ভাইফোঁটার (Bhai Phota) দিন বোনেরা ভাইদের কপালে ফোঁটা দেয়। কিন্তু রক্তের সম্পর্ক হলে কি তবেই হয় এই রীতি? না আসলে মন থেকে যদি ভাই-বোনের সম্পর্ক তৈরী হয় তাহলেই সেটা আসল সম্পর্ক। সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি এদিন ভাইদের মঙ্গলকামনায় ভাইফোঁটা দেন বোনেরা। আর এই বিশেষ দিনে বোন শুভশ্রী গাঙ্গুলির (Subhashree Ganguly) থেকে ফোঁটা নিতে সুদূর মুম্বাই থেকে কলকাতায় এসেছেন জিৎ গাঙ্গুলি (Jeet Ganguly)।
জিৎ গাঙ্গুলি কিন্তু নিজের বাবা কোনো তুতো ভাই নন। আসলে টলিউড ইন্ডাস্ট্রিতে কাজের সূত্রেই আলাপ হয়েছিলেন দুজনের। একাধিক বাংলা ছবিতে গানের পরিচালনা করেছেন তিনি। তাই সেই সূত্রেই পরিচয় হয়, যেটা পরে আতিয়তায় পরিণত হয়ে যায়। এরপর থেকে প্রতিবছরই ভাইফোঁটার দিনে শুভশ্রীর থেকে ফোঁটা নিতে আসেন জিৎ।
এবারেও তার ব্যতিক্রম হয়নি। বিশেষ এই দিনে শুভশ্রীর বাড়িতে দেখা গেল টলিউডের বিখ্যাত সংগীত পরিচালক জিৎ গাঙ্গুলিকে। এদিন গোলাপি রঙের পোশাক পরেই দেখা গিয়েছে দুজনকে। সোশ্যাল মিডিয়াতে একাধিক ছবি শেয়ার করেছেন শুভশ্রী।
ছবিতে প্রথমে ছেলে ইউভানকে কোলে নিয়ে বসে থাকতে দেখা যাচ্ছে শুভশ্রীকে। আর সামনেই রাখা রয়েছে ভাইফোঁটা দেওয়ার জন্য সাজানো থালা। এরপর জিৎ গাঙ্গুলিকে ফোঁটা দেওয়ার ছবিও দেখা যাচ্ছে। কপালে চন্দনের ফোঁটা দিয়ে জমির ভাইয়ের জন্য মঙ্গল কামনা করেছেন অভিনেত্রী।
ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে এই ছবিগুলি বেশ ভাইরাল হয়ে পড়েছে। তবে শুধু জিৎ নয় সাথে আরও বাকি দাদা ও ভাইদেরকেও ফোঁটা দেওয়ার ছবি শেয়ার করেছেন শুভশ্রী। যা নেটিজেনদের বেশ পছন্দ হয়েছে। সেই কারণে কয়েক ঘন্টার মধ্যেই ছবিতে লাইকের সংখ্যা প্রায় ৩৫ হাজার।
View this post on Instagram
প্রসঙ্গত, শুভশ্রী ও জিৎ কিন্তু এক মায়ের সন্তান নয়। তবে শুভশ্রীকে নিজের মেয়ে হিসাবেই মনে করতেন জিৎ গাঙ্গুলির বাবা। তাছাড়া দুজনের নামের পদবীও একই। তাই ভাই বোনের সম্পর্কই তৈরী হয়ে গিয়েছে দুজনের। জানা গিয়েছে আজ ফোঁটা নিয়ে কালই আবার মুম্বাইয়ের উদেশ্যে রওনা দেবেন সংগীত পরিচালক।