• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিয়ের ১০ মাসের মাথায় ঘর ভাঙছে অর্ণব-ঈপ্সিতার! জল্পনা প্রসঙ্গে প্রথমবার মুখ খুললেন তারকা জুটি

Published on:

Arnab Ipshita opens up about their breakup rumour

বলিউড হোক কিম্বা টলিউড বিচ্ছেদ জ্বরে কাঁপছে গোটা দুনিয়া। এরইমধ্যে টেলিপাড়ার জোর গুঞ্জন এবার বিচ্ছেদ (Break Up) ঘটতে চলেছে অভিনেতা অর্ণব ব্যানার্জি (Arnab Banerjee) এবং অভিনেত্রী ঈপ্সিতা মুখার্জী (Ipshita Mukherjee)-র। বাংলা টেলিভিশিন দুনিয়ার অত্যন্ত জনপ্রিয় তারকা তারা।

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘আলো ছায়া’-র হাত ধরেই সম্পর্কের সূচনা হয়েছিল তাদের। এই ধারাবাহিকে একে অপরের দেওর বৌদির চরিত্রে অভিনয় করেছিলেন তারা। এখন দুজনেই অভিনয় করছেন স্টার জলসাতেই, তবে আলাদা আলাদা সিরিয়ালে। একদিকে ঈপ্সিতা  অভিনয় করছেন স্টার জলসার ‘এক্কা দোক্কা’  এবং ‘ধূলোকণা’ ধারাবাহিকে।

বিচ্ছেদ,Break Up,অর্ণব ব্যানার্জি,Arnab Banerjee,অভিনেত্রী ঈপ্সিতা মুখার্জী,Ipshita Mukherjee,প্রতিক্রিয়া,Reacton,সেলেব্রেটি দম্পতি,Celebrity Couple,বাংলা সিরিয়াল,Bengali Serial

অন্যদিকে অর্ণব অভিনয় করছেন ‘আলতা ফড়িং’ সিরিয়ালে। প্রধান নায়ক ব্যাংক বাবুর চরিত্রে। তবে ইদানিং ব্যক্তিগত কারণে এই সিরিয়াল থেকে সাময়িক বিরতি নিয়েছেন তিনি। এরই মধ্যে অভিনেতার বিচ্ছেদ সংক্রান্ত ফিসফাস শোনা যাচ্ছে টেলিপাড়ায়। সম্প্রতি নিজের  বিচ্ছেদ প্রসঙ্গে স্পষ্ট করে কিছু না জানালেও সংবাদমাধ্যমে মুখ খুলেছিলেন ঈপ্সিতা। তিনি বলেছেন ‘ব্যক্তিগত বিষয় নিয়ে এই মুহূর্তে কিছুই বলতে চাইছি না। কিছু জানানোর হলে স্বেচ্ছায় সময় মতো জানাবো।’

Alta Phoring, Arnab

অন্যদিকে মুখ খুলেছিলেন পর্দার ‘ব্যাঙ্কবাবু’ অভিনেতা অর্ণব। সম্প্রতি এক সাক্ষাৎকারে এবিষয়ে বিস্তারিত কিছু না জানালেও অর্ণব জানিয়েছেন ‘আপতত আলাদা রয়েছি’। প্ৰসঙ্গত এখনও পর্যন্ত নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল অর্নবের সাথে আইনি বিয়ের ছবি থেকে শুরু করে সমস্ত ছবি রেখে দিয়েছেন অভিনেত্রী ঈপ্সিতা মুখার্জি। যদিও ইতিমধ্যে নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে ঈপ্সিতার সাথে বিয়ের ছবি ডিলিট করে দিয়েছেন অর্ণব।

বিচ্ছেদ,Break Up,অর্ণব ব্যানার্জি,Arnab Banerjee,অভিনেত্রী ঈপ্সিতা মুখার্জী,Ipshita Mukherjee,প্রতিক্রিয়া,Reacton,সেলেব্রেটি দম্পতি,Celebrity Couple,বাংলা সিরিয়াল,Bengali Serial

উল্লেখ্য চলতি বছরের শুরুর দিকে অর্থাৎ জানুয়ারিতে আইনত বিয়ে সেরেছিলেন এই জুটি। তাই সে দিক দিয়ে দেখতে গেলে এখন তারা এখনো তারা বিবাহিত। কথা ছিল চলতি বছরের ডিসেম্বরে সামাজিকভাবে বিবাহবন্ধনে অবোধ হবেন তাঁরা। কিন্তু তারই আগে এই জনপ্রিয় তারকা জুটির  বিচ্ছেদের খবর শোরগোল ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাই বিয়ের শুভ পরিণতির আগেই এমন একটা খবরে একেবারেই মন ভালো নেই অর্ণব ঈপ্সিতা জুটির ভক্তদের।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥