সিরিয়াল (Bengali Serial)মানেই দর্শকদের অত্যন্ত পছন্দের একটি বিষয়। অবসরসময়ে সারাদিনের কাজ শেষে সকলের জীবনেই এক মুঠো অক্সিজেনের মতো কাজ করে বিনোদনমূলক সিরিয়ালগুলি। তাই প্রতিদিন বিকেল গড়িয়ে সন্ধ্যা হতেই বাংলার ঘরে ঘরে চায়ের আড্ডার সাথেই জমে উঠে একের পর এক সিরিয়ালের আসর। এই মুহূর্তে স্টার জলসার অন্যতম জনপ্রিয় একটি ধারাবাহিক হল ‘সাহেবের চিঠি’ (Saheber Chiti)।
অভিনেতা প্রতীক সেনের (Pratik Sen) উপস্থিতি এই সিরিয়ালকে দিয়েছে এক অন্য মাত্রা। সেই সাথে এই ধারাবাহিকে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছেন সিরিয়ালের নায়িকা চিঠি অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায় (Debchandrima Sigha Roy)। তবে একথা ঠিক আজকের দিনে যে কোন সিরিয়ালেরই শেষ কথা হলো টিআরপি।
তাই টিআরপি তালিকায় পিছিয়ে পড়লে অসময়ে বন্ধ হয়ে যাচ্ছে যে কোন সিরিয়াল। তাই বেশি টিআরপি লাভের আশায় অধিকাংশ সিরিয়ালেই দেখা যায় গল্পের গরু গাছে উঠছে। সেই সাথে ধারাবাহিকে জায়গা পায় নানান অবাস্তব ঘটনা। যে বিষয়কে কেন্দ্র করে একসময় ধারাবাহিক শুরু হয়েছিল গল্পএ গোনোর সাথে সাথে তার কোন অস্তিত্ব থাকে না ধারাবাহিকে। ব্যতিক্রম নয় সাহেবের চিঠি সিরিয়ালও।
এমনিতে এখনকার দিনে সব সিরিয়ালই নারী কেন্দ্রিক। মেয়েদের স্বনির্ভর হয়ে ওঠার গল্পই দেখানো হয় বেশি ধারাবাহিকে। শুরুর দিকে দেখানো হয়েছিল মহিলা পিয়ন চিঠির চিঠি বিলি করার গল্প। কিন্তু এখন সে তার পেশা বদলে পিয়ন থেকে হয়ে গিয়েছে গায়িকা। বাংলার আইকন হিসেবে পরিচিত সাহেবের স্ত্রী হওয়ার পর চিঠিও এখন দুর্দান্ত গান গাইছে।
দুর্গাপুজোর শেষে এই ধারাবাহিকে এই মুহূর্তে চলছে বিজয়া দশমী। আরে দশমীর সেই পর্বকে একটু বেশি স্পেশাল করে তুলতে এক অদ্ভুত কাণ্ড ঘটিয়েছেন এই সিরিয়ালের নির্মাতারা।যা দেখে হাসি থামছে না নেটিজেনদের। এই পর্বে দেখা গিয়েছে চিঠির ননদ কে বেল্ট দিয়ে পেটাচ্ছে গৌতম। অন্যদিকে ততক্ষণে চিঠির ফোনে গৌতমের আসল চেহারার একটি ভিডিও ক্লিপিং পাঠিয়ে দিয়েছিল তার ননদ।
তাই সুযোগ বুঝে গৌতম পালিয়ে যাওয়ার আগে চিঠি তাকে ধরে ফেলে, এবং মা দুর্গার সামনেই তাঁর হাত থেকে ত্রিশূল নিয়ে গৌতমকে ধরাশায়ী করে তার বুকে পা দিয়ে অসুর নিধন করার মতো পোজ দিয়ে দাঁড়িয়ে পড়ে সে। যা দেখে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে শুরু হয়েছে ব্যাপক হাসাহাসি। অনেকেই বলছেন মহালয়াতে দেবী দুর্গা সাজতে পারেনি চিঠি। তাই এই সিরিয়ালের দৌলাতেই মা দুর্গা সেজে নিচ্ছে চিঠি।