• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মন্তব্য বিকৃত করে রটানো হচ্ছে ভুয়ো খবর! আমি বললে তবেই বিশ্বাস করবেন, লাইভে ক্ষোভ প্রকাশ সৃজলার

Published on:

Mon Phagun actress Srijala Guha Opens up on Nora Fatehi Controversy

বাংলা বিনোদন জগতের জনপ্রিয়  অভিনেত্রী হলেন সৃজলা গুহ (Srijla Guha)। প্রথম সিরিয়াল মন ফাগুন (Monphagun)-এর হাত ধরেই দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন এই অভিনেত্রী। ইদানিং বলিউড অভিনেত্রী নোরা ফাতেহির (Nora Fatehi) সাথে নাম জড়িয়ে নতুন করে শিরোনামে এসেছেন অভিনেত্রী।

আসলে অভিনেত্রীর সকল অনুরাগীই জানেন অভিনয়ের পাশাপাশি দুর্দান্ত নাচতেও পারেন ছোট পর্দার পিহু অভিনেত্রী সৃজলা। স্টার জলসার স্টার পরিবার অ্যাওয়ার্ডে তার সেই নাচের দুর্দান্ত পারফরম্যান্স দেখে ভক্তরা প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন অভিনেত্রীকে। সেই থেকেই সৃজলার বেলি ডান্স দেখে মুগ্ধ দর্শক প্রশংসা করে তাকে বলিউড অভিনেত্রী নোরা ফতেহির সঙ্গে তুলনা করেন।

Nora fatehi,নোরা ফতেহি,Srijla Guha,সৃজলা গুহ,Rumour,জল্পনা,Reaction,প্রতিক্রিয়া

অনেকেই তার নাম দিয়েছেন বাংলার নোরা ফাতেহি। তবে সব তারকাদের জীবনেই প্রশংসার সাথেই জোটে সমালোচনা।ব্যতিক্রম নন সৃজলাও.অনেকেই বলতে থাকেন তিনি নাকি নোরা ফতেহিকে নকল করেন। আর এই নিয়েই সম্প্রতি আনন্দবাজার অনলাইনের তরফে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছিল।

Nora fatehi,নোরা ফতেহি,Srijla Guha,সৃজলা গুহ,Rumour,জল্পনা,Reaction,প্রতিক্রিয়া

সেখানেই দাবি করা হয়েছিল বাংলার নোরা ফতেহি প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে সৃজলা স্পষ্ট জানিয়ে দিয়েছেন সেই ছোটবেলা থেকেই নাচের প্রতি ভালোবাসা রয়েছে তার।  অভিনেত্রীর সংযোজন ‘আমার নিন্দুকরা অনেকেই আমার অনুষ্ঠান দেখে বলেন নোরা ফতেহিকে নাকি আমি নকল করি। নোরা বিখ্যাত হওয়ার আগে থেকে আমি বেলি ডান্স করি। সবার ধারণা ঠিক নয়।’

এই এই প্রতিবেদন প্রকাশ্যে আসতেইতা তা ভাইরাল হয়ে যায় ঝড়ের বেগে। আনন্দবাজারের এই সংবাদটিকে  একটু বিকৃত করেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এক বিস্ফোরক মন্তব্য। যেখানে সৃজলার মুখে বসানো হয়  ‘কে নোরা’? মন্তব্য। দাবি করা হয় নোরা ফতেহিকে চিনতেই অস্বীকার করেছেন সৃজলা। এরপরেই বিষয়টি নিয়ে মুখ খুলে ছিলেন অভিনেত্রী নিজেই।

Nora fatehi,নোরা ফতেহি,Srijla Guha,সৃজলা গুহ,Rumour,জল্পনা,Reaction,প্রতিক্রিয়া

নিজের ইস্টাগ্রাম স্টোরি থেকে ভাইরাল পোস্টের স্ক্রিনশট নিয়ে তিনি জানিয়ে দিয়েছেন ওই মন্ত্যব্য তাঁর নয়। পাশাপাশি একটি ভিডিও প্রকাশ করে অভিনেত্রী জানিয়ে দেন সোশ্যাল মিডিয়ার পোর্টালগুলিতে তার নাম করে এবার থেকে যাই বলা হোক না কেন তার ভক্তরা যেন তা বিশ্বাস না করেন। যতক্ষণ না তিনি নিজের মুখে কোন মন্তব্য করছেন তার আগে যেন কেউ তা বিশ্বাস না করেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥