বাংলা টেলিভিশন জগতের জনপ্রিয় টেলি অভিনেত্রী (Telly Actress) হলেন সোলাঙ্কি রায় (Solanki Roy)। দীর্ঘ ৭ বছরের অভিনয় জীবনে তিনি অভিনয় করে ফেলেছেন একাধিক জনপ্রিয় বাংলা সিরিয়ালে। ইতিমধ্যেই হাতেখড়ি হয়েছে বড়পর্দাতেও। অভিনেতা যীশু সেনগুপ্তের সাথে জুটি সোলাঙ্কি অভিনয় করে ফেলেছেন ‘বাবা বেবি ও’ সিনেমায়।
এই মুহুর্তে তাঁকে দেখা যাচ্ছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘গাঁটছড়া’ (Gantchora)-তে। ধারাবাহিকে খড়ি (Khori) চরিত্রে তাঁর অভিনয় অল্পদিনেই মন ছুঁয়েছে সিরিয়ালপ্রেমী দর্শকদের। এই ধারাবাহিকে টেলি অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়ের সাথে জুটি বেঁধেছেন তিনি। টিভির পর্দায় এই সিরিয়ালের ঋদ্ধি-খড়ি জুটির সম্পর্কের রসায়ন ভীষণ পছন্দ করেন দর্শকরা।
ধারাবাহিকে এখন দেখা যাচ্ছে খড়ি তার জেঠুর মৃত্যু রহস্য উদঘাটন করতে মরিয়া। সবেমাত্র প্রকাশ্যে এসেছে আড়ালে লুকিয়ে থাকা মিস্টার ডি-এর আসল চেহারা। ঋদ্ধি-খড়ি দুজনের পরিবারের থেকেই পুরোনো শত্রুতার বদলা নেবে সে। অন্যদিকে ঋদ্ধি এখনও পর্যন্ত জানে না পাঁচ বছর আগে তার গাড়িতে ঘটে যাওয়া এক্সিডেন্টে আসলে মৃত্যু হয়েছিল খড়ির জেঠুর।
কারণ তার কাকা আর পিসি এই ব্যাপারে এত বছর ধরে তাকে সম্পূর্ণ ধোঁয়াশার মধ্যে রেখে দিয়েছে। এখন দেখার আগামী দিনে সত্যিটা জানার পরে কিভাবে খড়ি বৃদ্ধির পাশে এসে দাঁড়ায়। এ তো গেল সিরিয়ালের গল্প এমনিতে অভিনয় সূত্রেই সোশ্যাল মিডিয়াতে দারুন ফ্যান ফলোয়িং রয়েছে অভিনেত্রী সোলাঙ্কি রায়ের। অভিনেত্রী সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে চোখ রাখলেই সেকথা বোঝা যায় স্পষ্টভাবে।
এমনিতে সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই নিজের জীবনের নানান টুকরো মুহূর্ত অনুরাগীদের সাথে ভাগ করে নিতে দেখা যায় অভিনেত্রীকে। সম্প্রতি তেমনই একটি বোল্ড ফটোশুটের ছবি শেয়ার করে নিয়েছিলেন সোলাঙ্কি। সেই ছবিতে দেখা গিয়েছে অভিনেত্রীর পরনে রয়েছে কালো আর গোল্ডেনের মিশেলে তৈরি দারুন গর্জিয়াস একটি লেহেঙ্গা চোলি।
যার হল্টারনেক ব্লাউজ নতুন মাত্রা দিয়েছে সোলাঙ্কির লুকটাকে। পর্দার খড়ির এই বোল্ড ফটোশ্যুট (Bold Photoshoot) দুর্দান্ত হট ছবির কমেন্ট সেকশনে উপচে পড়েছে নেটিজেনদের করা নানা মন্তব্য। সেখানে একজন অভিনেত্রীর প্রশংসায় রসিকতা করে লিখেছেন ‘ঋদ্ধিমান বাবুর চড়ুই পাখিকে কি লাগছে’। আবার কেউ লিখেছেন ‘মোবাইলের স্ক্রিনটা গরম হয়ে গেল’।