মণি রত্নম (Mani Ratnam) পরিচালিত ‘পোন্নিয়িন সেলভান’ (Ponniyin Selvan) দেখে যে কত দর্শক মুগ্ধ হয়েছেন তা গুনে শেষ করা যাবে না। মেগা বাজেট এই ছবির প্রশংসায় পঞ্চমুখ সাধারণ দর্শক থেকে সেলেব্রিটি প্রত্যেকেই। সেই লিস্টে নাম তুললেন বলিউডের (Bollywood) জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফও (Katrina Kaif)। শুধু তাই নয়, ছবিটি দেখে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে কাজ করার ইচ্ছাপ্রকাশও করেছেন তিনি।
ক্যাটরিনা এই মুহূর্তে তাঁর আগামী ছবি ‘ফোন ভুত’এর প্রচারে ব্যস্ত রয়েছে। সিদ্ধান্ত চতুর্বেদী এবং ঈশান খট্টরের সঙ্গে এই ছবিতে কাজ করেছেন তিনি। হরর কমেডি ঘরানার এই ছবি রিলিজ হতে আর বেশিদিন বাকি নেই। তাই জমিয়ে ছবির প্রচার সারছেন কলাকুশলীরা। এসবের মাঝেই প্রকাশ্যে সাউথে কাজ করার ইচ্ছাপ্রকাশ করলেন ক্যাট।
বলিউডে সেই অর্থে পরিচিতি পাওয়ার আগে ক্যাটরিনা বেশ কিছু দক্ষিণী ছবিতে কাজ করেছেন। ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত তেলেগু ছবি ‘মালিশ্বরী’ এবং ‘আল্লারি পিড়ুগু’তে অভিনয় করেছিলেন তিনি। এরপর ২০০৫ সালে মালায়ালাম ছবি ‘বলরাম ভার্সেস থারাদাস’এও দেখা গিয়েছিল বলি সুন্দরীকে। তবে এরপর আর ক্যাটরিনাকে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে দেখা যায়নি। মাঝে কেটে গিয়েছে প্রায় ১৭ বছর।
তবে এত বছর পর মণি রত্নমের ‘পোন্নিয়িন সেলভান’ দেখার পর ফের দক্ষিণী ইন্ডাস্ট্রিতে কাজ করার ইচ্ছাপ্রকাশ করেছেন ক্যাটরিনা। একটি নামী সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতার সময় বলি সুন্দরী বলেন, ‘যদি কখনও একটি দারুণ চিত্রনাট্য আসে যেখানে চরিত্রটিও খুব মজবুত তাহলে ভাষা কোনও বাধা হয়ে দাঁড়াবে না। দক্ষিণে কিছু দুর্দান্ত পরিচালক কাজ করছেন’।
এরপরই নামী পরিচালক মণি রত্নম এবং তাঁর ছবি ‘পোন্নিয়িন সেলভান’এর ভূয়সী প্রশংসা করেন ক্যাটরিনা। বলি সুন্দরী বলেন, ‘সবচেয়ে সাম্প্রতিক এবং সেরা উদাহরণ হল মণি রত্নম স্যারের ‘পোন্নিয়িন সেলভান’। কি দুর্দান্ত ছবি না? কী সুন্দর ফ্রেম, সঙ্গীত। জীবনের এই পর্যায়ে এসে এত বড় মাপের একটি ছবি তৈরি করাই প্রমাণ করে উনি একজন কিংবদন্তি পরিচালক’।
প্রসঙ্গত, হরর-কমেডি ঘরানার ‘ফোন ভূত’ ভিকি কৌশলের সঙ্গে বিয়ের পর ক্যাটরিনার প্রথম ছবি। বলিউডের দুই হ্যান্ডসাম হাঙ্ক সিদ্ধান্ত এবং ঈশানের সঙ্গে এই ছবিতে কাজ করেছেন ক্যাট। আগামী ৪ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি।