আধুনিক যুগে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ার দৌলতে সেলিব্রিটিরাও সাধারণ মানুষের প্রতিবেশী। চাইলেই তারকাদের নিয়ে খোলামঞ্চে কথা বলা যায়, তবে ভালোর বদলে বেড়ে চলেছে নোংরা কটাক্ষ। যে কোনো ধরণের সেলেব্রিটিদের নিয়েই পান থেকে চুন খসলে শুরু হয় ট্রোলিং (Social Media Trolling)। আর এবার এই ট্রোলিংয়ের শিকার হলেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী (Sudipta Chakraborty)। তবে ট্রোলিংকে এড়িয়ে যাননি তিনি। ভদ্র ভাষায় একেবারে উচিত শিক্ষা দিয়েছেন ট্রোলারকে।
টলিউডের অভিনেত্রী (Tollywood Actress) হিসাবে অনেক আগে থেকেই দর্শকদের কাছে পরিচিত সুদীপ্তা চক্রবর্তী। তার অভিনয়ের প্রতিভা নিয়ে কোনো সন্দেহই নেই। নিজের কাজের সুবাদে বহু পুরস্কারও এসেছে অভিনেত্রীর ঝুলিতে। কিন্তু সম্প্রতি একটি রান্নার শোয়ের সঞ্চালিকা হিসাবে কাজ শুরু করতেই কটাক্ষের শিকার হতে হল অভিনেত্রীকে। এদিন তারই পাল্টা জবাব দিয়েছেন তিনি।
দীর্ঘিদন পর ছোটপর্দায় কামব্যাক করলেন সুদীপ্তা। তবে সিরিয়াল নয়, বরং রান্নার শো ‘রান্নাঘরের গপ্পো’ (Rannaghorer Goppo) এ দেখা যাবে তাকে। সম্প্রতি শোয়ের একটি ছবিও শেয়ার করছিলেন সোশ্যাল মিডিয়াতে। ছবি দিয়ে লিখেছিলেন, ‘কেমন লাগলো আজকের পর্ব? আগামীকাল আবার আসছি ঠিক বিকাল ৫ টায় কালার্স বাংলায়’।
অভিনেত্রীর এই পোস্টে অতীন্দ্র চক্রবর্তী নামক এক নেটিজেন মন্তব্য করেন, ‘ঠিক কাজই নিয়েছেন। বাড়িওয়ালী সিনেমায় তো রান্নার কাজই করতেন। ওখান থেকেই হাতে খড়ি’। বোঝাই যাচ্ছে অভিনেত্রীকে সোজা কটাক্ষ করেই এই কথা গুলো বলা। এবার ভদ্রভাষায় এই কটাক্ষের যোগ্য জবাব দিয়েই নেটিজেনদের মন জিতে নিয়েছেন অভিনেত্রী।
সুদীপ্তা কটাক্ষকারীকে লিখেছেন, ‘একটু ভুল হয়ে গেল যে! বাড়িওয়ালি সিনেমায় রান্নার কাজ করিনি, অভিনয় করেছি একটি চরিত্রে, যে অভিনয় এর জন্য সেই বছরে সারা ভারতবর্ষের সমস্ত ছবির অভিনেত্রীদের মধ্যে আমাকে সেরা নির্বাচন করা হয় এবং সেই পুরস্কার হাতে তুলে দেন ভারতবর্ষের তদানীন্তন রাষ্ট্রপতি। আমার অভিনয়ের হাতেখড়ি অনেক আগে। সেই নিয়ে বিস্তারে আর গেলাম না। আর এই শো এ আমি রান্না করছি না, শো সঞ্চালনা করছি মাত্র।’
অবশ্য এখানেই শেষ নয়! এরপর তিনি আরও লেখেন, ‘এবার বলি, রান্না করা অত্যন্ত কঠিন একটা কাজ আর ভালো রান্না করা আরো কঠিন। তাই হাসতে হাসতে চোখ দিয়ে জল বের করে ফেলে এই কঠিন কাজ টা কে সামান্য করে দিতে কোন অশিক্ষিত লোকই পারবে না। আপনি ও না। আপনি রান্না করতে পারেন কি না জানা নেই। তবে লেখা পড়ে মনে হচ্ছে পারেন না। পারলে রান্না কে সম্মানের চোখে দেখতেন। বাড়িতে যে বা যারা রান্না করে দেন বলে দুমুঠো খেতে পান, তাঁদের প্রতি শ্রদ্ধাশীল হোন। দ্রুত সুস্থ হয়ে উঠুন।’
কটাক্ষের এমন একটা যোগ্য জবাব দারুন পছন্দ করেছেন নেটিজেনরা। অভিনেত্রীকে সমর্থন করে রীতিমত উদ্ধার করে দিয়েছে নেটিজেনরা। অবশ্য শেষে সুদীপ্তাই আবার হাল ধরে লেখেন, ‘আপনাদের অনুরোধ করি, এবার ওঁকে ছেড়ে দিন। আগুপিছু না ভেবে একটা আলটপকা মন্তব্য করে ফেলেছেন। পরে নিজের ভুল বুঝতে পেরে ক্ষমাও চেয়েছেন। এবার বোধ হয় এই ব্যাপার টায় ইতি টানলে ভালো হয়। আপনাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ।’