নেটমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও যে কীভাবে মানুষের জীবন বদলে দিতে পারে তা ভুবন বাদ্যকরকে (Bhuban Badyakar) দেখলেই বোঝা যায়। বীরভূমের একটি গ্রামের বাদাম বিক্রেতা থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া সেনসেশন (Social media sensation) হয়ে গিয়েছিলেন তিনি। সেই সঙ্গেই আদায় করেছিলেন ‘বাদাম কাকু’ তকমাও। বাদাম বিক্রেতা থেকে তিনি হয়ে গিয়েছেন সেলিব্রিটি।
একটা সময় ছিল যখন মোটর বাইকে চেপে বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে বাদাম বিক্রি করতেন ভুবনবাবু। সেই বাদাম বিক্রি করার মাঝেই একটি গানও বেঁধে ফেলেছিলেন তিনি। তবে সেই গান যে সোশ্যাল মিডিয়ায় এত ভাইরাল হয়ে যাবে তা হয়তো ভুবনবাবু নিজেও কল্পনা করেননি। আর এখন তো ‘কাঁচা বাদাম’ গান শোনেননি এমন কেউ হয়তো নেই।
তবে রাতারাতি সেলেব্রিটি হয়ে যাওয়ার পর ভুবনকে কিন্তু কম কটাক্ষ শুনতে হয়নি। তাঁর ‘সেলেব্রিটি’ মন্তব্য নিয়ে কম বিতর্ক হয়নি। শহর কলকাতার একটি নামী পানশালায় গান গাওয়ার পর ভুবনবাবুকে প্রচুর কটাক্ষও শুনতে হয়েছিল।
এত ঝড়ঝাপটার পরেও কিন্তু থেমে যাননি সকলের প্রিয় ‘বাদাম কাকু’। টেলিভিশনে বিভিন্ন অনুষ্ঠান এবং রিয়্যালিটি শোয়ে দেখা গিয়েছিল তাঁকে। পাশাপাশি বেশ কিছু নতুন গানও বেঁধেছিলেন ভুবনবাবু। যদিও সেগুলি শ্রোতাদের মনে সেভাবে ছাপ ফেলতে পারেনি। একসময় তো মনে হচ্ছিল, তিনিও হয়তো এবার হারিয়েই যাবেন।
কিন্তু কালীপুজোর ঠিক আগেই ‘বোমা’ ফাটালেন ভুবনবাবু। জানিয়ে দিলেন তিনি এখনও ফুরিয়ে যাননি। ঘোষণা করলেন নতুন গানের কথা। ভুবনবাবু জানেন, তিনি ইতিমধ্যেই ‘এখন আর দাদা বেচি না কাঁচা বাদাম’ গানটি রেকর্ড করে ফেলেছেন। দিওয়ালির ঠিক পরেই মুক্তি পাবে সেই গান।
তবে এতদিন ধরে কোথায় গায়েব হয়ে গিয়েছিলেন ‘বাদাম কাকু’? এমনকি তাঁর যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানেও বহুদিন কিছু পোস্ট করেননি। শোনা যাচ্ছে, এতদিন ধরে নাকি যাত্রায় অভিনয়ের জন্য প্রশিক্ষণ নিচ্ছিলেন ভুবনবাবু। সেই কাজেই ব্যস্ত ছিলেন তিনি। তবে এবার সব কাজ শেষ করে ফের নিজের গানে মন দিয়েছেন এবং শ্রোতাদের জন্য নিয়ে আসছেন নতুন গান।