বলিউডের (Bollywood) নামী শিল্পীরা এক একটি ছবির জন্য মোটা টাকা পারিশ্রমিক নেন, একথা অস্বীকার করার কোনও উপায় নেই। তবে আপনি কি জানেন, এই ইন্ডাস্ট্রিতেই এমন বহু অভিনেত্রী রয়েছেন যারা কেরিয়ারের বেশ কিছু ছবিতে বিনা পারিশ্রমিকে কাজ করেছেন। শুনতে অবাক লাগলেও এটি কিন্তু সত্যি। আজকের প্রতিবেদনে বলিউডের এমনই ৭ অভিনেত্রীর (Bollywood actresses) নাম তুলে ধরা হল যারা ফ্রি’তে সিনেমা করেছেন।
রানী মুখার্জি (Rani Mukerji)- বলিউডের নামী অভিনেত্রীদের মধ্যে একজন হলেন বঙ্গ তনয়া রানী। তিনি কাজ করেছেন বহু সুপারহিট ছবিতে। নব্বইয়ের দশকে ইন্ডাস্ট্রির সেরা অভিনেত্রীদের মধ্যে একজন ছিলেন তিনি। তবে তা সত্ত্বেও রানী প্রিয় বন্ধু করণ জোহরের ‘কভি খুশি কভি গম’এ অভিনয়ের জন্য এক পয়সা পারিশ্রমিক নেননি।
মীনা কুমারী (Meena Kumari)- তালিকার দ্বিতীয় নামটি হল বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মীনা কুমারীর। ১৯৭২ সালে মুক্তিপ্রাপ্ত ‘পাকিজাহ’ ছবির জন্য মাত্র ১টাকা নিয়েছিলেন তিনি। তাও সেটি পারফরম্যান্সের পর দেওয়া ‘উপহার’ হিসেবে নেন, পারিশ্রমিক হিসেবে নয়। বক্স অফিসে দারুণ ব্যবসা করেছিল এই ছবিটি। তবে দুর্ভাগ্যবশত ছবিটি রিলিজ করার কয়েকদিন পরেই লিভার সিরোসিসের জন্য মৃত্যু হয় অভিনেত্রীর।
কাজল (Kajol)- করণ জোহর এবং কাজলের বন্ধুত্বের কথা কারোও অজানা নয়। তাঁরা ছিলেন একসময়কার বেস্ট ফ্রেন্ড। যদিও এখন সেই বন্ধুত্বে ফাটল ধরেছে। তবে একসঙ্গে বহু ছবিতে কাজ করেছেন এই জুটি। নায়িকা না হলেও করণের বহু সিনেমায় ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন কাজল। জানিয়ে রাখি, ‘কভি অলভিদা না কেহনা’, ‘কল হো না হো’ এবং ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ ছবির জন্য কোনও পারিশ্রমিক নেননি বলি সুন্দরী।
করিনা কাপুর খান (Kareena Kapoor Khan)- বলিউডের নামী অভিনেত্রী করিনার নামও এই তালিকায় রয়েছে। সলমন খান অভিনীত ‘দাবাং ২’ ছবিতে ‘ফেভিকল সে’ গানে করিনার নাচ হয়তো দর্শকদের এখনও মনে আছে। তবে জানিয়ে রাখি, এই গানে সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে পারফর্ম করেছিলেন বেবো। এছাড়াও শাহরুখ খান অভিনীত ‘বিল্লু’ ছবির ‘মরজানি’ গানের জন্যও কোনও পারিশ্রমিক নেননি করিনা।
ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)- শুধুমাত্র কাজল এবং রানীই নন, ক্যাটও কিন্তু করণ জোহরের বেশ ভালো বন্ধু। আর সেই কারণেই ঋত্বিক রোশন অভিনীত ‘অগ্নিপথ’ ছবির ‘চিকনি চামেলী’ গানের জন্য এক পয়সা পারিশ্রমিক নেননি ক্যাটরিনা।
দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)- এই মুহূর্তে বলিউডের শীর্ষস্থানীয় অভিনেত্রীদের মধ্যে একজন হলেন দীপিকা। শাহরুখ খানের বিপরীতে ‘ওম শান্তি ওম’ ছবির হাত ধরে ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন তিনি। তবে জানিয়ে রাখি, এই ছবির জন্য এক টাকাও পারিশ্রমিক নেননি বলিউডের ‘মস্তানি’। কারণ তাঁর কাছে শাহরুখের সঙ্গে কাজ করার সুযোগ পাওয়াটাই অনেক বড় ব্যাপার ছিল।
সোনম কাপুর (Sonam Kapoor)- তালিকার সর্বশেষ নামটি হল অনিল কাপুরের কন্যা এবং নামী বলিউড অভিনেত্রী সোনম কাপুরের।
জানিয়ে রাখি, ফারহান আখতার অভিনীত কিংবদন্তি অ্যাথলিট মিলখা সিংয়ের বায়োপিক ‘ভাগ মিলখা ভাগ’এর জন্য মাত্র ১১ টাকা নিয়েছিলেন সোনম। তাও পারিশ্রমিক নয়, বরং পারফরম্যান্সের প্রশংসাস্বরূপ সেই অর্থ গ্রহণ করেছিলেন বলি সুন্দরী।