• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

একসময় হয়েছেন অপমানিত, আজ চূড়ান্ত সফল, অথচ কাজ নেই ২ বছর! কারণ জানালেন অনু অভিনেত্রী দেবপর্না

Published on:

Unknown facts about tv actress Debparna Pal Chowdhury

বছর বছর কত সিরিয়াল আসে কত সিরিয়াল যায়। তবে তারই মধ্যে এমন কিছু বাংলা ধারাবাহিক (Bengali Serial) থাকে যা শেষ হয়ে গেলেও তার চরিত্রদের কিছুতেই ভুলতে পারেন না দর্শক। দর্শকমহলে অত্যন্ত জনপ্রিয় এমন একটি ধারাবাহিক ছিল স্টার জলসার ‘বোঝেনা সে বোঝেনা’ (Bojhena Se Bojhena)। এই ধারাবাহিকের নায়ক অরণ্য সিংহরায়ের দিদি অনু চরিত্রে অভিনয় করেছিলেন জনপ্রিয় টেলি অভিনেত্রী (TV Actress) দেবপর্না পাল চৌধুরী(Debparna Pal Chowdhury)।

কিন্তু সিরিয়াল শেষ হওয়ার এতদিন পরেও দর্শকদের মনে রয়ে গিয়েছে অরণ্য সিংহ রায়ের দিদি অনু চরিত্রের অভিনেত্রী দেবপর্না। বোঝেনা সে বোঝেনা ছাড়াও তিনি অভিনয় করেছিলেন ‘সুবর্ণলতা’, ‘ভানুমতির খেল’, থেকে শুরু করে ‘স্বপ্ন উড়ান’,’পুণ্যি  পুকুর’-এর মতো একাধিক জনপ্রিয় ধারাবাহীকে।

বাংলা সিরিয়াল,Bengali Serial,বোঝেনা সে বোঝেনা,Bojhena Se Bojhena,টেলি অভিনেত্রী,TV Actress,দেবপর্না পাল চৌধুরী,Debparna Pal Chowdhury,অজানা কথা,Unknown Facts

তবে দু’বছর হয়ে গিয়েছে মিষ্টি এই অভিনেত্রী এখন টেলিভিশন জগত থেকে দূরেই রয়েছেন।সম্প্রতি নিজের সম্পর্কে নানা অজানা কথা (Unknown Facts) নিয়ে টলি টেলস নামে একটি ইউটিউব চ্যানেলের সাথে খোলামেলা আড্ডায় বসেছিলেন দেবপর্না। সেখানে তিনি জানিয়েছেন তাঁর বিয়ের পরপরই করোনার কারণে লকডাউন চলে আসে। আর সেইসময়  বাড়ির সমস্ত সদস্যদের শারীরিক স্বাস্থ্যের কথা ভেবে তার বাড়ি থেকে বেরোতেই ভয় লাগতো।

তাই তিনি নাকি কাজ পেয়েও ফিরিয়ে দিয়েছিলেন। কিন্তু পরিস্থিতি এখন অনেকতাই স্বাভাবিক হয়ে গেছে। তাই এখন তার ইচ্ছা আছে ফের একবার নতুন চরিত্রে,নতুন কাজ নিয়ে টেলিভিশনের পর্দায় ফিরবেন তিনি। তবে এদিন দেবপর্না  জানিয়েছেন একঘেয়ে কোন চরিত্র নয় এবার তিনি ফিরতে চান একেবারে নতুন ধরনের কোন চরিত্রে।

বাংলা সিরিয়াল,Bengali Serial,বোঝেনা সে বোঝেনা,Bojhena Se Bojhena,টেলি অভিনেত্রী,TV Actress,দেবপর্না পাল চৌধুরী,Debparna Pal Chowdhury,অজানা কথা,Unknown Facts

অভিনেত্রী জানিয়েছেন ছোট থেকেই তিনি অভিনয় করছেন। তাই সেসময় তিনি যেখানেই অভিনয় করতে যেতেন সেখানেই  সবার থেকে তিনি বয়সে ছোটই হতেন। তাই অনেকসময়  বড়দের কাছ থেকে এমন অনেক কথাই তাকে শুনতে হয়েছে যার জপিগ্য জবাব তিনি সেইসময়ে দিতে পারেননি। আসলে তাঁর শিক্ষা তাঁকে সেটা করতে দেয়নি। তাছাড়া দেবপার্না জানিয়েছেন প্রথমদিকেতিনি ভীষণ ইন্ট্রোভার্ট ছিলেন। তাই কারো সাথে সেই ভাবে কথাই বলতেন না তিনি।

যার ফলে অন্যের ভুল কথা শুনে নিজেই  মনে মনে কষ্ট পেয়ে একসময় তিনি অসুস্থ হয়ে গিয়েছিলেন অভিনেত্রী। ফলে সেই সময় তাকে কাউন্সিলিং করাতে হয়েছিল। পরবর্তীতে তিনি যখন সুস্থ হয়ে ওঠেন তখন তিনি ঠিক করে নেন ঠিকটাকে ঠিক আর ভুলটাকে ভুল বলেই তিনি মুখের ওপরে জবাব দেবেন। তবে অভিনেত্রী মনে করেন তিনি মুখে নয় তিনি সকলকে জবাব দিয়েছেন ঠিকই তবে নিজের কাজের মধ্যে দিয়ে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥