• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নামেই সুপারস্টার! SRK থেকে আমির, শেষ হিট দিয়েছেন এক দশক আগে, রইল এমনই ৮ তারকার ছবির তালিকা

সাম্প্রতিক অতীতে বলিউডের (Bollywood) একাধিক সুপারস্টারের ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। সেই লিস্টে নাম রয়েছে আমির খান, অক্ষয় কুমারেরও। এরপর থেকেই ‘বলিউড শেষ’, ‘বলিউড শেষ’ রবও উঠতে শুরু করে দিয়েছে। অবশ্য শুধুমাত্র আমির এবং অক্ষয়ই নয়, বলিউডের একাধিক সুপারস্টারের শেষ ব্লকবাস্টার সিনেমা বহু বছর আগে এসেছিল। শেষ কয়েক বছরে একটিও ব্লকবাস্টারের মুখ দেখতে পারেননি শাহরুখ, সলমনরা। আজকের প্রতিবেদনে বলিউডের ৮ সুপারস্টারের শেষ ব্লকবাস্টার সিনেমা (Blockbuster movie) কবে এসেছিল তা তুলে ধরা হল।

শাহরুখ খান (Shah Rukh Khan) – বলিউডের ‘বাদশা’ বলা হয় তাঁকে। তবে গত ৪ বছরে শাহরুখকে মুখ্য চরিত্রে দেখা যায়নি। নায়ক হিসেবে তাঁর শেষ ছবি ‘জিরো’ও বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। জানিয়ে রাখি, শাহরুখ অভিনীত শেষ ব্লকবাস্টার ছবিও এসেছিল প্রায় ৯ বছর আগে। ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘চেন্নাই এক্সপ্রেস’ ‘কিং খান’এর শেষ ব্লকবাস্টার ছবি।

   

Chennai Express

সলমন খান (Salman Khan) – বলিউডের ভাইজান সলমনের কেরিয়ার গ্রাফ হঠাৎ করেই যেন নিম্নমুখী। ২০০৯ সালে ‘ওয়ান্টেড’ ছবির মাধ্যমে কেরিয়ার ফের দাঁড় করানোর পর ২০১০ সালে ‘দাবাং’এর সঙ্গে ব্যাক টু ব্যাক ৫টি ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছিলেন সলমন। তবে শেষ কয়েক বছরে যেন ফিকে হয়ে গিয়েছে অভিনেতার জাদু। ভাইজানের শেষ ব্লকবাস্টার ছবি এসেছিল ২০১৭ সালে। সেই ছবির নাম ‘টাউগার জিন্দা হ্যায়’।

Tiger Zinda Hai

অক্ষয় কুমার (Akshay Kumar) – চলতি বছর অক্ষয় কুমার অভিনীত ৩টি সিনেমা ব্যাক টু ব্যাক ফ্লপ হয়েছে। তবে জানিয়ে রাখি, একাধিক সুপারহিট ছবিতে অভিনয় করা অক্ষয় এমন একজন অভিনেতা যিনি নিজের কেরিয়ারে মাত্র ২টি ব্লকবাস্টার ছবিতে অভিনয় করেছেন। এর মধ্যে একটি হল ১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘মোহরা’ এবং অপরটি হল ২০১২ সালে রিলিজ হওয়া ‘রাউডি রাঠৌর’।

Rowdy Rathore

আমির খান (Aamir Khan) – ২০০৮ সালে রিলিজ হওয়া ‘গজনি’র পর থেকেই আমিরের কেরিয়ার গ্রাফ ক্রমশ উপরের দিকেই উঠেছে। এরপর একাধিক সুপারহিট ছবিতে অভিনয় করেছেন তিনি। তবে ব্লকবাস্টার ছবি ছিল একটাই। সেটি হল ‘দঙ্গল’। ‘মিস্টার পারফেকশনিস্ট’ অভিনীত এই সিনেমা গ্লোবাল বক্স অফিসে প্রায় ২০০০ কোটি টাকা কামিয়েছিল।

Dangal

রণবীর সিং (Ranveer Singh) – রণবীর সিং অভিনীত ‘জয়েভাই জোরদার’ এবং ‘৮৩’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। বেশ কয়েকবছর হয়ে গিয়েছে রণবীরের শেষ সিনেমা আসেনি। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত রোহত শেট্টির ‘সিম্বা’ ছিল রণবীরের কেরিয়ারের শেষ সিনেমা।

Simmba Movie

অজয় দেবগণ (Ajay Devgn) – বলিউড সুপারস্টার অজয় দেবগণের শেষ ব্লকবাস্টার ছবি এসেছে বেশ কয়েক বছর হয়ে গিয়েছে। ২০২০ সালে মুক্তিপ্রাপ্ত ‘তানহাজিঃ দ্য আনসাং ওয়ারিয়র’ ছিল বলিউডের ‘সিংঘম’এর শেষ ব্লকবাস্টার সিনেমা। এরপর অজয়ের ‘রানওয়ে ৩৪’ও দর্শকদের পছন্দ হয়েছিল, তবে ছবিটি ব্লকবাস্টার হয়নি।

Tanhaji

ঋত্বিক রোশন (Hrithik Roshan) – বলিউড সুপারস্টার ঋত্বিকের শেষ ছবি ‘বিক্রম বেধা’ বক্স অফিসে সেভাবে ছাপ ফেলতে পারেনি। এর আগে অভিনেতাকে ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘ওয়ার’ ছবিতে দেখা গিয়েছিল। সেটিই অভিনেতার কেরিয়ারের শেষ ব্লকবাস্টার সিনেমা।

War Hindi movie

সইফ আলি খান (Saif Ali Khan) – নবাব সইফ প্রায় এক দশক হয়ে গিয়েছে নায়ক হিসেবে কোনও হিট ফিল্মে কাজ করেননি।

Bollywood superstar last blockbuster movie,Shah Rukh Khan,Salman Khan,Akshay Kumar,Ranveer Singh,Saif Ali Khan,Bollywood,entertainment,Hrithik Roshan,Ajay Devgn,Aamir Khan,বলিউড সুপারস্টারদের শেষ ব্লকবাস্টার ছবি,অক্ষয় কুমার,ঋত্বিক রোশন,শাহরুখ খান,সলমন খান,আমির খান,অজয় দেবগণ,বলিউড,বিনোদন,রণবীর সিং,সইফ আলি খান

তবে অভিনেতার শেষ ব্লকবাস্টার সিনেমা হল ২০২০ সালে মুক্তিপ্রাপ্ত ‘তানহাজিঃ দ্য আনসাং ওয়ারিয়র’। এই ছবিতে অজয় দেবগণের বিপরীতে ভিলেনের চরিত্রে দেখা গিয়েছিল সইফকে।

site