‘দ্য বং গাই’ (The Bong Guy) এই নামেই তাকে চেনে গোটা বাংলা। তার ভালো নাম কিরণ দত্ত (Kiran Dutta)। জনপ্রিয় এই কনটেন্ট ক্রিয়েটার (Content Creater)-কে চেনেন না এমন মানুষের সংখ্যা প্রায় নেই বললেই চলে। সাধারণত সেলিব্রেটি থেকে শুরু করে সাধারণ মানুষ কারও কোন বিষয়ে খুঁত পেলেই তা নিয়ে মজার ছলে ভিডিও বানিয়ে থাকেন জনপ্রিয় এই কনটেন্ট ক্রিয়েটার (Content Creater)।
তবে এখন শুধু তিনি ইউটিউবারই নন সেই সাথে সম্প্রতি তিনি ইউটিউবে দুনিয়া থেকে বেরিয়ে অভিনয় করছেন সিনেমাতেও। সময়ের সাথে সাথে দিনে দিনে বেড়ে চলেছে ‘দ্য বং গাই’ এর জনপ্রিয়তা। সে দিক দিয়ে দেখতে গেলে এই জনপ্রিয় ইউটিউবারের জনপ্রিয়তা টেক্কা দিতে পারে যে কোন বলিউড অভিনেতা অভিনেত্রীদের।
আর এবার কিরণ চার চাকা গাড়ি কিনে তাক লাগিয়ে দিয়েছেন নিজের ভক্তদের। আজই জীবনের প্রথম চারচাকা গাড়ি (First Car) কিনেছেন তিনি। সেই নতুন গাড়ি কেনার ছবি এবং ভিডিও সোশ্যাল আপলোড করে ক্যাপশনে তিনি লিখেছেন ‘প্রথম গাড়ি বন্ধুরা আলাদাই ফিলিংস’। জানা গিয়েছে এদিন তিনি হুন্ডাই-য়ের ১২০ কিনেছেন। এই গাড়ির অনরোড প্রাইজ ৮ লাখ ২১ হাজার থেকে ১৩ লাখ ৪৩ হাজার টাকা। ছবি দেখে বোঝা যাচ্ছে গাড়িটি কাস্টমাইজ করিয়েছেন কিরণ যার জন্য বেশ ভালোই টাকা খরচ করতে হয়েছে তাকে।
জীবনে প্রথম গাড়ি কিনে সোশ্যাল মিডিয়ায় সেই ছবি এবং ভিডিও আপলোড করতেই কমেন্ট সেকশনে ভালোবাসা আর শুভেচ্ছার বন্যা বইয়ে দিয়েছেন তার অসংখ্য অনুরাগী। শুভেচ্ছা জানিয়ে একজন অনুরাগী লিখেছেন ‘দাদা কি যে আনন্দ হচ্ছে, বলে বোঝাতে পারবো না!অনেক শুভেচ্ছা তোমায়’। আবার একজন মজা করে লিখেছেন ‘আরে এ যে টার্জন দ্য ওয়ান্ডারকারের গাড়িটা। এখনই অজয় দেবগণ বেরিয়ে এসে বলবে ‘বলো দিল কেশরী’।
কিরণের এই সোশ্যাল মিডিয়া পোস্টে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য করেছেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীও। লিখেছেন ‘কংগ্রাচুলেশন স্টার। অনেক ভালোবাসা। এটা সব সময় খুব স্পেশাল’। প্রসঙ্গত এদিন গাড়ি কেনার সময় এবং কিরণের সাথেই ছিলেন ‘আলু দ্য ফ্রেঞ্চ ফ্রাই’ খ্যাত অন্তরা নয়না রায় মজুমদার। প্রসঙ্গত তাদের সম্পর্কটা এমনিতে ওপেন সিক্রেট হলেও আজ পর্যন্ত এই সম্পর্কে তারা কেউই সীলমোহর দেননি।
View this post on Instagram
এদিন সোশ্যাল মিডিয়ায় কিরণের নতুন গাড়ি কেনার ভিডিওটিতে দেখা গিয়েছেন অন্তরা নিজের হাতেই কিরণের গাড়ির পুজো করছেন।এই বিষয়টি নেটিজেনদের অনেকেরই বেশ অপছন্দ হয়েছে। তাদের একাংশের দাবি জীবনের প্রথম গাড়ি বলে কথা, তাই এক্ষেত্রে তিনি নিজের মা-বাবাকেও সঙ্গে নিয়ে যেতে পারতেন।
প্রসঙ্গত কিরণের এই নতুন গাড়ির পোস্টে একজন অনুরাগী লিখেছিলেন ‘সবই ঠিক আছে শুধু প্যান্ট আর জুতোটা মানাচ্ছে না’ । অনুরাগীর ই কমেন্টের উত্তরে কিরণ দত্ত লিখেছিলেন ‘ওটাই আমার অতীতকে মনে করায়’। এই কমেন্টের স্কিনশট নিয়ে সেই অনুরাগী আবার সোশ্যাল মিডিয়ার শেয়ার করে ক্যাপশনে লিখেছেন তার প্রিয় ইউটিউবার তথা অভিনেতা কিরণ দত্ত তাকে রিপ্লাই করেছেন। এটা তার কাছে একটা ভীষণ বড় পাওনা।