চলতি বছর বলিউড (Bollywood) সুপারস্টার অক্ষয় কুমার (Akshay Kumar) অভিনীত একের পর এক ৩ সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। এরপর চতুর্থ ছবি ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ করার সিদ্ধান্ত নেন নির্মাতারা। এবার আক্কির এই বছরের পঞ্চম ছবি ‘রাম সেতু’ (Ram Setu) আসছে। এই ছবিটি প্রেক্ষাগৃহেই মুক্তি পাবে। তবে পরপর ৩ সিনেমা ফ্লপ হওয়ার পর যদি এই ছবিটিও ফ্লপ হয়, তাহলে তা অক্ষয়ের স্টারডমের ক্ষেত্রে নিঃসন্দেহে একটি বড় ধাক্কা হবে।
শুধু তাই নয় অনেকের মতে আবার ‘রাম সেতু’ ফ্লপ করলে বলি সুপারস্টারের কেরিয়ারও ধসে যেতে পারে। তবে এমনটা যাতে না হয়, সেই কারণে হাইকোর্ট অবধি দৌড়েছেন ছবির এক প্রযোজক। এবার সেই বিষয়েই একটি বড় রায় দিয়েছে আদালত।
আগামী ২৫ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘রাম সেতু’। অক্ষয়-সহ ছবির নির্মাতারা আশা করছেন এই ছবির হাত ধরেই ফের থিয়েটারে ফিরবেন দর্শকরা। তবে এক্ষেত্রে একটি বড় বাধা হল অনলাইনে ছবি লিক হয়ে যাওয়া। কারণ এমনটা হলে দর্শকরা সেখান থেকেই ডাউনলোড করে দেখে নেবেন, আর থিয়েটারে যাবেন না।
কোনোভাবেই যাতে রিলিজের আগে কিংবা রিলিজের কিছু সময় পর ‘রাম সেতু’ অনলাইনে ফাঁস না হয়ে যায় সেই জন্য হাইকোর্ট অবধি দৌড়েছেন ছবির এক প্রযোজনা সংস্থা কেপ অফ গুড ফিল্মস এবং লেখক অভিষেক শর্মা। তাঁরা আদালতে ২৩টি ওয়েবসাইটের একটি তালিকাও জমা দিয়েছেন যেখান থেকে বিভিন্ন সিনেমা এবং ওয়েব সিরিজ বেআইনিভাবে ডাউনলোড করা যায়।
এবার এই বিষয়েই একটি বড় সিদ্ধান্ত নিয়েছে দিল্লি হাইকোর্ট। ‘রাম সেতু’র নির্মাতার আর্জি শোনার পর আদালত সংশ্লিষ্ট ২৩টি ওয়েবসাইটকে সংযত থাকার আদেশ দিয়েছে। কারণ হিসেবে বলা হয়েছে, এভাবে যদি অনলাইনে ছবি ফাঁস হয়ে যায় তাহলে ছবির বক্স অফিস কালেকশনের ওপর তার প্রভাব পড়বে। ফলস্বরূপ ক্ষতিগ্রস্থ হবেন নির্মাতারা।
দিল্লি হাইকোর্টের তরফ থেকে এই আদেশ আসার পর ‘রাম সেতু’ নির্মাতারা নিঃসন্দেহে অনেকটা স্বস্তি পাবেন। রিলিজের আগে অনলাইনে ছবি ফাঁস হওয়ার এই আইনি লড়াই তো জিতে গিয়েছেন অক্ষয়ের ছবির নির্মাতারা। এবার দেখার মুক্তির পর ‘রাম সেতু’ দর্শকদের ইমপ্রেস করতে পারে কিনা।