এ যেন কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বেরিয়ে পড়ার মতো ব্যাপার। এমনিতেই বিয়ের ৪ মাসের মধ্যে সন্তান হওয়ার সংবাদ জানানোর পর থেকে বিতর্কের কেন্দ্রে চলে এসেছেন সাউথের (South Indian actress) ‘লেডি সুপারস্টার’ নয়নতারা (Nayanthara) এবং তাঁর স্বামী বিঘ্নেশ শিবান (Vignesh Shivan)। এবার দক্ষিণের এই তারকা দম্পতির বিয়ে নিয়ে একটি চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। যা শুনে চোখ কপালে উঠেছে নেটিজেনদের।
এদেশের সারোগেসি সংক্রান্ত আইন অনুযায়ী, বিয়ের ৫ বছরের মধ্যেও সন্তান সুখ না পেলে সারোগেসি পদ্ধতির সাহায্য নিতে পারেন একজন দম্পতি। সেক্ষেত্রেও কিন্তু এদেশে ব্যবসায়িক সারোগেসি বন্ধ। তাই স্বাভাবিকভাবেই নয়নতারা এবং বিঘ্নেশ বিয়ের ৪ মাসের মধ্যেই যমজ পুত্রের জন্ম দেওয়ায় তা নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছিল। খোদ তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী বিষয়টির তদন্তের কথা বলেছিলেন।
তবে এবার এই সারোগেসি বিতর্কেই নয়নতারা এবং বিঘ্নেশের বিয়ে নিয়ে একটি বড় তথ্য সামনে এসেছে। জানা গিয়েছে, তামিলনাড়ুর স্বাস্থ্য বিভাগে একটি এফিডেভিট জমা দিয়েছেন এই তারকা জুটি। সেখান থেকেই জানা গিয়েছে, ৪ মাস আগে নয় বরং আজ থেকে ৬ বছর আগে বিঘ্নেশের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন দক্ষিণের ‘লেডি সুপারস্টার’।
শুধু এটুকুই নয়, এও জানা গিয়েছে দুবাইয়ে বসবাসকারী একজন মালায়ালম মহিলা সম্প্রতি চেন্নাইয়ের এক হাসপাতালে এক যমজ সন্তানের জন্ম দিয়েছেন। আর সেই দুই শিশুর বর্তমান অভিভাবন হলেন দক্ষিণের এই তারকা জুটি। জানিয়ে রাখি, নয়নতারা এবং বিঘ্নেশ জানিয়েছেন, যে মহিলা তাঁদের সন্তানদের সারোগেট মাদার তিনি সম্পর্কে অভিনেত্রী আত্মীয়া।
পাশাপাশি নয়নতারা এবং বিঘ্নেশ এও তথ্য প্রমাণ দিয়েছেন যে, এদেশে ব্যবসায়িক উপায়ে সারোগেসি বন্ধ হওয়ার কয়েক সপ্তাহ আগে অর্থাৎ ২০২১ সালের ডিসেম্বর মাস নাগাদ সারোগেসির জন্য রেজিস্টার করেছিলেন তাঁরা।
জানিয়ে রাখি, এতদিন পর্যন্ত নয়নতারা এবং বিঘ্নেশের অনুরাগীরা জানতেন গত ৯ জুন গাঁটছড়া বেঁধেছেন দুই তারকা। কিন্তু এখন জানা গেল সেটি শুধুমাত্র সামাজিক বিয়ে ছিল। আইনি উপায়ে ৬ বছর আগেই বিয়ে করে নিয়েছিলেন তাঁরা।