এমন অনেক মানুষ আছেন যারা উৎসবের সময় নিজেদের হাতকে মেহেন্দি (Mehendi) দিয়ে সাজিয়ে তুলতে প্রচণ্ড ভালোবাসেন। আর সত্যিই একথা অস্বীকার করার কোনও উপায় নেই যে মেহেন্দি পরলে হাতের সৌন্দর্য যেন আরও অনেকখানি বেড়ে যায়। অনেকে আবার শুধুমাত্র হাতেই নন, পা’ও সাজিয়ে তোলেন মেহেন্দিতে।
তবে এমন কিছু মানুষও আছেন যারা মার্কেটের কেনা মেহেন্দি নয়, বরং বাড়িতে বানানো (Homemade) কেমিক্যাল ফ্রি মেহেন্দি ব্যবহার করতেই স্বচ্ছন্দ বোধ করেন। তাই আজকের এই প্রতিবেদনে ঘরোয়া উপায়ে শুধুমাত্র তেজপাতা আর চা পাতা দিয়ে মেহেন্দি বানানোর একটি সহজ পদ্ধতি তুলে ধরা হল।
তেজপাতা এবং চা পাতা দিয়ে এই মেহেন্দি বানানো যেমন সহজ, তেমনই এর রঙও হয় প্রচণ্ড গাঢ়। আর যেহেতু বাড়িতে বানানো তাই কোনও প্রকার কেমিক্যাল থাকারও সম্ভাবনা নেই। তাই আপনার হাতের চামড়াও থাকবে একেবারে সুরক্ষিত। আর সবচেয়ে ভালো বিষয় হল, এই মেহেন্দি শুধুমাত্র হাতেই নয়, আপনি চাইলে নিজের চুলেও ব্যবহার করতে পারেন।
- ঘরোয়া উপায়ে মেহেন্দি বানানোর পদ্ধতি
প্রথমে একটি পাত্রে একটু জল এবং ৩-৪টি তেজপাতা নিয়ে সেটিকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। সেই জল ফুটতে ফুটতে অর্ধেক হয়ে গেলে সেখানে এক চামচ চা পাতা মিশিয়ে দিতে হবে। তেজপাতা এবং চা পাতা মিশে একটি গাঢ় নির্যাস তৈরি হবে। চা পাতা দেওয়ার পরেও কিন্তু ফোটাতে হবে। ফুটতে ফুটতে জল একেবারে কম হয়ে আসবে আর জলের রঙ আরও বেশি গাঢ় হয়ে যাবে।
তেজপাতা এবং চা পাতা দিয়ে গাঢ় নির্যাস তৈরি হয়ে যাওয়ার পর একটি পাত্রে অল্প করে দুই রকমের মেহেন্দির গুঁড়ো নিয়ে নিয়ে হবে। এরপর সেখানে কিছুটা চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে যাওয়ার পর সেটির সঙ্গে তেজপাতা এবং চা পাতার নির্যাস মিশিয়ে দিয়ে হবে।
এরপর সম্পূর্ণ মিশ্রণটিকে ভালোভাবে মেশাতে হবে। যতক্ষণ পর্যন্ত চিনি ভালো করে মিশে না যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত মিশিয়ে যেতে হবে। এভাবে ভালো করে মিশিয়ে নিতে পারলেই বাজিমাত হয়ে যাবে। তৈরি হয়ে যাবে ঘরোয়া উপায়ে একেবারে খাঁটি মেহেন্দি।