‘মিঠাই’ ধারাবাহিকে (Bengali Serial) এখন মন খারাপের মরসুম চলছে। পুজোর সময় থেকেই মোদক পরিবারের সকলের নয়নের মণি হয়ে উঠেছিল ছোট্ট হালুম (Halum)। মিঠাইরানীর হাত ধরে সে উঠে এসেছিল সিদ্ধার্থদের বাড়িতে। ধীরে ধীরে সে হয়ে উঠেছিল মোদক পরিবারের একজন। বিশেষ করে মিঠাইয়ের (Mithai) খুব কাছের হয়ে উঠেছিল হালুম। নিজের সন্তানের মতো করে পুচকেকে আপন করে নিয়েছিলেন তিনি।
যদিও সিদ্ধার্থ (Siddhartha) বুঝতে পেরেছিলেন, হালুমের চলে গেলে খুব কষ্ট হবে মিঠাইরানীর। বারবার তিনি বলেছিলেন হালুমের প্রতি এতটা আকৃষ্ট হওয়াটা ঠিক হচ্ছে না। যদিও সেসব কথা কানে তোলেননি মিঠাই। আর এখন হালুম চলে যাওয়ার পর তাই মন খারাপ করে বসে আছেন মিঠাইরানী।
মন খারাপ করে সারাদিন সে বাড়িতেই বসে রয়েছে। কারোর সঙ্গে কথাও বলছে না। কীভাবে মিঠাইয়ের মুখে হাসি ফোটানো যায় তা নিয়ে এখন চিন্তায় পড়েছে সকলে। বৌয়ের মন খারাপ বলে ভালো লাগছে না সিদ্ধার্থেরও। তাই এবার মিঠাইরানীর মুখে হাসি ফোটাতে বড় চরম নিয়ে আসছেন তিনি।
একদিকে মিঠাই মনমরা হয়ে ঘরে মুখ বুজে পড়ে রয়েছে। অপরদিকে পিঙ্কি জি ফোন করে বলেন বাড়িতে এবার করবা চৌথ পালন করা হবে। আর একথা শুনেই পরের দিন প্রত্যেকে সকাল সকাল বাড়িতে এসে হাজির হয়ে যায়। তবে সিদ্ধার্থ বেশ বুঝতে পারছে বাড়িতে এত হইহুল্লোড় চললেও মিঠাইয়ের মন এখনও হালুমের কাছেই রয়েছে।
তাই এবার মিঠাইরানীর উচ্ছেবাবু একটি বড় সিদ্ধান্ত নিয়েছেন। সিদ্ধার্থ পরিবারের সকলকে ভালো করে বুঝিয়ে দেয় এই করবা চৌথের মধ্যে দিয়েই মিঠাইকে ব্যস্ত রাখতে হবে। একমাত্র তাহলেই হালুমকে কিছুটা ভুলতে পারবে সিদ্ধার্থ।
সিদ্ধার্থ কি পারবে সত্যিই মিঠাইয়ের মুখে হাসি ফোটাতে নাকি হালুমের শোকে আরও বেশি মন খারাপ হয়ে যাবে মিঠাইরানীর? জানতে হলে কিন্তু চোখ রাখতে ‘মিঠাই’ ধারাবাহিকের আগামী পর্বে।