চলতি বছর বক্স অফিসে একের পর এক ফ্লপের পর ‘রাম সেতু’র (Ram Setu) হাত ধরে গুরে দাঁড়াচ্ছেন অক্ষয় কুমার (Akshay Kumar)। পৌরাণিক গুরুত্বযুক্ত রাম সেতুর ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এই ছবি। রিলিজের পর থেকেই বক্স অফিসেও ভালো ব্যবসা করছে ছবিটি। দর্শকদেরও বেশ ভালো লেগেছে ‘রাম সেতু’। তবে আপনি কি জানেন, এই ছবির জন্য কত টাকা করে পারিশ্রমিক (Fees) নিয়েছেন ছবির সকল কলাকুশলীরা? আজকের প্রতিবেদনে সেই তালিকাই তুলে ধরা হল।
নাসের (Nassar) – দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রির নামী অভিনেতা নাসের ‘রাম সেতু’তে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। একটি নামী সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, অক্ষয় কুমার অভিনীত এই ছবির জন্য ৪৫ লাখ টাকা পারিশ্রমিক নিয়েছেন তিনি।
জেনিফার পিচিনাতো (Jennifer Piccinato) – অক্ষয় কুমার অভিনীত এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে জেনিফারকে। বিভিন্ন মিডিয়া রিপোর্টস থেকে জানা গিয়েছে, তিনি ‘রাম সেতু’তে অভিনয়ের জন্য ৭৫ লাখ টাকা পারিশ্রমিক নিয়েছেন।
সত্যদেব কাঞ্চরানা (Satyadev Kancharana) – ‘রাম সেতু’র হাত ধরে বলিউডে পা রেখেছেন সত্যদেব কাঞ্চরানা। একটি নামী সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, এই ছবির জন্য ১ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন সত্যদেব।
নুসরত ভারুচ্চা (Nushrratt Bharuccha) – ‘রাম সেতু’তে অক্ষয় কুমারের স্ত্রী প্রফেসর গায়ত্রী কুলশ্রেষ্ঠের চরিত্রে অভিনয় করেছেন বলি সুন্দরী নুসরত। জানা গিয়েছে, এই ছবির জন্য ৩ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন তিনি।
জ্যাকলিন ফার্নান্দেজ (Jacqueline Fernandez) – এই ছবিতে ডক্টর স্যান্ড্রা রেবেলোর চরিত্রে অভিনয় করেছেন জ্যাকলিন। জানা গিয়েছে, ‘রাম সেতু’তে অভিনয়ের জন্য ৪ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন জ্যাকি।
অক্ষয় কুমার (Akshay Kumar) – বলিউডের ‘খিলাড়ি’ এই ছবিতে ডক্টর আরিয়ান কুলশ্রেষ্ঠের চরিত্রে অভিনয় করেছেন। ছবিতে একজন পুরাতত্ত্ববিদের চরিত্রে দেখা গিয়েছে তাঁকে।
একটি নামী সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, এই ছবির জন্য মোটা টাকা পারিশ্রমিক নিয়েছেন আক্কি। জানা গিয়েছে, ‘রাম সেতু’র জন্য ৫০ কোটি টাকা নিয়েছেন অক্ষয়।