজে দেখা গেল তোর্সা অভিনেত্রীকে।
বিগত কয়েকমাসে অনেকটাই পরিবর্তন এসেছে মিঠাই সিরিয়ালের ট্র্যাকে। একেরপর এক ঝড় বয়ে যাওয়ার পর খুশির আমেজ দেখা যাচ্ছে মোদক পরিবারে। কারণ মা হতে চলেছে মিঠাই। ইতিমধ্যেই সাধের প্রোমোও প্রকাশ্যে এসেছে। তবে দর্শকদের দুঃখ একটাই, আগামী ১৪ই নভেম্বর থেকে প্রাইম স্লট ছেড়ে সন্ধ্যে ৬টা থেকে দেখানো হবে মিঠাই।
এদিকে মিঠাইয়ের জেরে ‘তোর্সার’ জনপ্রিয়তা বেড়েছে অনেকটাই। তাছাড়া সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় তন্বী লাহা। প্রতিনিয়ত ছবি থেকে ভিডিও শেয়ার করে নেন ভক্তদের সাথে। প্রিয় অভিনেত্রীর দৈনন্দিন জীবনের খুঁটিনাটি জানার জন্য মুকিয়ে থাকেন নেটিজেনেরাও। সেই জন্যই তো সম্প্রতি শেয়ার করা একটি ভিডিও বেশ ভাইরাল হয়ে পড়েছে।
আসলে রোজকার কাজের ফাঁকে একটু ছুটি কাটাতে দার্জিলিং ঘুরতে গিয়েছেন তন্বী লাহা রায়। সেখান থেকে বেড়ানোর ছবি থেকে ভিডিও শেয়ার করেছেন তিনি। সম্প্রতি যে ভিডিওটি শেয়ার করেছেন, তাতে স্টেশনে হিন্দি গানের তালে নাচতে দেখা গেল তাকে। ব্রহ্মাস্ত্র ছবির ‘কেশরিয়া’ গানে এক খুদের সাথে নাচতে দেখা গিয়েছে তাকে। যা বেশ ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে।
View this post on Instagram
প্রসঙ্গত, মিঠাই সিরিয়ালের জেরে ব্যাপক জনপ্রিয়তা পেলেও মিঠাই কিন্তু অভিনেত্রীর প্রথম সিরিয়াল নয়। বহুদিন ধরেই টেলি ইন্ডাস্ট্রিতে কাজ করে চলেছেন অভিনেত্রী। এর আগে ‛তুমি রবে নীরবে’, ‛বেনে বউ’, ‛টেক্কা রাজা বাদশা’ এর মত জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করেছিলেন তিনি। তবে অন্যান্য সিরিয়ালের থেকেও অনেক বেশি পপুলারিটি এনে দিয়েছে ‘তোর্সা’ চরিত্র।