বলিউডের (Bollywood) অন্যতম ভার্সেটাইল অভিনেত্রীদের মধ্যে একজন হলেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। জাতীয় পুরস্কার জয়ী এই অভিনেত্রী নিজের কেরিয়ারে একাধিক সুপারহিট ছবিতে কাজ করেছেন। ভিন্ন ভিন্ন ধরণের চরিত্রে কাজ করে প্রমাণ করেছেন তিনি কোন মাপের অভিনেত্রী। এবার সেই কঙ্গনাই সম্পূর্ণ নতুন রূপে দর্শকদের সামনে আসতে চলেছেন।
বুধবার বলিউডের ‘ক্যুইন’ ঘোষণা করেন তিনি বাংলার আইকনিক থিয়েটার সুপারস্টার নটি বিনোদিনীর (Noti Bindodini) বায়োপিক নিয়ে আসছেন। মেগা বাজেট এই ছবি পরিচালনা করবেন ‘পরিণীতা’ খ্যাত পরিচালক প্রদীপ সরকার। চিত্রনাট্য লিখবেন ‘তানহাজি’, ‘দেবদাস’, ‘পদ্মাবত’ খ্যাত প্রকাশ কাপাডিয়া।
নটি বিনোদিনীর বায়োপিক যে আসতে চলেছে এই গুঞ্জন ২০২০ সাল নাগাদই শোনা গিয়েছিল। তখন অবশ্য মুখ্য চরিত্রের জন্য উঠে এসেছিল বলি সুন্দরী ঐশ্বর্য রাই বচ্চনের নাম। কিন্তু এবার জানা গেল, বিশ্ব সুন্দরী অ্যাশকে টেক্কা দিয়ে এই চরিত্রের জন্য বাজিমাত করেছেন কঙ্গনাই।
নটি বিনোদিনীর বায়োপিক নিয়ে নিজের উত্তেজনা প্রকাশ করে কঙ্গনা বলেন, ‘আমি প্রদীপ সরকার জির অনেক বড় অনুরাহি এবং এই সুযোগ পেয়ে খুবই খুশি। এছাড়াও এটি প্রকাশ কাপাডিয়া জির সঙ্গে আমার প্রথম কাজ এবং দেশের সেরা কয়েকজন শিল্পীর সঙ্গে এই দারুণ সফরের অংশ হতে পেরে আমার দারুণ লাগছে’।
প্রসঙ্গত, নটি বিনোদিনী বাংলার থিয়েটার দুনিয়ার অন্যতম একজন স্থপতি। বিনোদিনী দাসী নামে জন্মগ্রহণ করা এই ব্যক্তিত্বের হাত ধরেই আমূল পরিবর্তন এসেছিল বাংলার থিয়েটার দুনিয়ায়। ১৮৭৪ সালে মাত্র ১২ বছর বয়সে কিংবদন্তি গিরীশ চন্দ্র ঘোষের মেন্টরশিপে থিয়েটারের দুনিয়ায় পা রাখেন তিনি। ১২ বছর কাজ করার পর মাত্র ২৪ বছর বয়সে অবসর গ্রহণ করেন নটি বিনোদিনী। এবার বাংলার এই কিংবদন্তি ব্যক্তিত্বের জীবনের অজানা কাহিনীই পর্দায় ফুটিয়ে তুলবেন কঙ্গনা।
অপরদিকে যদি কঙ্গনার কাজের দিক থেকে বলা হয়, এই মুহূর্তে অভিনেত্রী ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর বায়োপিকের রিলিজের জন্য তৈরি হচ্ছেন। এছাড়াও অভিনেত্রীর হাতে মিলিটারি ড্রামা ‘তেজাস’ এবং পৌরাণিক সিনেমা ‘সীতা’ রয়েছে।