ঋষভ শেট্টির ‘কানতারা’ (Kantara) বক্স অফিসে ঝড় তুলেছে। সম্প্রতি IMDB কর্তৃক সবচেয়ে বেশি রেটিং পাওয়া ভারতীয় ছবির শিরোপা অর্জন করেছে এই সিনেমা। এবার বক্স অফিসেও (Box office collection) নতুন রেকর্ড গড়ার দিকে অগ্রসর হচ্ছে ‘কানতারা’।
সুপারহিট এই সিনেমা সাউথে তৈরি হলেও সারা ভারতে দুর্দান্ত ব্যবসা করছে। প্রত্যেকটি ভাষায় ভালো ব্যবসা করছে ‘কানতারা’। চোখধাঁধানো কাস্ট, বিশাল বাজেট না থাকা সত্ত্বেও শুধুমাত্র কনটেন্টের জোরে দর্শকদের মন জয় করেছে এই ছবি। আর সেই কারণেই রিলিজের পর বক্স অফিসে সেভাবে সারা না ফেলতে পারলেও, দর্শকদের মুখে মুখে ছবিটি প্রচার হওয়ার পর বক্স অফিস কালেকশনের তার প্রভাব চোখে পড়ছে।
বিভিন্ন নামী সংবাদমাধ্য়মে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, সোমবার ২০ কোটি টাকার ব্যবসা করে একটি রেকর্ড নিজের নামে করে ফেলেছে ঋষভের ছবি। প্রথম দিনের ব্যবসার (১.৯৮ কোটি টাকা) তুলনায় প্রায় ৯১০% বেশি আয় করেছে গতকাল। এই মুহূর্তে ১০০ কোটির গণ্ডি পেরিয়ে ‘কানতারা’র বক্স অফিস কালেকশন এসে দাঁড়িয়েছে ১১৩ কোটি টাকায়। সারা বিশ্বের কালেকশনের নিরিখে বলা হলে সেই অঙ্কটা ১৪২.৮৪ কোটি টাকা।
ঋষভের সিনেমা এই মুহূর্তে যেভাবে ব্যবসা করছে তা দেখে চলচ্চিত্র বিশেষজ্ঞদের অনুমান, শীঘ্রই ১৫০ কোটির গণ্ডি পেরিয়ে যাবে এই ছবি। শুধু তাই নয়, ‘কানতারা’র মারকাটারি কালেকশন দেখে অনেকে তো এও বলছেন যে, যেভাবে প্রত্যেক দিন এই ছবির আয়ের অঙ্ক বাড়ছে তাতে ২০০ কোটি তো বটেই, ৩০০ কোটি পেরনোও কোনও ব্যাপার নয়।
প্রসঙ্গত, ঋষভ পরিচালিত ‘কানতারা’ একটি অ্যাকশন থ্রিলার। ছবিটির কাহিনী লেখা এবং পরিচালনার পাশাপাশি মুখ্য চরিত্রে অভিনয়ও করেছেন ঋষভ। এছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন কিশোর, অচ্যুত কুমার, সপ্তমী গৌরা, প্রমোদ শেট্টির মতো শিল্পীরা।
‘কানতারা’র প্রযোজনা করেছে ‘হোমেবেল ফিল্মস’। জানিয়ে রাখি, যশ অভিনীত ব্লকবাস্টার কন্নড় ছবি ‘কেজিএফ’এরও প্রযোজক ছিল এই সংস্থাই। তবে যশের ছবির মতো এত বিপুল বাজেট ছিল না ‘কানতারা’র। তবে স্বল্প বাজেটে তৈরি এই ছবিই এখন কিন্তু দর্শকদের মনের পাশাপাশি বক্স অফিসেও রাজত্ব করছে।