বলিউডের ড্রামা কুইন (Drama Queen) রাখি সাওয়ান্তের (Rakhi Sawant) জুড়ি মেলা ভার। আড়ালে থেকে নিন্দুকরা বলেন ‘বিতর্ক আর রাখি সাওয়ান্ত হাত ধরাধরি করে চলেন’। খোলামেলা পোশাক পরে নাচ, অঙ্গ ভঙ্গি, এমনকি শিরোনামে আসার জন্য উদ্ভট সব কান্ড ঘটাতেও পিছপা হন না রাখি। নিজেকে লাইমলাইটে আনতে বরাবরই কিছু না কিছু করতে থাকেন রাখি।
আজ এই তো কাল সেই, কিছু না কিছু করে পেজ থ্রিতে আসা চাই! এসবের জেরে অবশ্য সোশ্যাল মিডিয়াতে ট্রোলিং কম হয় না। তবুও সেসবের কিছুই গায়ে মাখেন না রাখি। একাধিক প্রেমিক বদলে বর্তমানে বয়সে ছোট আদিলের সাথে রিলেশনে রয়েছেন তিনি। তবে সম্প্রতি আবারও চর্চায় উঠে এসেছেন রাখি। নেপথ্যে টাইট ব্লাউজ ছিঁড়ে যাওয়া।
আসলে বলিউডের তারকারা শুধুমাত্র সিনেমায় অভিনয় করেই নয় বরং বিজ্ঞাপন ও স্টেজ শোয়ের মাধ্যমেও টাকা উপার্জন করেন। আর রাখিও তাদের মধ্যেই পড়েন। সিনেমায় সেভাবে না দেখা গেলেও বিগবস এর মত শোয়ে একাধিকবার দেখা গিয়েছে তাকে। তবে মঞ্চে নাচের পারফর্মেন্স দিয়ে থাকেন রাখি সাওয়ান্ত। আর এমনই একটি অনুষ্ঠানের মঞ্চে নাচতে ওঠার আগেই ঘটে গেল বিপত্তি।
মূলত আইটেম গোছের গানেই নাচতে দেখা যায় রাখি সায়ান্তকে। আর এমন ধরে নাচের জন্য টাইট পোশাক পরেই স্টেজে উঠতে হয় তাকে। কিন্তু মঞ্চে ওঠার আগেই হটাৎ করে ছিঁড়ে যায় রাখির ব্লাউজের ফিতে। টাইট ব্লাউজের ফিতে ছিঁড়ে যাওয়া মানেই সেটা চরম অস্বস্তিতে ফেলে দেবে যে কাউকেই। রাখির এই অস্বস্থিকর ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হয়ে পড়েছে।
তবে যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেটাই বর্তমান সময়ের নয়। আসলে ভিডিওটি এক বছর আগের একটি অনুষ্ঠানের সময়ের ভিডিও। ভিডিওতে দেখা যাচ্ছে মঞ্চে ওঠার আগে দাঁড়িয়ে রয়েছেন রাখি। তার ছিঁড়ে যাওয়া ব্লাউজের ফিতে সেলাই করে দিচ্ছেন কোনো এক মহিলা।
View this post on Instagram
ভিডিওতে রাখি ডিজাইনারদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। রাখি বলেন, ডিজাইনারদের বোঝা উচিত আমাদের জন্য যখন টাইট জামাকাপড় তৈরী করে তখন যাতে ফিতে গুলোকে একটু ভালো করে তৈরী করে। কারণ স্টেজের মাঝে এসব খুলে গেলে অস্বস্থি হয়। আর লোকে ভাবে আমরাই যেচে কন্ট্রোভার্সি তৈরী করার জন্য এসব করি।