বলিউডে (Bollywood) কাজ করার জন্য যে কত মানুষ মুখিয়ে থাকেন তা গুনে শেষ করা যাবে না। অবশ্য শুধুমাত্র দেশেরই নয়, অতীরে বিদেশেরও বহু শিল্পী বলিউডে কাজ করেছেন। ব্যতিক্রম নন পাকিস্তানের অভিনেতা-অভিনেত্রীরাও (Pakistani actress)। দু’দেশের মধ্যে সম্পর্ক যেমনই হোক না কেন, ভারতে এসে পাকিস্তানের বহু শিল্পীই কাজ করেছেন। আজকের প্রতিবেদনে এমনই ৭ বলিউড নায়িকার নাম তুলে ধরা হল যারা জন্মসূত্রে কিন্তু পাকিস্তানি।
সলমা আঘা (Salma Agha)- এই নামী অভিনেত্রীর জন্ম পাকিস্তানে হলেও তিনি বড় হয়েছেন ব্রিটেনে। জনপ্রিয় ছবি ‘হীর রাঞ্ঝা’য় মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন সলমা। এরপর ১৯৮২ সালে মুক্তিপ্রাপ্ত বি আর চোপড়ার ছবি ‘নিকাহ’ দিয়ে বলিউডে পা রেখেছিলেন তিনি। এছাড়াও এই ছবিতে বেশ কিছু গানও গেয়েছিলেন সলমা। অবশ্য শুধুমাত্র এই একটিই নয়, সলমা এছাড়াও ‘প্যায়দা করনে বালে কি’, ‘সলমা’, ‘পাঁচ ফৌলাদ’এর মতো বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন।
মাহিরা খান (Mahira Khan)- একাধিক সুপারহিট পাকিস্তানি ছবিতে অভিনয় করা মাহিরার নামও এই লিস্টে রয়েছে। তিনি শাহরুখ খান অভিনীত ‘রইস’ ছবির মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন। তবে এরপর আর কোনও ছবিতে মাহিরাকে দেখা যায়নি। কারণ ২০১৬ সালের পর পাকিস্তানি অভিনেতা-অভিনেত্রীদের এদেশে ব্যান করে দেওয়া হয়।
সারা লরেন (Sara Loren)- হিন্দি এবং উর্দু ভাষার জনপ্রিয় অভিনেত্রী সারাও নিজের কেরিয়ার শুরু করেছিলেন পাকিস্তানি টিভি শো ‘রাবিয়া জিন্দা রহে’র হাত ধরে। এরপর ২০১০ সালে পূজা ভাটের সঙ্গে ‘কমজোর’এর হাত ধরে বলিউডে ডেবিউ করেন তিনি। এছাড়াও ‘মার্ডার ৩’, ‘ফ্রড সইয়া’সহ বেশ কিছু ছবিতে দেখা গিয়েছে সারাকে।
মীরা (Meera)- পাকিস্তানের নামী অভিনেত্রী এবং টিভি প্রেজেন্টার মীরাও পাঞ্জাবি ইন্ডাস্ট্রি এবং বলিউডে কাজ করেছেন। ২০০৫ সালে বলিপাড়ায় ডেবিউ করেন মীরা। অভিনেত্রীর ঝুলিতে রয়েছে ‘পাঁচ ঘণ্টে মে পাঁচ করোর’, ‘ভড়াস’এর মতো বেশ কিছু ছবি রয়েছে।
বীণা মালিক (Veena Malik)- পাকিস্তানের নামী অভিনেত্রী বীণাও বলিউডে কাজ করেছেন। জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস’এর প্রতিযোগী ছিলেন তিনি। এরপর আইটেম ডান্সার হিসেবে বলিউডে নিজের কেরিয়ার শুরু করেন বীণা। ‘ডাল মে কুছ কালা হ্যায়’ দিয়ে হিন্দি ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন তিনি।
মাবরা হুসেইন (Mawra Hocane)- বলিউডের হিট ছবি ‘সনম তেরি কসম’এর নায়িকা মাবরাও কিন্তু জন্মসূত্রে পাকিস্তানি। হর্ষবর্ধন রানের বিপরীতে সেই ছবিতে অভিনয় করেছিলেন তিনি।
হুমাইমা মালিক (Humaima Malick)- অভিনেত্রী হুমাইমা মালিক একাধিক পাকিস্তানি টিভি শো এবং সিনেমায় অভিনয় করেছেন। এছাড়াও বেশ কিছু নামী ডিজাইনারের হয়ে র্যাম্পেও হেঁটেছেন তিনি।
পাকিস্তানের এই নামী অভিনেত্রী হুমাইমা ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘রাজা নটবরলাল’ দিয়ে বলিউডে ডেবিউ করেছিলেন।