• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ফিরে এল ‘পিহুরাজ’ ম্যাজিক! মনফাগুনের মিষ্টি জুটি একফ্রেমে ধরা দিতেই ভাইরাল হল ভিডিও  

Published on:

Monphagun serial Rishi Pihu video goes viral

রোজকার দৈনন্দিন জীবনে বিনোদন আর সিরিয়াল হয়ে উঠেছে একে ওপরের পরিপূরক। এই কারণেই এখনকার দিনে সিরিয়াল ছাড়া এক মুহূর্ত চলতে পারেন না সিরিয়াল প্রেমী দর্শকরা। সারাদিনের ব্যস্ত জীবনে অবসর মিলতেই পছন্দের সিরিয়াল দেখতে বসে যান কমবেশি সকলেই।রোজকার ইঁদুর দৌড়ের জীবনে  সিরিয়ালের পোকা দর্শকদের মনের ক্লান্তি দূর করতে বরাবরই বাংলা সিরিয়ালের (Bengali Serial) জুড়ি মেলা ভার।

দর্শকদের চাহিদা পূরণের কথা মাথায় রেখেই এখনকার দিনে আনা হচ্ছে একের পর এক নতুন সিরিয়াল। যার ফলে কোপ গিয়ে পড়ছে অন্য সিরিয়ালের ওপর। তবে এমন অনেক সিরিয়াল আছে যার বয়স বেশি দিন না হলেও চ্যানেল কর্তৃপক্ষের সিদ্ধান্তের জেরে বন্ধ হয়ে গিয়েছে অসময়েই। এই যেমন কিছুদিন আগেই টেলিভিশনের পর্দায় শেষ হয়েছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘মন ফাগুন’ (Monphagun)।

বাংলা সিরিয়াল,Bengali Serial,মন ফাগুন,Monphagun,শন ব্যানার্জি,Sean Banerjee,সৃজলা গুহ,Srijla Guha,পিহুরাজ,Pihuraj,ভাইরাল ভিডিও,Viral Video

এই ধারাবাহিকের মধ্য দিয়ে দর্শক পেয়েছেন  শন ব্যানার্জি (Sean Banerjee) এবং সৃজলা গুহর (Srijla Guha) দারুন মিষ্টি একটা জুটি। প্রসঙ্গত এই ধারাবাহিকে শন ব্যানার্জির নাম হয়েছিল ঋষিরাজ আর সৃজলা গুহর নাম হয়েছিল পিহু ওরফে প্রিয়দর্শিনী। তাই দর্শকরা তাদেরভালোবেসে নাম দিয়েছিল ‘পিহুরাজ’ (Pihuraj)। তাই স্বাভাবিকভাবেই অল্পদিনেই সিরিয়াল শেষ হয়ে যাওয়ায় ভীষণ মন খারাপ ‘পিহুরাজ’  ভক্তদের।

বাংলা সিরিয়াল,Bengali Serial,মন ফাগুন,Monphagun,শন ব্যানার্জি,Sean Banerjee,সৃজলা গুহ,Srijla Guha,পিহুরাজ,Pihuraj,ভাইরাল ভিডিও,Viral Video

তাই সিরিয়াল শেষ হয়ে গেলেও সোশ্যাল মিডিয়ার পিহুরাজ  জুটির ফ্যান পেজ গুলোতে দর্শকরা বারবার দাবি জানিয়ে আসছেন পিহুরাজ জুটিকে ফের একবার পর্দায ফিরে আসার জন্য। এই মুহূর্তে শন কিংবা সৃজলা কেউই নতুন কোন ধারাবাহিকের কাজ করছেন না। কিছুদিন আগেই ‘ফরএভার জানুয়ারি’ বলে একটা মিষ্টি প্রেমের কবিতার বই প্রকাশিত হয়েছিল সৃজলার।

বাংলা সিরিয়াল,Bengali Serial,মন ফাগুন,Monphagun,শন ব্যানার্জি,Sean Banerjee,সৃজলা গুহ,Srijla Guha,পিহুরাজ,Pihuraj,ভাইরাল ভিডিও,Viral Video

এরই মধ্যে কিছুদিন আগেই  স্টার জলসার জনপ্রিয় রিয়েলিটি শো ডান্স ডান্স জুনিয়রের মঞ্চেও দেখা গিয়েছিল অভিনেত্রীকে। কিন্তু দর্শকদের দাবি মত পর্দার পিহুরাজ  জুটিকে একসাথে দেখা যাচ্ছিল না বহুদিন। এরই মধ্যে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও (Viral Video)। সেই ভিডিওতে দেখা গিয়েছে সম্প্রতি  কালীপুজো উপলক্ষে তমলুকের একটি ক্লাবে প্রোগ্রাম করতে গিয়েছিলেন পর্দার এই মিষ্টি জুটি।

সেই ভিডিও দেখে দারুন খুশি হয়েছেন অনুরাগীরা। ভাইরাল ওই ভিডিওতে দেখা গিয়েছে পর্দার ঋষি সেন এবং মিস বৃষ্টি বাড়ি মঞ্চে তাঁড়িয়ে কথা বলছেন অনুরাগীদের সাথে। আবার কখনও মঞ্চে দাঁড়িয়ে থেকেই হাত মেলাচ্ছেন অনুরাগীদের সাথে। আবার উপস্থিত ভক্তদের আবদার রেখে তাদেরসাথে সেলফি তুলতেওঁ দেখা গিয়েছে পিহুরাজ জুটিকে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥