বাংলা টেলিভিশন দুনিয়ার অন্যতম জনপ্রিয় সেলিব্রেটি দম্পতি হলেন রাজা গোস্বামী (Raja Goswami) এবং অভিনেত্রী মধুবনী গোস্বামী (Madhubani Goswami)। স্টার জলসার জনপ্রিয় মেগা সিরিয়াল ‘ভালোবাসা ডট কম’ (Valobasa Dot Com)-এর হাত ধরেই পথ চলা শুরু হয়েছিল তাদের। এই সিরিয়ালের নায়ক নায়িকা ওম, তোড়ার মিষ্টি লাভ স্টোরির কথা আজও ভোলেননি দর্শক।
একটা সময় ছিল যখন রাজা-মধুবনী ছিলেন তখনকার জেনারেশনের ক্রাশ। এই ‘ভালোবাসা ডট কম’ সিরিয়ালের হাত ধরেই তাঁদের পর্দার প্রেম গড়িয়েছিল বাস্তবে। সেই থেকেই বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় ‘লাভ বার্ডস’ হয়ে উঠেছে এই জুটি। আজ থেকে ৫ বছর আগে অর্থাৎ ২০১৭ সালে একে অপরের সাথে সাতপাকে বাঁধা পড়েছিলেন এই সেলিব্রেটি জুটি।
পরবর্তীতে ২০২০ সালের এপ্রিল মাসে রাজা মধুবনীর কোল আলো করে আসে তাদের একমাত্র সন্তান কেশব (Keshav) ৷ তাই এখন স্বামী সন্তান নিয়ে সুখী গৃহকোণ মধুবনীর। ইদানিং এই জুটির মধ্যে রাজা সিরিয়াল করলেও বিয়ের পর থেকে সেই ভাবে আর পর্দায় দেখা যায় না অভিনেত্রীকে। রাজা এই মুহূর্তে অভিনয় করছেন ধূলোকণা সিরিয়ালে।
তবে কিছুদিন আগেই স্টার জলসার জনপ্রিয় রিয়েলিটি শো ইসমার্ট জোড়ির মঞ্চে একসাথে দেখা গিয়েছিল রাজা মধুধনীর জুটিকে। যদিও ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে এই রিয়ালিটি শো। এখন মাঝেমধ্যে নিজেদের ইউটিউব চ্যানেল ‘রাজা মধুবনী’ -তে সারাদিনের ব্যস্ত জীবনের নানান মুহূর্ত নিয়ে হাজির হন এই জুটি। তাই টিভির পর্দায় দেখতে না পেলেও এই চ্যানেলটিতে নিজেদের প্রিয় জুটিকে এখন মাঝেমধ্যেই দেখতে পান দর্শকরা।
সেখান থেকেই প্রতি মাসে লাখের ওপরে আয় তাদের। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে রাজা মধুবনির একটি পুরনো ভিডিও। সেই ভিডিওতে দেখা যাচ্ছে এতবড় সেলিব্রেটি হয়েও জামাইষষ্ঠীর জন্য কেনাকাটা করতে কোন বড় শপিং মলে নয় অভিনেত্রী পৌঁছে গিয়েছেন একটি মেলায়। সেখানকার ছোটো,ছোটো দোকানে ঘুরে ঘুরে জামা কাপড় কিনতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। এই ভিডিওটি মন ছুঁয়ে গিয়েছে দর্শকদের।